বাড়ির আশেপাশের রেনডম ফটোগ্রাফি।
সব ধরনের মানুষের সাথে চলতে পারাটা বিশেষ কোনো গুণ কি না সেটা জানি না। তবে সেটা আমার আছে, তাই তো দুই দিনের ছুটিতে বাড়িতে গিয়ে কৃষি কাজ করে এমন একটা বন্ধুর সাথে কাটিয়ে দিলাম পুরো একটা বিকেল। আর সেখানেই শুয়ে শুয়ে অনেকগুলো ফটোগ্রাফি করেছি। তার একটা ফটোগ্রাফি এইটা। এখানকার প্রকৃতিটা বেশ ভিন্ন, এমনকি আকর্ষণীয় লাগছে। তবে এটা কোন পাহাড় নয়। এটা হচ্ছে ইটের বাটার মাটি,মাটি দিয়ে পাহাড়ের মত করে রাখা আছে।
এই ফটোগ্রাফি গুলো করেছিলাম দীর্ঘদিন আগে, যদিও ধারাবাহিকভাবে প্রকাশ করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবুও মাঝে মাঝে প্রায় অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আর তার মাঝে আজকে কিছু ফটোগ্রাফি নিয়ে এলাম। আশা করি সকলেরই ভালো লাগবে।
আমার বাংলা ব্লগে নিজের মতো করে দীর্ঘদিন কাজ করতে না পারা এটা আমার অনেক বড় ব্যর্থতা। সেই ব্যর্থতার মাঝে লুকিয়ে আছে আমার রিয়েল লাইফের কর্মজীবনের ব্যস্ততা। যদিও ভিন্ন মানুষের ভিন্ন মতামত পোষণ করে। কি এমন কাজ, কি এমন ব্যস্ততা। সত্যি কথা বলতে যেখানে ঘুম হয় না সেখানে মানসিক প্রস্তুতি থাকে না। আর শারীরিক অবস্থা তেমন একটা ভালো থাকে না। আর সেই জায়গায় থেকেই লেখালেখির কাজ করাটা একেবারে অকল্পনীয়। যদি কেউ এরকম পরিস্থিতিতে নাইট ডিউটি করে থাকেন তাহলে অবশ্যই আমার অবস্থান কি রকম সেটা বুঝতে পারবেন। আমিও ঠিক সেই রিয়েল লাইফের রিয়েল যুদ্ধর মধ্যেই প্রতিনিয়ত জীবনযাপন করছি।
আমার বাংলা ব্লগে নিজের ক্রিয়েটিভিটি এবং কি নিজেকে মেলে ধরা ধরতে পারছি না। এবং কি সেই সুযোগও হয়ে উঠছে না। বিশেষ করে মানসিক চাপ আর সে মানসিক চাপটা আমাকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। আর এই চাপ সামলে কখন যে আগের মত আমার বাংলা ব্লগে একটিভিটি প্রকাশ করতে পারবো তাও বলতে পারছি না। যদিও এর আগে আমি আমার বাংলা ব্লক থেকে ছুটি নিয়েছিলাম, এরপর আবার কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু আমি অবশেষে ব্যর্থ হলাম। তাই আমি আমার বাংলা ব্লগের এডমিন মডারেটরদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আপনাদের ভালবাসায় এতদূর পর্যন্ত এসেছি এবং কি এখনো আমার বাংলা ব্লগে টিকে আছি। তাই আমি আপনাদের কাছে আরো কিছু সময় চাচ্ছি, আশা করি আমি আপনাদের থেকে সেই সুযোগটা পাবো।
আমার প্রানের ব্লগ, আমার বাংলা ব্লগে আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো লুকিয়ে আছে বাংলা ব্লগের আনাচে কানাচে। তবুও তাদের জন্য হৃদয়টা কেন জানি আনচান করে। তাই তো ফিরে আসি বেহায়ার মত। আমার বাংলা ব্লগকে সত্যিই অনেক ভালবাসি সবাইকে, এডমিন মডারেটর কিংবা সাধারণ ব্লগার অথবা যারা আমার মত আছে সবার প্রতি রইল সীমাহীন ভালোবাসা। আর সে ভালোবাসার প্রকাশ করার জন্য ফিরে এসেছি আমার বাংলা ব্লগে। চলুন আজকে আপনাদের জন্য রইল বাড়ির আশেপাশের ফটোগ্রাফি, আশা করি সবারই ভালো লাগবে।
ফটোগ্রাফি - ২
ফটোগ্রাফি টা নিয়েছিলাম সিএনজিতে রানিং অবস্থায়, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় পাগল করার মত। তাই তো ইচ্ছে করে বারবার গ্রামে ফিরে যেতে।
ফটোগ্রাফি - ৩
বাংলা রূপের কোনো শেষ নেই, আর প্রতিটা ঋতুতেই তার ভিন্ন রূপের নিয়ে হাজির হয় মানুষের মাঝে এবং কি প্রতিটা মানুষকে আকর্ষিত করে তার রূপে।
ফটোগ্রাফি - ৪
পিজ ঢালা আঁকাবাঁকা রাস্তার পাশে মাছের খামার, বড় বড় পুকুর, মনে হয় যেন গ্রামের সৌন্দর্যটা আরো বহুগুণ বাড়িয়ে তোলে। সোনালী রোদের মাঝে দৃশ্যগুলো অপরূপী লাগছিল।
ফটোগ্রাফি - ৫
এ যেন নীল আকাশের মাঝে সবুজের সাথে সোনালী রোদ একাকার হয়ে আছে। যদি হঠাৎ করে কেউ দেখে হয়তো বলবে এটা এডিটিং করা, আসলে তা না এটা একেবারেই ন্যাচারাল ফটোগ্রাফি। যার সৌন্দর্য আমাকে পাগল করেছিল।
ফটোগ্রাফি - ৬
বিলের মাঝখানে খামারের এক কোণে মাচায় তোলা। আর সে মাছাইয়ের মাঝে শুয়ে শুয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি। সত্যিই শৈশবের বন্ধুর সাথে কাটানো বিকেলটা ছিল মনে রাখার মত।
ফটোগ্রাফি - ৭
রাস্তার মাঝে গড়ে তোলা হয়েছে রিসোর্ট, আর সেই জায়গাটার নাম দিয়েছে চিলপাড়া। এই জায়গাটা বিকেল বেলায় হলে মানুষ একাকার হয়ে যায়। যেমন কি আশেপাশের খোলামেলা জায়গায় সোনালী রোদ খোলামেলা মাঠ চিরসবুজের মিলন মেলা। না আসলে বোঝা যায় না জায়গাটা কেমন।
ফটোগ্রাফি - ৮
ইটের বাটার পাহাড় এর সাথে আকাশের মিলন মেলা আমার কাছে অনেক দারুন লাগছিল। আর আশেপাশে গরুগুলো তাদের আহার বোঝনে ব্যস্ত। চোখ জুড়ানো দৃশ্য ছিল, যদিও শুয়ে শুয়ে ফটোগ্রাফিটা নিয়েছিলাম।
ফটোগ্রাফি - ৯
বিলের এপার ওপার গ্রামের সৌন্দর্যটা মনে হয় যেন দ্বিগুণ বাড়িয়ে দিল, এতটাই সৌন্দর্য এবং আকর্ষিত করে। আর এই বিলের মাঝেই এই গ্রাম ঘুরে বেড়িয়ে কেটে গেছে শৈশব কৈশোরের জীবন। জড়িয়ে আছে হাজার স্মৃতি, প্রসঙ্গ একটাই চিরচেনা জায়গার সৌন্দর্য এমনিতেই বেশি হয়।
বন্ধুরা কেমন লেগেছে আমার "বাড়ির আশেপাশের রেনডম ফটোগ্রাফি" গুলো। আশা করি সকলের কাছেই ভালো লাগবে। ভালো-মন্দ কমেন্টে জানাবেন। সাপোর্ট দিয়ে সাথে থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় অনেক সৌন্দর্য দেখার জন্য আমরা বহু পথ পাড়ি দিয়ে থাকি। কিন্তু আমাদের চারপাশের অনেক সৌন্দর্য থাকে,যে গুলো আমাদেরকে ইঙ্গিত দিয়ে থাকে ঐ সৌন্দর্য দেখার জন্য। বাড়ির পাশেই রয়েছে এই সব সৌন্দর্য যা আমরা কখনো লক্ষ্য করে দেখি না। আপনার বাড়ির আশপাশে ফটোগ্রাফি গুলো দেখেই আপনি কিন্তু বুঝতে পারছেন কতটা সৌন্দর্য যা কখনো সেভাবে দেখার চেষ্টা করেননি। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ। প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম।আপনার ফটোগ্রাফির হাত খুবই ভালো। আমার কাছে ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে বেশ সুন্দর লাগে। আপনার ফটোগ্রাফি বুঝলেও বেশ চমৎকার হয়েছিল ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। গ্রামীণ দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর দেখায়। আপনার বাড়ির আশেপাশের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আশা করব আপনি খুব শীঘ্রই আপনার মানসিক চাপ গুলো সামলে নিয়ে আমাদের সঙ্গে নিয়মিত উপস্থিত হবেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের সকলের কাছে আবেগের জায়গায় এটা ছেড়ে থাকতে মন চায় না আপনার ক্ষেত্রে হয়তো সেটাই ঘটেছে। যাইহোক অবশেষে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন খুবই ভালো লাগলো। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের রূপ সৌন্দর্যে ভরা। এক এক ঋতুতে বাংলার রূপ একেক রকম হয়। যা দেখতে খুবই ভালো লাগে। বেশ কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি তুলেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। ছবিগুলো সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit