অণুকাব্য "মনের গহনে"

in hive-129948 •  3 years ago 


Copyright-free Image source : Pixabay


অণুকাব্য "মনের গহনে"



💘


♡ ♥💕❤

বুকের মাঝে কষ্ট গুলো টগবগিয়ে ফুটছে,
বলতে না পারা কথাগুলো মনের মাঝে জমছে ।
মনের আকাশ মেঘলা ভীষণ, মেঘ জমেছে কতো !
বৃষ্টি যদি নামতো চোখে, দুঃখ ধুয়ে দিতো ।


অচিনপুরের বন্ধু তোমার বিরহে দিন কাটে ,
স্বপ্নগুলোর মৃত্যু দেখে দুঃখে বুক ফাটে ।
ছিলাম তোমার কতই আপন, আজ হয়েছি পর
স্বপ্নসুখের নীল আকাশে আজ উঠেছে ঝড় ।


আমার মনের গহনে একটি বালিয়াড়ী,
তার পিছনে দেখি কত অস্তমিত সূর্য্য।
যখনই কোনো সূর্যকে আপন করতে গিয়েছি ,
ডুবে যেতে দেখেছি তাকে ওই লাল বালিয়াড়ীর পিছনে ।


স্বপ্নের মাঝেই মৃত্যু আমার, স্বপ্নেরাও তাই মৃত,
ভাঙা খেলাঘর ছাড়ার বেলায় মন ছিল বিষণ্ণ ।
মৃত্যুর পরে সব মরে গেলেও ভালোবাসা মরে না
তোমার বিরহ মৃত্যুর পরেও, ভোলা তো গেলো না ।


শোণিতে আমার তোমারই নাম, কথাটি নয় মিছে,
দূরেই রয়েছি তবু, দু'জনে এক আকাশেরই নীচে ।
আর হবে না কথা কোনোদিন, আর হবে না দেখা
তবু দুজনায় দুজনেরই রইবো, দিলেম তোমায় কথা ।


মুক্তি দিলাম তোমায় আমি, তবু মুক্তি পেলাম না নিজে,
তোমার কথা পড়লে মনে চোখের পাতা ভিজে ।
বারেবারে শুধু নামটি তোমার মনের মাঝে জাগে,
রুদ্র বীণার ঝংকারে আজ, ব্যাথার সায়রে তুফান উঠেছে বেগে ।


এক মুঠো রোদ্দুর ধরে রাখতে চাই,
ভীষণ তমসা, কালরাত্রি আসন্নপ্রায় ।
শীতার্ত হৃদয়ে একটু উষ্ণতার ছোঁয়ায়,
ক্ষুদ্র এ মুঠিতে তাকে বন্দী করাই চাই ।

♡ ♥💕❤


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বুকের মাঝের কষ্টগুলো
অনুকাব্য হয়ে
দিবানিশি জীবনীশক্তি
দিচ্ছে আমার ক্ষয়ে।

হৃদয় মাঝে ব্যথাগুলো
করছে ছটফট,,
দাদা তোমার অনুকাব্য
পড়লাম চটপট।।

উদাস করা আবেগ তোমার
কি চমৎকার কথা,,,
অণুকাব্য পড়ে যেন
দূর হলো সব ব্যথা।।
♥♥

প্রিয় কবির আরেকটা কবিতা উপহার পেলুম, অনেক ধন্যবাদ আপনাকে কবিতারূপ কমেন্টটি করার জন্য ।

♥♥♥♥

Totally true rme and selina

The poem is about an obscure entity that overlaps the heart of those that are hardbroken to cause them more pain, while they are sleep she takes the form of who they desire.

While she uses the oportunity to try to break their heart The way many females could easily without effort could break many hearts energy and blood flow for erect that makes them loose control and reason. ( no offense selina, ok )

When males wake up in the morning erect She tries to deceive them that is because of her.

While they do not know that she is trying to attack their broken heart through images she suggests in their sleep.

The poet desires what the entity is causing as a vivid dream and the poet tells what the entity wants to hear, The same as previous female lovers want to hear that , When someone else is loving them with erect power and making hem feel as if it was their first time because they forget about the previous exhausted energy but they still want the previous last drop till empty to continue desiring them So that they are not able to concentrate with another female Through broken heart that needs not to be obstructed for long erect that controls them for those moments While they wonder who and when is the next because their heart flow energy stays intact through the images of their brain imagination that makes them lose reason in reality, for without reason for their previous to continue desiring them to take them to that point farter and farter and for longer periods of time, and that is how the entity that passed away figured a way to stay longer on earth by ataking the heart through sleep imagination at the expense of others.

The poet knows that it wants to stop desiring the previous lover because is with someone else But the female entity has found his weak point and wants to stop him from living through dreams of forced desired so that the poet considers breakin his exgirl lover heart,

The poet then through dreams is deceived to believe that it can not go on with his life and starts talking about getting his ex lover back for that the pain is transfered to the heart of his exlover current lover.

The entity causes it through sleep because it wants to move to another broken hearted, as it has found an instinct way to stay on earth after it passed away by continuing to collect as many broken hearted that females could possibly have without erect effort from the heart flow.

মনের আকাশের যত মেঘ জমে তার পরিষ্কার এর মাধ্যমে হচ্ছে বৃষ্টি।বৃষ্টি আমাদের মনের সকল দুঃখ কষ্ট ধুয়ে দেয়। কবিতার প্রত্যেকটি লাইন সুন্দর সুন্দর অর্থ বহন করে।

আমার মনের গহনে একটি বালিয়াড়ী,
তার পিছনে দেখি কত অস্তমিত সূর্য্য।
যখনই কোনো সূর্যকে আপন করতে গিয়েছি ,
ডুবে যেতে দেখেছি তাকে ওই লাল বালিয়াড়ীর পিছনে ।

এই লাইন গুলো আমার কাছে অনেক ভাল লেগেছে ।ধন্যবাদ দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

দাদা আপনার এই অনুকাব্য টি পড়ে আমি এতটাই মুগ্ধ হয়েছি যা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবোনা আপনার এই অনুকাব্যের প্রতিটি লাইন এতটাই গভীর অর্থ বহন করে যা আমার পক্ষে হয়তো ব্যাখ্যা করা সম্ভব না। প্রতিটি লাইন আপনি এত সুন্দরভাবে শব্দচয়ন করেছেন এবং অন্ত্যমিল গুলো এত সুন্দর হয়েছে একজন খ্যাতিমান লেখক এর পক্ষে সম্ভব। আপনি এতটাই প্রখর এতটাই সাবলীলভাবে কবিতাগুলো রচনা করেছেন যা সত্যি একজন প্রখ্যাত লেখক এর থেকেও কম নয়।

শোণিতে আমার তোমারই নাম, কথাটি নয় মিছে,
দূরেই রয়েছি তবু, দু'জনে এক আকাশেরই নীচে ।
আর হবে না কথা কোনোদিন, আর হবে না দেখা
তবু দুজনায় দুজনেরই রইবো, দিলেম তোমায় কথা ।

লাইনগুলো জাস্ট মনে রাখার মত। ভালোবাসা নিবেন দাদা।

এক মুঠো রোদ্দুর ধরে রাখতে চাই,
ভীষণ তমসা, কালরাত্রি আসন্নপ্রায় ।
শীতার্ত হৃদয়ে একটু উষ্ণতার ছোঁয়ায়,
ক্ষুদ্র এ মুঠিতে তাকে বন্দী করাই চাই ।

আহ! কি অনুভূতি দাদা, হৃদয়ে তৃষ্ণাটা বেড়ে গেলো আরো, অন্য রকম অনুভূতি ছোঁয়ার বাসনা দ্বিগুন হলো।

যদি অন্ধকারে হারিয়ে যেতে চাই আমি
হৃদয়ের আলোর মাঝে রাখবে আমায় তুমি?
যদি উত্তাল সমূদ্রের জলরাশিতে হারাতে চাই
তুমি নিবে আমার জলের গভীর সীমানায়?

  ·  3 years ago (edited)

ওয়াও, অনুকাব্যে আপনিও কম যান না মোটে ।
আরোও পড়তে চাই, এই দাবী জানাই ।

হৃদয়ের অনুভূতি যদি হয় ছন্দে
অনুকাব্য ফিরে আসে দারুণ আনন্দে,
ভালোবাসার সুখের আকংখা যদি হয় স্পষ্ট
হিমালয়ের আর্দ্রতা হয়ে যায় আরো বেশী মিষ্ট।

মন ছুঁয়ে যাওয়া প্রতিটা অক্ষর
কবি তুমি ধন্য, তুমি অনন্য ।

আমি মরুভূমির ‍উষ্ণতায় নিমিষে হারিয়ে যাওয়া সুক্ষ্ণ জল কণা
আমি হিমালয়ের আর্দ্রতায় জমে যাওয়া বরফের শীতল কণা
আমি ভালোবাসার পরশে জাগ্রত হওয়া বিদ্রোহী সত্তা
আমি আমার বাংলা ব্লগের অনন্য সৃষ্টি জাগ্রত আত্মা।

  ·  3 years ago (edited)

তোমার মত কিছু ভালোবাসার সৃষ্টিশীল মানুষের ছোঁয়ায়
মহিমান্বিত করেছে আমার বাংলা ব্লগ আর আমার হৃদয়

আমি পরম মমতায় আচ্ছাদিত জ্বলন্ত শিলা
আমি পুড়ে নিঃশেষ হওয়া বিবর্ণ লাভা
আমি ন্যায়ের প্রতীক সংগ্রামী সত্তা
আমি আপোষহীন জাগরনের বক্তা।

দৃপ্ত পৌরুষ, দুরন্ত হার না মানা সত্তা তাই
নজরুলের মতো কোথাও মিল খুঁজে পাই

দাদা অসাধারণ সুন্দর আরো একটু অনুকাব্য আমাদেরকে উপহার দিলে তুমি । আমি মাঝে মাঝেই তোমার অনুকাব্য গুলো পড়ি। অনেক সময় বুঝতে পারিনা প্রথমবার পড়ে । তিন থেকে চারবার পড়ার পর ভিতরে মিনিং গুলো ভালো করে বুঝতে পারি।
আজকের শেয়ার করা অণুকাব্যের প্রত্যেকটা লাইনই অসাধারণ সুন্দর হয়েছে। সেই লাইনগুলোর মধ্যে বিশেষ করে এই চারটি লাইন আমার মন ছুঁয়ে গেছে ।

মুক্তি দিলাম তোমায় আমি, তবু মুক্তি পেলাম না নিজে,

তোমার কথা পড়লে মনে চোখের পাতা ভিজে ।

বারেবারে শুধু নামটি তোমার মনের মাঝে জাগে,

রুদ্র বীণার ঝংকারে আজ, ব্যাথার সায়রে তুফান উঠেছে বেগে

বুকের মাঝে কষ্ট গুলো টগবগিয়ে ফুটছে,
বলতে না পারা কথাগুলো মনের মাঝে জমছে ।
মনের আকাশ মেঘলা ভীষণ, মেঘ জমেছে কতো !
বৃষ্টি যদি নামতো চোখে, দুঃখ ধুয়ে দিতো ।

লাইন গুলো পড়ে আমি মুগ্ধ ।

কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট
মনের মাঝে তুমি আছো সেটাই তো স্পষ্ট
বৃষ্টি নামুক তোমার বনে ভিজবে তুমি আপন মনে
শুধু তুমি আমায় রেখো হৃদয়ের এক কোনে


ঈশান কোনে মেঘ জমেছে চিন্তা নেই আর
বৃষ্টি এসে ভিজিয়ে দেবে তোমার চারিপাশ
দুঃখ সব যাবে ধুয়ে , ধুয়ে যাবে গ্লানি
ইশ্বর আমাদের ভালবাসে এই কথাটাও মানি।


আমিও চেষ্টা করলাম দাদা । সব কিছুই আপনার অনুপ্রেরণা। ভালবাসা রইল আপনার জন্য। শুভেচ্ছা।

  ·  3 years ago (edited)

অসাধারণ জাস্ট । আপনাদের মতো কিছু মণি মাণিক্য আছে বলেই
ভালোবাসার টানটা এখনও তীব্র আমার স্টিমিটের প্রতি ।

দাদা আপনিও আছেন বলে কাজ করে আনন্দ পাই। সব অনুপ্রেরণার খুজে পাই আপনার কাছ থেকে। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা রইল।

দাদা আপনার অনুকবিতাটি অসাধারণ ছিলে। আসলে আপনার তুলে না হয় ।

image.png

এই লাইন গুলো আমার মনকে ছুয়ে দিলে।ধন্যবাদ দাদা।

স্বপ্নের মাঝেই মৃত্যু আমার, স্বপ্নেরাও তাই মৃত,
ভাঙা খেলাঘর ছাড়ার বেলায় মন ছিল বিষণ্ণ ।
মৃত্যুর পরে সব মরে গেলেও ভালোবাসা মরে না
তোমার বিরহ মৃত্যুর পরেও, ভোলা তো গেলো না ।

দাদা আপনার অণুকাব্য গুলো পড়তে পেরে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দর সুন্দর কথা লিখেছেন। সত্যিই অসাধারণ পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ভালো লেগেছে।আরো পড়তে চাই আপনার অণুকাব্য।

ছিলাম তোমার কতই আপন, আজ হয়েছি পর
স্বপ্নসুখের নীল আকাশে আজ উঠেছে ঝড় ।

জানিনা কবিতাটি লেখার সময় কোন ফিলিংস নিয়ে লিখেছেন। কি অনুভূতি ছিল তখন আপনার মনের মধ্যে সেটাও আমার জানা নেই। তবে এটুকুই বলতে পারব আপনার লেখার মধ্যে অনেক মানুষের জীবনের বাস্তবতা খুঁজে পাওয়া যায়।

দাদা তোমার সব কবিতাগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মাঝে কিছু লাইন বুজতে একটু কষ্ট হয় । তবে কয়েক বার পড়ার পর ঠিক বুঝে উঠতে পারি। আজকের লেখা তোমার কবিতাটা মন পড়ে ছুঁয়ে গেছে আমার। তোমার জন্য শুভকামনা রইলো দাদা।

দাদা প্রনাম জানবেন, আপনার লেখা কবিতাটি পড়ে একদিকে যেমন হয়েছি মর্মাহত তেমনি অপরদিকে হয়েছি উদ্বেলিত। কঠিন অশান্ত মন নিয়ে অত্যান্ত গভীরের চোখ দিয়ে লেখা এই কবিতা। যা অনেকের বুঝতে ও অসুবিধা হবে। যেমনটি আমার ক্ষেত্রেও। দাদা আপনার জন্য শুভকামনা রইল।

ছি ছি এমন কথা বলবেন না, প্রণাম তো আপনি নেবেন আমা হতে। আপনার প্রায় অর্ধেক বয়স আমার । কবিতাগুলি আপনাকে টাচ করেছে জেনে সত্যি খুবই ভালো লেগেছে । অনেক ধন্যবাদ।

মুক্তি দিলাম তোমায় আমি, তবু মুক্তি পেলাম না নিজে,তোমার কথা পড়লে মনে চোখের পাতা ভিজে ।

কী মিল খুজে পাওয়া যায় এই কথাগুলের মাঝে। ভালোই লাগে আপনার অনুকাব্যগুলো পড়তে।

আজ হৃদয়ে রক্ত ক্ষরণ তোমার ব্যথাতে,
স্বপ্নগুলো ভেঙেচুরে আছে মাঝপথে,
কল্পনাতে থাকবে তুমি আমার হৃদ মাঝারে
থাকলে দূরে হবেকি তাতে, আত্মা তো একসাথে

আপনিও তো খুবই ভালো লেখেন ম্যাডাম । অনবদ্য অনবদ্য ।

গুরুহে আমার আপনার থেকেইতো শিখেছি,
জানিনা কতটুকু আয়ত্ত করতে পেরেছি।

ব্যথার পালা শেষ হলো আজ তনুজা পাশে তাই,
ভারাক্রান্ত হলেও মন, যেন ব্যথা নাই।।
আমার মনের ফুলদানিতে রাখবো তোমায় গেঁথে
এই ভাবনায় সারাজীবন যাবে আমার কেটে।।

দাদা আপনার কবিতার মর্মার্থের সাথে আমার ছোট্ট এই ছন্দটা হয়তো খুবই তুচ্ছ মনে হবে। কেননা আপনার শব্দচয়ন গুলো আকাশের মত বিশাল। দাদা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুকাব্য আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

বেদনার সমব্যাথী আপনি , খুবই ভালো লাগলো ম্যাডাম । কবিতাটিও দারুন ।

সমব্যথী হতে পারিনি দাদা কিছুটা উপলব্ধি করেছি মাত্র। কেননা,,,,
যতদিন ভবে, না হবে না হবে, তোমারই অবস্থা আমারই সম

অণুকবিতাগুল পড়ে ভালো লাগলো দাদা। বেশ কয়েকবার পড়ে অর্থ বোঝার চেষ্টা করলাম। কি অবলীলায় আপনি মনের মাধুরী মিশিয়ে অনুকবিতা লিখে ফেলেছেন!

মৃত্যুর পরে সব মরে গেলেও ভালোবাসা মরে না
তোমার বিরহ মৃত্যুর পরেও, ভোলা তো গেলো না ।

বাহ!! কলিজায় লেগে গেল যেন লাইনদুটি।

অনুকাব্য হোক বা কবিতা হোক , তা যে লেখা সহজ কাজ নয় ,তা আমি গতরাতে একটু হলেও চ্যাটিং করতে গিয়ে বুঝেছি ।

কোনটা ছেড়ে , কোনটাকে ভালো বলব
তা বলা খুব মুশকিল ।
তবে সব অনুকাব্যতেই,
আবেগ ও লেখনীর গভীর মনের ভাব প্রকাশ হয়েছে ।
এক কথায় , তারিফ করতে হয় ।।

তোমা হতে পাই অনুপ্রেরণা
তোমা থেকেই সব শুরু
ধন্য ধন্য তুমি গুরু

চারিদিকে কাব্যচর্চার যে ঢেউ আপনি তুলে দিয়েছেন। সেটা পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ আপনাকে দাদা।

গুরু নহি শিষ্য আমি
কবি হাফিজ গুরু মোদের
আমরা দু'জনা তারই সতীর্থ ।

বুকের মাঝে কষ্ট গুলো টগবগিয়ে ফুটছে,
বলতে না পারা কথাগুলো মনের মাঝে জমছে ।
মনের আকাশ মেঘলা ভীষণ, মেঘ জমেছে কতো !
বৃষ্টি যদি নামতো চোখে, দুঃখ ধুয়ে দিতো ।

দাদা লাইনগুলো জাস্ট অসাধারণ। চমৎকার লেখেন আপনি এতে কোন সন্দেহ নেই। বাংলা সাহিত্যের ছাত্ররাও বোধহয় এত সুন্দর শব্দ প্রয়োগ জানেনা। এভাবেই চালিয়ে যান। শুভকামনা রইল সবসময়

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা ২ আর ৬ নম্বর প্যারার লাইন গুলো তে যেন মনের কথা বলে গেলেন গো। আহা কি চমৎকার বহিঃপ্রকাশ। আপনার সাথে কটা লাইন আমিও লেখার চেষ্টা করলাম।

জীবন পথে হঠাৎ দেখায় মনের বিনিময়
অনুভূতির পূর্ণ মিলন এরেই বুঝি কয়
প্রতিশ্রুতির শব্দবানে সাজিয়েছিলে বিশ্ব
স্বার্থের জালে ভরাডুবি স্বপ্ন আজ নিঃস্ব
ঘুম পাড়ানি মাসি পিসি সবাই গেছে ছেড়ে
অতীত গুলো বড্ড ভোগায় রোজই আসে তেড়ে

অনেক সুন্দর, তবে হৃদয় নিংড়ানো ভাষা ফুটে উঠেছে আপনার কবিতার ছত্রে ছত্রে ।

লেখা যদি দেখা হয়
ভাগ থাকে না তাতে ,
কবি মনের গভীর কথা
সব চরণেই থাকে।

একজন হৃদয় ভাঙ্গা মানুষের মনের অনুভূতি এই অনুকাব্য গুলোতে প্রকাশ হয়েছে। আর অনুভূতি গুলো একদম বাস্তব। হৃদয় ছুয়ে গেলো প্রতিটি কবিতা।

দাদা কবিতাটা পড়তে পড়তে শেষ পর্যন্ত আসলাম। যত পড়ছি তত মনে হচ্ছে আরেকটু আরেকটু পড়ি, এক নিঃশ্বাসে শেষ হয়ে গেল। তৃপ্ত হইয়াও হইলাম না। মনের মধ্যে একটু অতৃপ্তি রয়ে গেল। দাদা কি বলবো প্রতিটি অনু কবিতায় একেকটি সারমর্ম বহন করে। কোন টা বাদ দিয়ে কোন টার কথা বলব। সবগুলো যে জড়িয়ে আছে আমার স্মৃতিতে। আমি কবিতা পড়তে ভালোবাসি। এবং এ ধরনের কবিতায় আমার ভালো লাগে। আপনার কবিতার মাঝে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, হেলাল হাফিজ ও সুনীলের কবিতার মাঝে মিল খুজে পাই। দাদা আপনাকে নমস্কার।

প্রতিটি কবিতাই আলাদা মানে মনের মধ্যে আনছে।প্রতিটি কবিতার ই আলাদা আলাদা চিত্র, আলাদা বাস্তবতা রয়েছে যা সত্যিই মনকে ছুঁয়ে যায় দাদা।অণুকবিতা গুলো দারুণ লাগে পড়তে।

দাদা আপনার লেখা অনুকাব্যটি যখন আমি পড়ি কেন জানি হৃদয়ে স্পর্শ করেছে। প্রতিটি লাইন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে। সত্যি দাদা খুবই দারুণ হয়েছে। এত সুন্দর একটি অনুকাব্য আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইলো প্রিয় দাদা আমাদের।

দাদা, তোমার এরকম অণু কবিতা গুলো বেশ মজা লাগে পড়তে। এভাবেই আরো কবিতা গুচ্ছ পড়তে চাই।লিখতে থাকো।ভালোবাসা নিও।

দাদা, আপনার অণু কাব্য গুলো এত্ত এত্ত সুন্দর হয়েছে আমি গুলো কয়েকবার পড়েছে। আর যতবার পড়েছি শরীরের লোম ততবার শিহরিয়ে উঠেছে এতটা সুন্দর ভাবে লিখেছেন।দাদা,এই কবিতাগুলো কিছু মানুষের পুষে রাখা মনের কথা আপনার কাব্যে আপনি ফুটিয়ে তুলেছেন।দাদা,আপনার কাব্যগুলো সবসময় আমার খুব ভালো লাগে।আজকের কাব্যগুলো তার ব্যতিক্রম হয়নি। দাদা আপনার অণু কাব্যের মধ্যে এই চয়ন গুলো আমার খুবই খুবই পছন্দ হয়েছে।

শোণিতে আমার তোমারই নাম, কথাটি নয় মিছে,
দূরেই রয়েছি তবু, দু'জনে এক আকাশেরই নীচে ।
আর হবে না কথা কোনোদিন, আর হবে না দেখা
তবু দুজনায় দুজনেরই রইবো, দিলেম তোমায় কথা ।

অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর সুন্দর অণুকাব্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

Good my freind

হৃদয়ে স্ফুরণ ঘটায় আপনার লেখা কাব্য
বাস্তবতার স্পর্শ পেলাম প্রতিটি লেখার মধ্যে
ক্ষণে ক্ষণে উজ্জীবিত হলো প্রতিটি মুহূর্ত
বাস্তবতার শামিল হৃদয়ের উষ্ণতায়

আপনার লেখা অণু কাব্য হৃদয়কে করেছে শিহরিত। যা আমাকে ভাবতে শেখালো দাদা।❤️❤️

যখনই কোনো সূর্যকে আপন করতে গিয়েছি ,
ডুবে যেতে দেখেছি তাকে ওই লাল বালিয়াড়ীর পিছনে ।

সুখটাও অনেকটা এরকম। জাপটে ধরতে গেলেই দূরে সরে যায়। আসলে পরিবর্তনশীল জীবনে সবকিছুই ক্ষণস্থায়ী। 🙂

৭ টি কবিতাই একেক ভাব প্রকাশ করছে।
একটি লাইন নিয়ে না বললেই নয়,
মুক্তি দিলাম তোমায় আমি,তবে মুক্তি পেলাম না নিজে।
লাইনটি যে কতটা চাপা কথা নিজের ভেতর জমা রেখেছে তা বলার মতো না।
শুভ কামনা রইলো দাদা🌺

দাদা "মনের গহনে" অনুকাব্যটি যেন জীবনের সঙ্গে মিলে যায়।আসলে এগুলি অন্তর থেকে সৃষ্টি হয় এইজন্য বোধহয়। আমার কাছে খুব ভালো লেগেছে ছন্দগুলি দাদা।আপনি আপনার মনের ব্যথা ও গভীর স্মৃতিজড়ানো কোনো মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ককে তুলে ধরেছেন একটি দূরত্বের মাধ্যমে।যেখানে দেহ আলাদা জায়গায় অবস্থান করলেও হৃদয়ে তার নাম ও স্মৃতিগুলো সব সময় জ্বলন্ত থাকে।রোদ যেমন মুঠিতে ধরে রাখা সম্ভব নয় তেমনি কোনো মানুষের স্বাধীনতাকেও বন্দী করা অসম্ভব।আপনার কবিতা পড়ে ভালো লাগলো, ধন্যবাদ দাদা।

  ·  3 years ago (edited)

দাদা
আদাব নিবেন। আপনার কবিতার একজন অধম ভক্ত আমি। কবিতাই আমার অবসরের বন্ধু। কবিতা আমাকে পরিশুদ্ধ করে। আপনার এই কবিতাটি আমার অনেক ভাল লেগেছে। তাই একটু আবৃত্তি করার চেষ্টা করলাম। অণুকাব্য "মনের গহনে" আবৃত্তি ও ফিচার

বাহ, আজকের কবিতা পড়ে যতটা ভালো লেগেছে , কবিতার মন্তব্যগুলো পড়ে ততটা মজা পেয়েছি। আসলে প্রত্যেকের দক্ষতা দেখে আমি অবাক।
অসাধারণ।

তবে দাদা আপনি যাই বলেন না কেন, গুরু আপনি আছেন, থাকবেন, আজীবন আমাদের সবার মাঝে।

দাদা অনুকাব্য নিয়ে সত্যিই অসাধারণ কিছু ছন্দ আপনি তুলে ধরেছেন যা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে, সেদিন। Discord মডারেটর প্যানেলের আপনারা খুব সুন্দর সুন্দর অনুকাব্যের আড্ডা হয়েছিলো। আপনার সাথে হাফেজ ভাই ও ছিল। সত্যিই আড্ডাটা অনেক বেশি উপভোগ করছিলাম আমি।।

What a thrilling and captivating poem. Weldone.

Beautiful gif there. The heart there reminds me of when I first bought phone with a hustling spirit.