চলুন যাওয়া যাক মূল পর্বে।
অর্থ অনর্থের মূল।
বন্ধুরা আপনারা এখানে ফটোগ্রাফির চিত্রটি দেখতে পাচ্ছেন এবং অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে যে আসলো অর্থ অনর্থের মূল কথাটির সাথে এই ফটোগ্রাফি সম্পর্কটা কি। হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে কারণ অর্থই অনর্থের মূল। অর্থ মানুষকে সবকিছু দিতে পারে, শুধু ভালোবাসা ছাড়া। আর অর্থই মানুষকে অনর্থের জায়গায় দাঁড় করিয়ে রাখে।
আমি ফটোগ্রাফি গুলো করেছিলাম গত শুক্রবার জুমার নামাজ পড়ে এসে আমার ব্যালকনি থেকে। দেখুন মানুষ কতটা নিচে নামলে এমন হতে পারে। টাকা মানুষকে কোথায় এনে দাঁড় করায়। এ মানুষগুলো ম্যাক্সিমামই হচ্ছে মহিলা, আসছে মিছিল করার জন্য টাকার বিনিময়। তাহলে বুঝতেই পাচ্ছেন টাকা মানুষকে কোথায় নিয়ে আসে।
সবচেয়ে জঘন্যতম খারাপ বিষয়টা হচ্ছে দিনশেষে টাকার বিনিময়ে মিছিল করে যখন টাকা না পেয়ে টাকা চাইতে গিয়ে মার খেতে হয় এবং কি দৌড়ানি খেতে হয় এবং কি গালিগালাজ শুনতে হয়। তখন ব্যাপারটা কী অর্থে মূলে গিয়ে দাঁড়ায় কিনা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।
দুপুরবেলায় ভরদুপুরে রাস্তায় বসে দুই পাশে বসে অসংখ্য মহিলা খাবার খাচ্ছে। কেউ খিচুড়ি খাচ্ছে কেউ বিরানি খাচ্ছে। কেউ বা শুধু শুধু চেয়ে চেয়ে দেখছে। আর এখানেও হচ্ছে ক্ষমতার অপব্যবহার। এই খাওয়া জুটবে তার কপালে যার জোর আছে, ক্ষমতা আছে এবং লোক আছে।
আমার ইচ্ছে করছিল যে, আমার যদি সাধ্য থাকতো সবগুলো মানুষ কে আমি শান্ত সৃষ্ট ভাবে বসিয়ে নিজের মতো করে খাওয়াবো। কিন্তু চাইলেও কি মানুষের সব আশা পুরন হয়। কখনো হয়না অপূর্ণই থেকে যায়। কারণ আল্লাহ আমাকে ওইরকম স্বামর্থ দেয়নি, তবুও এই অসহায় মানুষগুলোর পায়চারি দেখে নিজের কাছে খুবই খারাপ লাগলো। তাই ভাবলাম যে আমার বাংলা ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করি। হয়তো আমার মনের ভাবটা মনের ব্যাথাটা একটু হালকা হবে।
আমি এই ফটোগ্রাফি গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করেছি। কিন্তু কাউকে নিচু করার জন্য নয়। এবং কাউকে ছোট করার জন্য নয়। এখানে যারা আছে সবাই মানুষ এবং সবাই পেটের ক্ষিধা তাগিদে এখানে ছুটে এসেছে। মিছিল করেছে কিন্তু বিনিময়ে অর্ধেকেরও বেশি মানুষ লাঞ্চিত হয়েছে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার।
এখানে ম্যাক্সিমা মহিলাই ভাড়া করা। ওদের সাথে চুক্তি করা হয়েছে মিছিল করবে প্রতিজনকে ৫০০ টাকা করে দিবে। কিন্তু যাদের হাতে অর্থ দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্বটা কি সঠিকভাবে পালন করেছে। না কারণ আমি ওই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে চাইলে পারতাম করেনি। কারণ এত লাঞ্চিত হয়েছে মহিলা গুলো যা ভাষায় প্রকাশ করতে পারছি না। আজ দারিদ্রতা এবং ক্ষুধার তাড়নায় রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। মহিলাদেরকে এর জন্য দায়ী কি আমাদের সমাজ নয়। আজ আমরা যদি সচেতন হতাম তাহলে আজকে আমাদের মা-বোনদের লাঞ্ছিত হতে হতো না।
