ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৪৩ (২৯-০২-২৪ থেকে ০৬-০৩-২৪)

in hive-129948 •  last year 


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৪৩ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @sumon09


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@sumon09$25 UPVOTE পুকুর পাড়ের লাউ-শিমের ভিডিওগ্রাফি
02@sumon09$25 UPVOTEগাংনী বাজার থেকে ফল কেনার অনুভূতি

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - মোঃ নাজিদুল ইসলাম সুমন। শিক্ষাগত যোগ্যতা - বাংলায় এমএ ফাস্ট ক্লাস ২০১৯ শিক্ষাবর্ষ,মেহেরপুর গভমেন্ট কলেজ। উনার ইউজার আইডি - @sumon09 । বর্তমান ঠিকানা- গাংনী-মেহেরপুর, বাংলাদেশ। উনার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো ইলেকট্রনিক্স ও সৌর প্যানেল জাতীয় ডিভাইস নিয়ে কাজ করা। বর্তমানে মাছ চাষি হিসেবে পরিচিত। কবিতা লিখতে ও গান গাইতে পছন্দ করেন। পাশাপাশি ফটোগ্রাফী ও ভিডিও ধারণ করাও উনার অন্যরকম ভালোলাগার অংশ।উনি স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের মে মাস এ।বর্তমানে উনার স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-03-12-21-33-10-910-edit_com.android.chrome.jpg

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErPZWkuAfkKpw4f6BvfoeY35v2dPQNtMCbayKyZrcshUwckmpW8bk4UBKXLe6ByAyGWCaC1jtwr1FS1ePpP8U3p3eVu7ytCfX9aW.jpeg

আলহামদুলিল্লাহ,প্রথম বাবা হওয়ার অনুভূতি...... by @sumon09 • 01/03/2024

আমি মন থেকে সবসময় একটা দোয়া করতাম 'আল্লাহ তুমি আমাকে ছেলে দাও বা মেয়ে দাও যাই দাও না কেন 'নেক হায়াত সম্পন্ন সুস্থ সবল একটি সন্তান দান কর' আর এতে আমি হব অনেক অনেক খুশি। …

@sumon09 প্রথমে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার লেখাটি পড়ে আসলে বুঝতে পারছি যে আপনি আসলে সেই মুহূর্তে কতোটা আনন্দে ছিলেন। তবে সেই মুহূর্তের আগ অব্দি কতোটা চিন্তা বোধ হয়। সেটা আসলে যে বাবা হয়নি সে কখনোই অনুভব করতে পারবে না কিংবা যে মা হয়নি সেও অনুভব করতে পারবে না আর । আর বাবা হওয়ার পরে এবং এটি সুস্থ সন্তান জন্ম হওয়ার পরে যে কতোটা আনন্দ হয়। তা বলে বোঝানো সম্ভব নয়। আমার কাছে মনে হয় যে এই অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি। কারণ আমিও যখন প্রথম আমার বাচ্চাকে কোলে নিয়েছিলাম। তখন আমার মনে হয়েছিলো যে এর চেয়ে সুখের অনুভূতি হয়তো আর কোনো কিছুই হয় না। আশা করছি ভবিষ্যতেও বাচ্চা এবং মা সুস্থ থাকবেন এবং বাচ্চার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErPZWkuAfkKpw4f6BvfoeY35v2dPQNtMCbayKyZrcshUwckmpW8bk4UBKXLe6ByAyGWCaC1jtwr1FS1ePpP8U3p3eVu7ytCfX9aW.jpeg

ছবিটি @sumon09 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yt8HdSnNrqGNdFBq96sPZYTEgYeUdBWD9aX5xgBkGvyPDx1qb98Gwf3yi8NtFe9YxpY9nZ4zXJgmApoMqx1i1Ub97NAa2.jpeg

অনলাইনের মাধ্যমে কেনাকাটা...... by @sumon09 • 03/03/2024

আপনার অনেকেই জানেন আমি মোটামুটি ইউটিউব চ্যানেলে কাজ করে থাকি। আমার দুইটা ইউটিউব চ্যানেল চালু করেছি। আর ইউটিউব চ্যানেলে কথা বা ভয়েস ভালো দেওয়ার জন্য অবশ্যই ভালো ওয়ারলেস মাইক্রোফোন বা ওয়্যার যুক্ত মাইক্রোফোন প্রয়োজন থাকে।…

এই দারাজ সম্পর্কে আমি অবগত রয়েছি। কারণ এটি বাংলাদেশের একটি অ্যাপস হলেও, টুকটাক সবসময় অনেক কিছু দেখা হয়ে থাকে কেনাকাটা করা না হলে ও। এবং আমি সাধারণত অনলাইনে অনেক বেশি কেনাকাটা করি। তবে প্রথমে বুঝতে হবে যে, দারাজ আসলে কি।আসলে এটি একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক গুলো শপ রয়েছে। অর্থাৎ আরো সাধারণ ভাবে যদি বুঝাতে চাই। তাহলে এটা একটা মার্কেট যেখানে অনেকগুলো দোকান রয়েছে। এখন আমাকে আপনাকে ঠিক করতে হবে যে, আপনি কোন দোকান থেকে জিনিস কিনবেন। তাই কিছু বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। যেমন যে শপ থেকে প্রোডাক্ট কিনছেন, সেই শপটি রেপুটেটেড কিনা। যেমন দারাজ মল নামক যেই সেকটর রয়েছে। সেখানে প্রায় সকল রেপুটেড শপগুলোই আমি দেখেছি অর্থাৎ ব্র্যান্ডেট শপগুলো। এরপরে দেখতে হবে আপনি যে জিনিসটা কিনছেন, সেই জিনিসটার রিভিউ কেমন। আর এরপরে যে কোনো জিনিস হোম ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই চেক করে নিতে হবে। এইসব নিয়ম মেনে চললে অবশ্যই অনলাইনের মাধ্যমে কেনাকাটা করায় আর ঠকতে হবে না।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yt8HdSnNrqGNdFBq96sPZYTEgYeUdBWD9aX5xgBkGvyPDx1qb98Gwf3yi8NtFe9YxpY9nZ4zXJgmApoMqx1i1Ub97NAa2.jpeg

ছবিটি @sumon09 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErHZBxqSRFhSCzPC8QoxnmwPTvQgNe4kjwn4mL6fQ4vKWL9mJwy6y3G7WWucxLuRNyxh4aqRhBx1sDUw6QTT71qHShZwwPKE7Lvz.jpeg

পুকুরে মাছ ধরার ফটোগ্রাফি...... by @sumon09 • 07/03/2024

পুকুরে যখন জেলেরা মাছ ধরতে নামে, তখন তাদের মাছ ধরতে দেখতে বেশ ভালো লাগে। আর এ ভালোলাগা থেকে আমার অনেক ফটোগ্রাফি করা হয়েছে। সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব বলে। …

উনার আগের পোস্টগুলো পড়ার মাধ্যমে আমি উনাদের পুকুর সম্পর্কে কিংবা মাছ চাষ সম্পর্কে অনেক কিছুই পড়েছি। তবে এই ফটোগ্রাফি দেখেও বেশ ভালো লাগলো। আর ছবিগুলো দেখে মনে হলো কাজটি ঠিক হয়ত করতে কষ্টকর। কিন্তু বেশ আনন্দেরও। কারণ মাছ ধরা আমার কাছে বরাবরই আনন্দের একটা ব্যাপার। আর উনার পোস্ট পড়ে মনে হলো উনাদের কাছেও আনন্দের এবং উনাদের অবশ্যই অনেক বড় জীবিকার একটি মাধ্যম এটি।যা পোস্টটি পরে বুঝতে পেরেছি।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErHZBxqSRFhSCzPC8QoxnmwPTvQgNe4kjwn4mL6fQ4vKWL9mJwy6y3G7WWucxLuRNyxh4aqRhBx1sDUw6QTT71qHShZwwPKE7Lvz.jpeg

ছবিটি @sumon09 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErWNDaQLXqF4FJLTKpzEuHxqQZZftsHaNBKzZ4zVJVP36wddkHky793EKbaQ27tsy47Xscqph8RobiS392Cj8JwGjM3L83pHoPSN.jpeg

এক বৃদ্ধ দোকানদারের গল্প...... by @sumon09 • 10/03/2024

আমাদের গ্রামের নাম জুগীর-গোফা, গ্রামের প্রবেশের পূর্বে হাইরোড। প্রবেশস্থলের নামটা করিম-মোড়। গ্রামের এক রাজাকার-মুক্তিযোদ্ধা ফকিরের নাম অনুসারে নামটা হয়ে আসছে। মানুষটা বেশ ভালো ছিলেন। …

আমি এই ব্যাপার সম্পর্কে যতটুকু জানি যে, যদি কারো জমি সরকারি রাস্তার কাজে ব্যবহার হয়। তবে সে ক্ষেত্রে সরকার তার কাছ থেকে বেশ ভালো অংকের একটা এমাউন্ট দিয়ে সে জায়গাটি কিনে নেয়। অর্থাৎ অন্যান্য সময় সেই জায়গাটি সে যে দামে বিক্রি করতে পারতো, তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে সরকারের কাছে সে জায়গাটি বিক্রি করতে পারে। তবে হ্যাঁ এখানে একটি ব্যাপার আছে যে সরকারের হয়ে যদি কোনো অসৎ লোক এর মধ্যে জড়িয়ে পরে অর্থাৎ দালাল ধরনের কেউ। তাহলে সত্যিই খুব মুশকিল হয়ে যায় সাধারণ মানুষের জন্য।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErWNDaQLXqF4FJLTKpzEuHxqQZZftsHaNBKzZ4zVJVP36wddkHky793EKbaQ27tsy47Xscqph8RobiS392Cj8JwGjM3L83pHoPSN.jpeg

ছবিটি @sumon09 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z19uVMymHF3ZqYHoRa2wg2WxWTRBHV6iTRvTUqWbEoTvaZ4bUMsce6aCNz7mXkBEPdjQPjcAsAoxwkguj6bqautuua7Ne.jpeg

আলুর সমন্বয়ে মুরগির মাংসের রেসিপি...... by @sumon09 • 12/03/2024

মাংস রান্না শুরুতে চুলার পাড়ের প্রয়োজনীয় উপাদান গুলো সব সংরক্ষণ করে ভালোভাবে প্রস্তুত করে নিয়ে উপস্থিত হলাম। মসলা জাতীয় জিনিসগুলো একটি প্লেটে আলাদা করে প্রস্তুত করে নিয়ে এলাম। …

এই রেসিপিটা প্রায় সময় খাওয়া হয়েছে। কারণ এটা একেবারে কমন একটি রেসিপি। আমাদের সকলের বাসা বাড়িতে হয়ে থাকে এবং বিভিন্ন সময়ে এই রেসিপিটি অনেক ঝাল দিয়ে খেতে আসলে মন্দ লাগেনা, ভালোই লাগে। যদিও আমি ব্রয়লার মুরগি খাই না। অর্থাৎ এই রেসিপিটা যদি দেশি মুরগি দিয়ে করা হয়, তাহলে বেশ ভালো হয়। আর লাল মরিচের জায়গায় যদি কাঁচা মরিচ ব্যবহার করা হয়। তাহলে হয়তো স্বাদটা আরও কয়েক গুন বেড়ে যায়। কারণ কাঁচা মরিচের ঝালটা স্বাস্থ্যের জন্য ও ভালো।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z19uVMymHF3ZqYHoRa2wg2WxWTRBHV6iTRvTUqWbEoTvaZ4bUMsce6aCNz7mXkBEPdjQPjcAsAoxwkguj6bqautuua7Ne.jpeg

ছবিটি @sumon09 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

সবকিছু মিলিয়ে উনার পোস্ট পড়ে ভালো লেগেছে।শুধু পোস্টের বানানের দিকে কিছুটা বিশেষ নজর দিতে হবে এবং শব্দ চয়নে।আশা করছি ভবিষ্যৎ এও উনি উনার এ ভালো একটিভিটিস বজায় রাখবেন।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১৩ মার্চ ২০২৪

টাস্ক ৫২৫ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 8b53870d46da0c8eb1bb8cc7d5b3b965a55ddc73d031e59c7d7906d742176045

টাস্ক ৫২৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুমন ভাই আমাদের কমিউনিটির একজন নিয়মিত একটিভ ইউজার। উনি উনার লাইফের একটা বড় অংশই উনার পোস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে তুলে ধরেন,যা উনার পোস্ট ফলো করলে বোঝা যায় । বিশেষ করে, সুমন ভাই সদ্য বাবা হওয়ায় তাকে এবং তার পরিবারকে আবারো প্রাণঢালা অভিনন্দন।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



  ·  last year (edited)

@sumon09 i believe congratulations are in order to you, keep it up

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Congratulations, your post has been upvoted by @upex with a 41.88% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি সুমন ভাইকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত হওয়ার জন্য। সুমন ভাই কিছুদিন আগে জীবনে প্রথম বারের মতো বাবা হয়েছে। সেই অনুভূতিটা আসলেই অন্য রকম,যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাছাড়া দারাজ থেকে আমিও নিয়মিত কেনাকাটা করে থাকি। তবে অবশ্যই অর্ডার দেওয়ার পূর্বে রিভিউ ভালোভাবে দেখে নিতে হবে। যাইহোক আপনি সুমন ভাইয়ের বিগত সপ্তাহের পোস্ট গুলো চমৎকার ভাবে পর্যবেক্ষণ করেছেন দাদা। সুমন ভাইকে সপ্তাহের সেরা ব্লগার নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ দাদা। আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো সুন্দর সুন্দর ব্লগ লিখতে। আর বানান শব্দের দিকটা বিবেচনায় রাখবো সবসময়,যেন ভুল ত্রুটি না হয়। সত্যি আমি বাবা হতে পেরে অনেক আনন্দিত হয়েছিলাম তবে তার পূর্ব মুহূর্ত আমার জন্য খুবই টেনশনের সময় ছিল। মোটামুটি আমরা দুই ভাই মাছ চাষে নিয়োজিত রয়েছে বর্তমানে। আর আমাদের পরিবারের চারজন আমার বাংলা ব্লগের সদস্য। আমি খুবই আনন্দিত এ সপ্তাহে ফাউন্ডার চয়েজে আসতে পেরে। ইনশাল্লাহ চেষ্টা করে যাবো এই কমিউনিটিতে সবার সাথে দীর্ঘদিন কাজ করে যাওয়ার। অনেক অনেক খুশি হলাম সুন্দর এই পোস্ট পেয়ে।

This is a great selection for the blogger of the week.

Congratulations to @sumon09 for being selected as the blogger of the week.

Keep making quality post in the community

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ চমৎকার একজন মানুষকে এই সপ্তাহে দাদা আপনি ব্লগার অব দা উইকস করেছিলেন। বিশেষ করে সুমন ভাইয়ের পোস্ট গুলো অনেক দীর্ঘ হয়। কিন্তু দীর্ঘ হলে হলেও পোস্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি চেষ্টা করেন সব সময় ভালো মানের ইউজারকে ফাউন্ডার’স চয়েসে বেস্ট ব্লগার করার। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা সব সময় সবাইকে অনুপ্রাণিত করার জন্য।

শুভকামনা রইলো এ সপ্তাহের দাদার পছন্দের সেরা ব্লগার @sumon09 ভাইয়ের জন্য। এভাবেই কাজ করে যান। ইনশাল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। আবারো শুভকামনা রইলো।

আর দাদা আপনার পছন্দ বরাবরের মতো এবারো সেরা হয়েছে। খাঁটি চোখ দিয়ে, সেরা ব্লগারকে খুঁজে বের করেছেন। 💘
আপনার প্রশংসা করে শেষ হবে না।

প্রথমে শুভেচ্ছা জানাই @sumon09 ভাইকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত হওয়ার জন্য । বাবা হওয়ার অনুভুতি সত্যিই অসাধারন যদিও আমি বিবাহিত নই কিন্তু তার পরেও বুঝতে পারি অনুভুতিটা কেমন হতে পারে কেননা আমার ভাতিজি যখন হয়েছিল তখন আমার বড় ভাইয়ের সুখের কান্না আমি দেখতে পেয়েছিলাম । ভাতিজিকে কোলে নিয়ে তার কি যে আনন্দ হয়েছিল সেটা দেখে বলতে পারি আসলে বাবা হওয়ার অনুভুতি অসাধারন । সুমন ভাইয়ের অন্যান্য পোস্ট গুলা দেখলাম। অনেক সুন্দর করে উনি প্রেজেন্ট করতে পারেন সিম্পল বিষয় গুলোকে । উনার প্রেজেন্টেশন দারুন এবং অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছেন। ধন্যবাদ আমার বাংলা ব্লগের ফাউন্ডারকে উনাকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করে উনার সুন্দর লিখনীকে স্বীকৃত করার জন্য এবং উৎসাহিত করার জন্য । আশা করি সুমন ভাই আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আমাদের সাথে শেয়ার করবেন।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস হিসেবে সুমন ভাইকে দুটো সাপোর্ট দিয়েছন এটা আসলে আপনার বড় মনের প্রকাশ। অনেক অনেক ধন্যবাদ দাদা।

Dada and the abuse watcher team have fully described why we caught your post as plagiarism. Please do not spam like this.

Hi,
I also fully described why our postings are not plagiarism.

Do we lie that the contents are our own?

  • No. everone can see the source fro the text

Are our posts illigal?

  • No, because they quote famous Bible, poetry and idioms.

Do they receive rewards by deceiving others?

  • No, they shows the source to show where they came from.

Do they receive unreasonable reward?

  • No, they usually invest to voting services such as upvu, avle, jcarvoting ans so on, and get reward as much as they invested.
  • successgr votes them. But he doesn’t think this quoting is problem at all. Please ask him if you want to check.

অভিনন্দন সুমন ভাইকে ৷ আসলে সুমন ভাইয়ের প্রত্যেকটা পোস্ট অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেন তিনি ৷ ওনার লাইফ স্টাইল পোস্ট গুলো বেশ ভালো লাগে ৷ এ সপ্তাহে @sumon09 ভাইকে ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস এ দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা

Posted using SteemPro Mobile

ফাউন্ডার'স চয়েস হিসেবে সুমন ভাইয়াকে দেখে খুব ভালো লাগলো।প্রতি সপ্তাহে একজন কে ফাউন্ডার'স চয়েস হিসাবে নির্ধারণ করে বাড়তি সাপোর্ট দিয়ে যাচ্ছেন এটি আসলে আপনার অনেক বড় মনের প্রকাশ। অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন।