//আমার বাংলা ব্লগ // "বন্ধুদের সাথে গ্রিল পাট্টি"// (১০ % প্রিয় লাজুক খ্যাঁক -কে)

in hive-129948 •  3 years ago  (edited)

০৬-০২-২০২২

২৩ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ


প্রসঙ্গঃ"বন্ধুদের সাথে গ্রিল পাট্টি"


IMG_20220206_223918.jpg


হ্যালো বন্ধুরা,

শা করছি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি।


আজকে আমার প্লান ছিল গ্রিল খাওয়ার। একাই গ্রিল খাইলে মজা হবে নাহ। তাই আমি আমার দুইটা বন্ধুকে ফোন দিলাম। আর বললাম গ্রিল খাইতে যাবো। কি বলতেছিস বল যাবি কি। আমার বন্ধু বলতেছে ঠিক আছে চলো। কিছুক্ষণের মধ্যে আমার দুই বন্ধু মোটরসাইকেল করে আসলো। আমি তারাতারি রেডি হয়ে চলে গেলাম পার্বতীপুর শাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্দেশ্য।


IMG_20220206_223622.jpg


১০ মিনিট এর মধ্যে পার্বতীপুর শাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্ট চলে আসলাম। মোটরসাইকেল টা একদিকে সাইট করে রেখে তিন বন্ধু রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। দেখতেছি সব ছিট বুক। কোন খাওয়ার ছিট খালি নেই। কিছুক্ষণ ছিটের জন্য অপেক্ষা করলাম। ৫ মিনিট অপেক্ষা করার পর বসে পড়লাম।


IMG_20220206_223534.jpg

IMG_20211008_193639.jpg

IMG_20220206_223705.jpg


তারপর আমি অর্ডার দিলাম। তিন টা গ্রিল ও নান রুডি ৬ পিচ। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। আমার বন্ধু বলতেছে আমি দুইটা নান রুটি খাইতে পারবো নাহ। আমি বললাম তুই নাহ পারলে আমি আছি তো। গ্রিল নান রুটি আমার অনেক পছন্দের একটি খাবার। আমি প্রচুর খাইতে পারি। কিন্তু বন্ধু গুলো একটা নান রুটি ভালো করে খাইতে পারে নাহ৷ আমি এক কোয়ার্টার গ্রিল খাওয়া শেষ করার পর আর এক কোয়ার্টার অর্ডার করলাম। আমি মোট পাঁচ নান রুটি খাইলাম। আর আমার বন্ধু গুলো একটা গ্রিল ভালো করে শেষ করতে পারেনি। গ্রিল ও নান রুটি তিন বন্ধুদের খাওয়া শেষ করলাম। তারপর ড্রসিং গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার টেবিলে এসে বসলাম।


IMG_20220206_223555.jpg

IMG_20220206_223808.jpg


তারপর আমি তিন টা দুধ চা অর্ডার করলাম। তিন বন্ধু মিলে চা খাইতেছি আর গল্প করতেছি। আমার বেশ ভালোই লাগতেছে। চা খাওয়া শেষ করে আমি ক্যাশ কাউন্টার গিয়ে বিল দিয়ে দিলাম।রেস্টুরেন্টের থেকে বাইর হয়ে একটু বাজারে ঘুরাফেরা করলাম। তারপর বাড়ির উদ্দেশ্য রহনা দিলাম।



বন্ধুদের সাথে ঘুরাফেরা আর একটু খাওয়া দাওয়া করতে আমার বেশ ভালো লাগে। আমি যখন এ সময় তখন একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। আজকের দিন টা আমার কাছে সৃস্থি হয়ে থাকবে। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।



এতোক্ষন আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটিতে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমার চোখে দেখবেন।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।


ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যকে

ফটোগ্রাফার@robiul02
মোবাইলOppo a31
স্থানপার্বতীপুর
লোকেশনউৎস

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধুদের সাথে গ্রিল পাট্টিতে অনেক মজায় করেছেন দেখছি এরকম বন্ধু থাকলে অনেক ধরনের পার্টিতে অংশগ্রহণ করা যায় গ্রিল খুবই আমার প্রিয় একটি খাবার ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

নিজের মতামত টা প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনি বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। এই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। হাসি আনন্দ, ঘুরাঘুরি আর গল্প-গুজব খাওয়া-দাওয়া সব মিলিয়ে অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ভালো, থাকবেন ধন্যবাদ।

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

আপনারা তিন বন্ধু মিলে খুবই সুন্দর একটি সময় কাটিয়েছেন এবং রেস্টুরেন্টে খুবই মজা করে পার্বতীপুর শাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্ট এ নান গ্রিল খেয়েছেন। মাঝে মাঝে আমিও আমার পরিবার নিয়ে খেয়ে থাকি। এটি আমি এবং আমার পরিবারের কাছে অনেক পছন্দের একটি খাবার। মজার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

শাহ হোটেলে প্রায় যাওয়া হয়। সেখানকার খাবার বানানো বেশ ভালোই। আর আপনারা বন্ধুবান্ধব নিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন। শুভকামনা রইল আপনাদের জন্য।

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি বন্ধুদের সাথে গ্রিল পার্টি করেছেন জেনে খুব খুশি হলাম। আসলে এটাই সত্য বন্ধুদের সাথে কাটানো মুহুর্তগুলো অনেক সুন্দর হয়। আমি যখনি গ্রামে যাই বন্ধুদের নিয়ে পিকনিকের আয়োজন করি। খুবই ভালো লাগে সেই মুহুর্তগুলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাইয়া আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ।

আপনাদের খাওয়া-দাওয়ার ধুম আমাকে লোভ দেখিয়ে ফেলল।কি যে মজা হলো গ্রিল পার্টিতে।

আপনাকে ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

আসবেন।

গ্রিল আমারও অনেক পছন্দের একটি খাবার। কিন্তু একা একা খেয়ে তেমন একটা মজা নেই । বন্ধুবান্ধব নিয়ে একসাথে খেতে যাওয়ার অনুভূতি টা আসলেই অন্যরকম। সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন বন্ধুদের নিয়ে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

আপনাকে ধন্যবাদ ভাইয়া।