এখানে কিছু কিছু মানুষের চেহারার দিকে তাকালেই কষ্ট মনে হয় যেন বুকটা ফেটে যাচ্ছে, তবুও কিছু করার নেই। কারণ এই মানুষগুলোর সাথে আমার সাথে কোন সম্পর্ক নেই এবং তারা যে উদ্দেশ্যে এসেছে তাদের ও উদ্দেশ্যের কিঞ্চিৎ পরিমাণ আমার সাথে কোন সম্পর্ক নেই। তবে বাসার বেলকনি থেকে তাদের এই দৃশ্যগুলো দেখে খুবই খারাপ লাগছে।
বারবার মনে একটা প্রশ্ন জাগে মানুষ কিভাবে মানুষের সাথে পশুর মতো ব্যবহার করতে পারে। প্রতিটা মানুষকে আশা দিয়ে নিরাশায় ক্লান্ত মন নিয়ে ঘরে ফিরতে হল। আসলে এটা কি আমাদের দায়িত্ববোধের দোষ না কপালের দোষ।
বন্ধুরা জানি এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছেও খুবই খারাপ লাগছে। আমার কাছেও খুবই খারাপ লেগেছিল। কিন্তু কিছু করার ছিলোনা, দারিদ্রতা মানুষকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায় যা বাবা খুব কষ্টকর। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আবার মানুষ চাইলে কিছুই করতে পারে না। মানুষ মানুষের কাছে অসহায়, আর ওপার ওয়ালার কথা বাদই দিলাম।
বন্ধুরা অর্থ অনর্থের মূল কথাটি কেন বলেছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশাকরি আমার মনের ভাব টুকু আপনারা বুঝতে পেরেছেন। এবং সকলে ভালো মন্দ কমেন্টে জানাবেন। সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আসলে ভাই দিন দিন সব কিছু দাম যা বাড়ছে। মহিলা গুলো হয়তো ভেবেছে মিছিল করে কিছু টাকা পাওয়া যাবে। তাই হয়তো গেছে। অনেক সময় পরিস্থিতির শিকার হতে হয় ভাই। তবে এটা ঠিক অর্থই অনর্থের মূল। আবার এটা বিপরীতেও অনেক যুক্তি দেখানো যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ঠিকই বলেছেন, অসাধারন মন্তব্য করে পাশে থাকার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আপনি অর্থই অনর্থের মূল. আসলে বর্তমান সিচুয়েশনটা যে রকম চলছে আমরা সবাই বুঝি। দ্রব্যমূল্যের দাম এত বেড়ে গেছে মধ্যবিত্তের জীবিকা নির্বাহ অনেক কষ্ট হয়ে উঠেছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য আপনার প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীতে টাকায় একমাত্র জিনিস যেটি দ্বারা সকল কাজ খুব সহজেই সম্পন্ন করা যায়। এই টাকায় মানুষকে সবকিছু এনে দিতে পারে। আবার ঢাকায় সবকিছু কেড়ে নিতে পারে। বাস্তবতার কাছে সবাই পরাজয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও দারুন ছিল আপনার মন্তব্য, আপনার জন্য রইল ভালোবাসা অবিরাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অর্থই অনর্থের মূল কথাটির সাথে আপনার বাস্তবতা চিত্র তুলে ধরার বিষয়টির অনেক মিল আছে ভাই। যেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। আসলে একজন মানুষের মনুষত্ব কেড়ে নেয় অর্থের লোভে যেটা আমাদের সমাজে প্রতিনিয়ত প্রমাণিত হয়ে আসছে। মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে না দিয়ে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষদের কে অত্যাচার করা হয় ।যেটা কখনোই কাম্য নয় কষ্ট পাওয়ার কথা ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভাই অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit