আমার বাংলা ব্লগ। মা" হারা বিড়ালের ছানা আমার ভালবাসার অনুভূতি। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।

in hive-129948 •  3 years ago 
ষ্টিমের সহযোদ্ধাদের জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মা হারা বিড়ালের ছানা সম্পর্কে নিজের অনুভূতি

দেরি না করে চলুন যাওয়া যাক আজকের আলোচনার মূল পর্বে।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আমাদের মধ্যে অনেকের মা নেই, অনেকের বাবা নেই। মা-বাবা হারানোর কষ্ট টা কত যে কঠিন এবং কষ্টদায়ক সেটা নিজেই বুঝি। আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা যারা আছে তারা হয়তো কিছু ভালোবাসা এবং কি মায়া এবং সান্ত্বনা দিয়ে রাখে। কিন্তু আমাদের হারানো যে ভালোবাসার অভাবটা আমরা অনুভব করি সেটা পৃথিবী কোন জিনিস দিয়ে পূরণ করা সম্ভব নয়।

ফটোগ্রাফি ১

IMG_20211111_191630_866.jpg

মায়ের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। একটা মা যখন সন্তান জন্ম দেন তখন সন্তানকে বুকে আগলে রাখে‌। আমরাও এক সময় ছোট ছিলাম, মায়ের এ পাশে প্রসাব করে দিতাম, ওপাশে প্রস্তাব করে দিতাম, তার পর ও মা বুকের উপরে নিয়ে রাখে। তবুও মায়ের কোন কষ্ট তিক্ততার এগুলো আছে বলে মনে হয় না। বাবা মানে বট গাছ। বটগাছের যেমন বিশাল ডাল দিয়ে ছায়া দিয়ে বিস্তীর্ণ জায়গাজুড়ে আগলে রাখে। ঠিক তেমনি করে বাবাও সন্তানদেরকে বিশাল জায়গা জুড়ে আগলে রাখে। বাবার পরিচয় পরিচিত হয়, বাবা চায় যে তার সন্তানকে তার মনের মতো করে গড়ে তুলতে। যার বাবা আছে ওই সন্তানকে কারো সাহস নেই যে কিছু বলবে বা কোন ক্ষতি করবে।

গতকাল রাতে আমি একটু দূরে আমার একটা মেডিসিন এর জন্য গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি মেডিসিন টা পাইনি। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমাকে। আমি এদিক ওদিক ঘুরছি তখন একটা পানির ট্যাংকের পাশে চার-পাঁচটা বিড়ালের ছানা কে ঘুরতে দেখলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। দাঁড়িয়ে থাকার পরে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম এই বাচ্চাগুলোর মা নেই। ছেলেটি বললো যে না এই বাচ্চাগুলোর মা নেই। এ বাচ্চা গুলো এখানেই থাকে আজকের মাসখানেক হলো। তখন আমি কি জন্য আসছি, কি কাজে আসছি, সেটা আমি ভুলে গেছি। আমি সবকিছু বুলে কিছু সময় ওদের সাথে খেলাধুলা করতে শুরু করলাম।

বিড়ালের বাচ্ছা গুলোর চোখের ছানির দিকে তাকানো যায়না বুক ফেটে যেন কান্না আসার মত। আমি অনেকক্ষণ ওদের চোখের দিকে তাকিয়ে ছিলাম এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফিক করার চেষ্টা করলাম। বিড়ালের ছানা গুলোর চোখের চাউনি বলে দিচ্ছে ওরা কতটা অসহায়। ওরা ওদের মায়ের ভালোবাসার কতটা পাগল কতটা অধীর আগ্রহে ছেয়ে আছে। আমার কাছে কত যে খারাপ লেগেছিল সেটা আমি ভাষায় প্রকাশ করে বুঝাতে পারব না। আমি মনে করি যার মা নেই তার পৃথিবীতে কিছুই নেই।

মা হারা বিড়ালের ছানা।

ফটোগ্রাফি ২

IMG_20211111_191707_619.jpg

এখানে আপনারা দেখছেন আমি ভালোবাসার হাত বাড়িয়ে দিতেই বেড়ালছানাটি ভয় না পেয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং আমার হাতের কাছেই আছে।

ফটোগ্রাফি ৩

IMG_20211111_191748_274.jpg
IMG_20211111_191738_322.jpg

বিড়ালছানার গুলোকে আমি ধরছি কিন্তু এতে ছানাগুলো কোন রকম ভয় পাচ্ছে না। ভালোবাসা এবং মমতায় আমার আরো কাছে আসছে।

ফটোগ্রাফি ৪

IMG_20211111_191624_658.jpg

আমার মনে হয় ছানাগুলো অনেক ক্ষুধার্ত ছিল। কিন্তু তখন ছানাগুলো জন্য করার মত আমার কিছুই ছিল না।

