"টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি" || (১০% প্রিয় লাজুক খ্যাঁক কে)

in hive-129948 •  3 years ago 

  • আসসালামু আলাইকুম

  • আমি @robiul02 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩


    IMG_20220424_201349.jpg

    হ্যালো বন্ধুরা,

    আশা করি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি বরাবরের মতো আজকে ও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কে "টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি" তৈরি করে দেখাবো। জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু আশা করতেছি অবশ্যই ভালো লাগবে। আমার খুবেই ভালো ডিম দিয়ে ও টমেটো এর রেসিপি। আমি অনেক বার খেয়েছি আমার খুবেই ভালো লাগে। বন্ধুরা চাইলে আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন খুবেই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেরি না করে আমার রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

    প্রয়োজনীয় উপকরণঃ-
    উপকরণপরিমাপ
    টমেটো৫০০ গ্রাম
    ডিম৪ পিচ
    পিঁয়াজের কুচিপরিমান মতো
    রসুন ও আদা বাটাপরিমান মতো
    কাঁচা মরিচপরিমান মতো
    হলুদের গুঁড়ো১ চামচ
    মরিচের গুঁড়ো১ চামচ
    মসলার গুঁড়ো২ চামচ
    তেলপরিমান মতো
    ধনে পাতার কুচিপরিমান মতো
    লবণস্বাদ মতো

    IMG_20220424_200513.jpg

    ধাপঃ-১

    IMG_20220424_200704.jpg


    প্রথমে আমি একটি কড়াই চুলায় বসায় দিলাম।
    ধাপঃ-২

    IMG_20220424_200728.jpg


    কড়াইটি সম্পূর্ণ ভাবে গরম হয়ে আসলে সেখানে পরিমান মতো তেল ঢেলে দিলাম।
    ধাপঃ-৩

    IMG_20220424_200753.jpg


    তেলটি সম্পূর্ণ ভাবে গরম হয়ে আসলে সেখানে পিঁয়াজের কুচি, কাঁচা মরিচ, আদা ও রসুন বাটি গুলো ঢেলে দিলাম। তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম। একটু নাড়িয়ে দেওয়ার পর সেখানে হলুদের গুঁড়ো, মসলার গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম।
    ধাপঃ-৪

    IMG_20220424_200823.jpg


    তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম ৷
    ধাপঃ-৫

    IMG_20220424_200849.jpg


    সম্পূর্ণ টা ভালো ভাবে মিক্সার করে নিলাম।
    ধাপঃ-৬

    IMG_20220424_200950.jpg


    তারপর টমেটো কুচি গুলো দিয়ে দিলাম।
    ধাপঃ-৭

    IMG_20220424_201013.jpg


    তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম।
    ধাপঃ-৮

    IMG_20220424_201035.jpg


    সম্পূর্ণ টা কে একটু ভালো ভাবে একটু কসিয়ে নিলাম।৷
    ধাপঃ-৯

    IMG_20220424_201107.jpg


    তারপর ডিম গুলো ঢেলে দিলাম।
    ধাপঃ-১০

    IMG_20220424_201152.jpg


    তারপর ভালো ভাবে মিক্সার করে নিলাম।
    ধাপঃ-১১

    IMG_20220424_201225.jpg


    তারপর কাঁচা মরিচ ও ধনে পাতা কুচি গুলো ঢেলে দিলাম। তারপর সম্পূর্ণ টা ভালো ভাবে মিক্সার করে নিলাম।
    ধাপঃ-১২

    IMG_20220424_201318.jpg


    তারপর ভালো ভাবে একটু সিদ্ধ করে কসিয়ে নিলাম৷ রেসিপি প্রায় হয়ে এসেছে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম।
    ধাপঃ-১৩

    IMG_20220424_201349.jpg


    তারপর সুন্দর একটি বাটিতে তুলে নিলাম। অবশেষে তৈরি হয়ে গেল টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি।
    এতোক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপির পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।
    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    আপনার টমেটো দিয়ে ডিমের রেসিপি দেখতে খুবই আকর্ষনীয় লাগছে। ঝুড়ঝুড়ে ডিম আর টমেটো মিক্স আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার রেসিপিটি ইউনিক লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাই এই অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য। ভালোবাসা অবিরাম।

    ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ভালোবাসা অবিরাম।

    টমেটো দিয়ে ডিমের খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখেই ভীষণ খাওয়ার লোভ লেগে গেলো। রেসিপিটির কালার টা বেশ দারুন এসেছে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। রন্ধনপ্রণালী টা দেখে শিখে নিলাম। কেননা এই রেসিপিটি আমি আগে কখনো খাইনি। রন্ধনপ্রণালীর প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

    সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

    টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি আমার কাছে একদম নতুন মনে হয়েছে এর আগে কখনো এমন রেসিপি খাইনি। দেখে মনে হচ্ছে দারুণ সুস্বাদু হয়েছিল। শুভকামনা রইল আপনার জন্য

    আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

    টমেটো ও ডিম এর সমন্বয়ে খুব ভালোভাবে একটি রান্না প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অবশ্য ডিম ভাজির মধ্যে পিয়াজ বেশি দিতে ভালো লাগে। আর সেই তরকারিটা খুব টেস্টের হয়। খেতেও ভালো লাগে। আপনি ঠিক তেমনটাই করেছেন। পেঁয়াজ ও রসুন কুচি কুচি করে দিয়েছেন। তার সাথে বিস্তারিত মসলাগুলো যুক্ত করে খুবই সুস্বাদু একটি রেসিপির ফটো আমাদের উপহার দিয়েছেন। সাথে নতুন শিক্ষনীয় বিষয় তুলে ধরেছেন।

    আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

    আপনার রেসিপি কালার টা খুবই অসাধারণ। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো এত অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

    কমেন্ট করার জন্য ধন্যবাদ।

    এভাবে টমেটো দিয়ে ডিম ভুনা করলে একটু টক টক ভাব হয়। এই রেসিপি টি থাকলে আমি একসাথে অনেকগুলে ভাত সাবাড় করে পেলি। আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে ধন্যবাদ ভাইয়া সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

    কি বলেন আপু আপনি সব সাবাড় করে ফেলেন। আমি ও আপনার মতো। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

    টমেটো ও ডিম দিয়ে ভিন্নধরনের একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। টমেটো দিয়ে ডিম রান্না করে কখনো খাওয়া হয়নি। আলু দিয়ে ডিম রান্না করে খেয়েছি অনেক। আজকে আপনার কাছে একটি ভিন্ন ধরনের রেসিপি শিখলাম। তবে দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে এই মজার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

    ভাই আপনি শিখতে পেরেছেন জেনে খুব খুশি হলাম। আশা করতেছি আপনি যে রেসিপি আপনি তৈরি করে খেয়ে দেখবেন। খুবেই ভালো লাগবে।

    ইস ভাইয়া, কি রেসিপি শেয়ার করলেন? আপনার রেসিপি দেখে তো আমি লোভ সামলাতে পারছিনা কারন টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপিটি আমি প্রায় সময় ঘরে তৈরি করে খেয়ে থাকি। এ রেসিপিটি অনেক সুস্বাদু ভাতের সাথে খেতে অসাধারণ লাগের। ভাইয়া, আপনার তৈরি করা টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপিটি খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ ভাইয়া, এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

    আপু আপনিও তৈরি করে খেয়েছেন,,অবশ্যই ভালো লাগছে তাই নাহ আপু,,, আমাকেও বেশ ভালো লাগে খাইতে। ধন্যবাদ আপু।

    টমেটো দিয়ে ডিমের এমন রেসিপি প্রথম দেখলাম খুবই সুন্দর হয়েছে রেসিপিটা দারুন ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

    ধন্যবাদ ভাইয়া।

    আমি তো ভেবে ছিলাম ডিম ভুনা প্রথমে টাইটেল পড়ে। কিন্তু পরে দেখলাম কিছুটা ভিন্ন রেসিপি। এভাবে তো কখনও খাই নি। পুরো ডিম গুলে একাকার। টমেটো দিয়েছেন দেখে স্বাদটা অন্দাজ করতে পারছি। ভাল ছিল । ধন্যবাদ জ্ঞাপন করছি।

    ভাইয়া খেয়ে দেখবেন খুবেই ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

    ভাইয়া আপনার টমেটো দিয়ে ডিমের রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। রেসিপি কালার টি খুবই সুন্দর হয়েছে। দেখতে খুবই লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে। আমিও প্রায় সময় বাসায় এভাবে রান্না করে খাই। এটি খেতে আসলে খুবই সুস্বাদু লাগে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

    আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

    টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি তৈরী করছেন, দেখেই বুঝা যাচ্ছে অনেক স্বাদের ছিল।আর আমিও এই রেসিপি ভালো তৈরী করতে পারি।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

    ধন্যবাদ ভাইয়া ।

    সত্যি বলতে এভাবে কখনোই টমেটো দিয়ে ডিম রান্না করে খাওয়া হয়নি, তবে আপনার রেসিপিটি দেখার পর মনে হচ্ছে এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখতে হবে। আপনার শেয়ার করা রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    ভাইয়া এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

    টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি আসলে আমি কখনো টমেটো দিয়ে ডিমের রেসিপি খাইনাই। আপনি দারুণ দক্ষতায় রান্নাটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

    আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

    টমেটোর সাথে ডিমের ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করেছেন। ডিম আর টমেটো একসাথে এর আগে রান্না করে খাওয়া হয়নি। ভিন্ন ধরনের একটি রেসিপি সাথে পরিচিত হলাম আপনার মাধ্যমে। অনেক অনেক শুভকামনা রইল।

    ভাই এটা একটা কোমন রেসিপি এটা কমবেশি সবাই রান্না করে খেয়ে দেখে আপনিও ট্রাই করবেন।

    অবশ্যই ভাইয়া।

    টমেটো দিয়ে ডিমের খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন আপনি। টমেটো মশলার সাথে কষিয়ে তার মধ্যে ডিম ভেঙে দিয়ে আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি তৈরি করেছেন। রেসিপি টা দেখে খুব লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

    নিজের মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

    আপনার রেসিপিটি দেখে আমারও অনেক ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবো ভাইয়া, আর তাছাড়া টমেটো এবং ডিম আমার খুবই প্রিয়, তাই প্রিয় আইটেম দুটি এক সাথে না জানি কতটা সুস্বাদু এবং মজাদার হয়েছে, আপনার পোস্ট দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে, আর উপস্থাপনাও বপশ সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

    ভাইয়া রেসিপিটি তৈরি করে অবশ্যই আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

    টমেটো দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায়, আর টমেটো যেকোনো রেসিপির ভিতর দিয়ে খাওয়া যায়। আপনি টমেটো দিয়ে ডিম এর রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ভালো লাগলো।

    টমেটো দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে রেসিপিটি টেস্ট যেন একটু অন্যরকম হয়। আমার খুব ভালোলাগে টমেটোর রেসিপি। ধন্যবাদ ভাইয়া।

    ডিম আমার ভীষণ পছন্দের একটা খাবার। আসলে আমি মনে করি যে শুধু আমার না সবারই ডিম অনেক পছন্দের। আপনি খুব সুন্দর করে টমেটো দিয়ে একটি ডিমের নতুন ধরনের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই খাবারটা অনেক স্বাস্থ্যকর এবং শরীরের জন্য উপকারী। বিশেষ করে যারা জিম করে। যাইহোক সুন্দর একটি ডিমের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

    ভাই আপনি ঠিক বলেছেন এই খাবারটি স্বাস্থ্যকর শরীরের জন্য খুবই উপকারী। ধন্যবাদ ভাইয়া।

    আমি টমেটো খেতে পছন্দ করি না। তাই টমেটো দিয়ে এভাবে ডিম রান্না করে কখনো খাওয়া হয়নি। কিন্তু আজকে দেখলাম আপনি খুবই সুন্দর হবে টমেটো দিয়ে ডিমের একটি সুন্দর রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

    ভাইয়া আপনি যদি টমেটো ক্ষেতে পছন্দ করেন না, একদিন টমেটো রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা রইল।

    ডিম দিয়ে টমেটোর খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রেসিপি টা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। তাছাড়া ডিম টমেটোর রেসিপির প্রতিটি উপকরণের পরিমাণ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । যা দেখে খুব সহজেই বাসায় বানানো যাবে। ধন্যবাদ আপনাকে।

    আপু আপনি আমার রেসিপিটি পোস্টটি দেখে শিখতে পেরেছেন জেনে খুব খুশি হলাম। আপনার জন্য শুভেচ্ছা রইল।

    টমেটো দিয়ে আপনার ডিমের রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।কালারটা চমৎকার হয়েছে ।এভাবে কখনো খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি শিখে নিলাম ।খেতে মনে হয় খুবই সুস্বাদু লাগবে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এরকম মজার একটি রেসিপি শেয়ার করবার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

    আপু আপনি নতুন একটি রেসিপি শিখতে পেরেছেন জেনে খুব খুশি হলাম। আশা করতেছি রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

    টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। আমি মাঝে মধ্যে রান্না করে খাই খেতে অনেক মজা। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

    যদি খেতে ইচ্ছা করে তাহলে চলে আসেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

    টমেটো দিয়ে ডিম ভাবতেই যেন মুখের মাঝে কেমন একটা স্বাদ চলে আসতেছে। যদিও এভাবে কখনো খাওয়া হয়নি, তবে এত সুন্দর করে যে বানানো যায় সেটি কিন্তু আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার উপস্থাপনার জন্য।

    হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলেছেন খুবেই সুস্বাদু একটি রেসিপি। খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ ভাইয়া।

    টমেটো এবং ডিম একত্রে এভাবে রেসিপি করে কখনো খাওয়া হয়নি। আপনার রান্না করার রেসিপি ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে খাবারটি খুব মুখরোচক এবং পুষ্টিকর ছিল। প্রস্তুত প্রণালিও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

    ভাইয়া আপনার যেহেতু কখনো খাওয়া হয়নি একদিন অবশ্যই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা রইল।

    টমেটো দিয়ে ডিম এর এই তরকারি টি যে খুব সুস্বাদু হয়েছে তা তরকারির কালার দেখেই বোঝা যাচ্ছে। আপনার এই রেসিপি টি আমার কাছে দারুণ লেগেছে। রেসিপি টি ইউনিক। এই রেসিপি টি আপনি খুব সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন। তাই বাসায় এই রেসিপি ট্রাই করতে সমস্যা হবে না।
    আপনার জন্য শুভ কামনা রইলো।

    সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

    টমেটো ডিম দিয়ে খুব লোভনীয় কি রেসিপি প্রস্তুত করেছেন রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

    টমেটো দিয়ে যেকোনো খাবার আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।।আপনি খুবই সুন্দর ভাবে ডিম ও টমেটোর রেসিপি তৈরি করেছেন ।।দেখতে খুবই জঘন্য লাগছে।। আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
    শেয়ার করার জন্য ধন্যবাদ।।

    আপনাকে অনেক ধন্যবাদ।

    লোভনীয় উপস্থাপনা । দেখেই একটু খেতে ইচ্ছা করছে ।ধন্যবাদ আপনার রেসিপি উপস্থাপন করার জন্য।

    সুন্দর মন্তব্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

    আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু সেইসাথে অনেক লোভনীয়। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    নিজের মতামত টা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    আপনি টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। ধনে পাতার কুচি দেওয়ার জন্য রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছে। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

    ভাই আপনি ঠিক বলেছেন ধনেপাতা কুচি দেওয়ার জন্য রেসিপি টা একটু সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

    টমেটো দিয়ে ডিমের সুস্বাদু রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। কিন্তু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

    আপু চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু শেয়ার করার জন্য আমার জন্য দোয়া করিয়েন। আপনার জন্য শুভকামনা রইল আপু।