ফটোগ্রাফি ৫

IMG_20211111_191634_840.jpg

বিড়ালছানা গুলো মেও মেও ডাকছে আর আমার কাছেই আসছে।

ফটোগ্রাফি ৬

IMG_20211111_191801_810.jpg

লোকেশন

অধীর আগ্রহে চেয়ে আছে আমার দিকে পরম ভালোবাসায়।

জানিনা আমার বাংলা ব্লগের আমার বন্ধুদের কেমন লেগেছে। আমি আমার এই অল্প কিছু সময় নিজের মনের অনুভূতি গুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। ভালো-মন্দ কমেন্টে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার নিজেরও একটি বিড়াল রয়েছে।যাকে আমি অনেক ভালবাসি। তাই আমি ওদের অনেক অনুভূতি গুলো বুঝতে পারি। বিড়ালছানা গুলো সত্যিই অনেক বেশি কিউট। ধন্যবাদ ওদের এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য সত্যিই আমি আনন্দিত ভালোবাসা অবিরাম

আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে মায়ের ভালোবাসা কি সেটি তুলে ধরেছেন। আসলেই মায়ের ভালোবাসার তুলনা হয় না সেটা বলেও শেষ করা যায় না। যাইহোক আপনি খুব ভালো লিখেছেন আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লেগেছে। আর বিড়াল ছানা ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে এবং বিড়াল ছানা গুলো সত্যিই খুব কিউট। এগুলো কে দেখে আদর করতে ইচ্ছে করছে। সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কথাগুলো শুনে খুবই আনন্দ অনুভব করছি এবং কি নিজেকে অনুপ্রাণিত মনে হচ্ছে। আপনার প্রতি রইল অবিরাম ভালোবাসা।

আপনি একটা বিষয় কি কেন্দ্র করে খুব সুন্দর ভাবে বাবা মায়ের গুরুত্ব তুলে ধরেছেন। নয় সত্যিই অসাধারণ প্রতিভার অধিকারী আপনি। শুধু বিড়াল নয় প্রতিটি প্রাণীরই জন্মদাতা এবং জন্মদাত্রী সবসময় যত্নশীল হয়ে থাকে। বাবা-মা সেটা যে ভাবেই হোক তাদের গুরুত্ব ও তুলনীয়। আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার গঠনমূলক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। শুভকামনা রইল ভাই

ভাইয়া আপনি বিড়াল ছানাটির গল্প দিয়ে মায়ের ভালোবাসিটি বেশ সুন্দর ভাবে তুলে ধরছেন।এক কথায় মায়ের ভালো বাসার মতো পৃথীবীতে আর কেউ এমন ভালোবাসা দিতে পারবো না।ভাইয়া আপনি গল্পটি অনেক সুন্দর ভাবে লিখছেন।আমার পড়ে অনেক ভালো লাগছে।এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপনার গঠনমূলক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে শুভেচ্ছা রইল ভাইয়া

মানুষ যেমন মা হারা হলে কষ্ট লাগে ঠিক সেভাবে প্রাণিদেরও খুবই কষ্ট লাগে তাদের যদি বাক স্বাধিনতা থাকতো তাহলে তাদের দুঃখ মানুষ সামনে থেলে বুঝতো এই মিষ্টি বিড়াল টা তার মাকে হারিয়েছে খুব কষ্ট লাগলো শুনে।বিড়লটির যত্ন নিয়েন ভাই আর মাঝে মধ্যে তাকে নিয়ে লিখেন।ধন্যবাদ।

আপনার গঠনমূলক মন্তব্য আমাকে মুগ্ধ করেছে।

তবে ভালো করে পড়ে কমেন্ট করলে খুশি হতাম।

এত্তো কিউট একটি বিড়াল ছানার সাথে যেই ফটোগ্রাফি গুলো করেছেন এবং সেই সম্পর্কে যা ডিটেইলস লিখছেন আমার মন ছুয়ে গেলো। খুব ভালো লাগলো ভাইয়া।

আপনার অসাধারণ মন্তব্য আমার মন ছুঁয়ে গেল ভালোবাসা অবিরাম আপু।

সত্যি ভাইয়া মা এমন মমতাময়ী। আমাদের কাছে থাকলে বুঝতে পারিনা যখন হারিয়ে যায় তখন অনুভব করা যায় আর আসলেই মার মত নিঃস্বার্থ ভাবে ভালো কেউ বাসেনা। সত্যি অনেক কষ্ট লাগছে বিড়ালটি তার মাকে হারিয়ে ফেলেছে। আসলে আমরা তো মা কোথাও গেলে বলতে পারি নিজের মতামত প্রকাশ করতে পারি।তারা তো তাও বলতে পারেনা

ভাইয়া আপনার মুল্যবান বক্তব্যে আমি মুগ্ধ। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই।