শেয়ার করো তোমার জানা সেরা ইলিশ রেসিপি প্রতিযোগিতা - ৮। ইলিশের টিক্কা রেসিপি।

in hive-129948 •  3 years ago  (edited)

আমার বাংলা ব্লগের"সকল বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। যাদের অর্জনে আমি আজ আমার বাংলা ব্লগে স্বদেশী ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল>>>

১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।

আর দেরি না করে চলুন যাওয়া যাক আজকের মুল পর্বে।

আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমার জানা সেরা ইলিশ রেসিপি। প্রতিযোগিতায় - ৮। আমিও এই প্রথম কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তাহলে দেখে নেই আমার ইলিশের টিকিয়া রেসিপি।

ইলিশের টিকা সম্পন্ন হওয়ার পর একটা ছবি নিলাম।

IMG_20211026_233907_370.jpg

এখানে আমি ইলিশের টিকা রেডি হওয়ার পর পরিবেশন করার জন্য একটা ছবি নিলাম।

IMG_20211026_234136_502.jpg

চলুন তাহলে পর্যায়ক্রমে দেখে নেই আমার ইলিশের টিকা রেসিপি তৈরি।

অনেক কষ্টে খুজে পাওয়া ইলিশ।

IMG_20211026_210401_494.jpg

ইলিশের টিকা' তৈরির উপকরণ।

১/ হলুদ ১ চামচ।
২। মরিচের গুঁড়া ১ চামচ।
৩/ কাঁচা মরিচ ৮/১০ পিচ।
৪/ বড় সাইজের দুটো পেঁয়াজ।
৫/ একটি লেবু।
৬/ একটি শসা।
৭/ ধনিয়া পাতা পরিমাণমতো।
৮/লবণ স্বাদমতো।
৯/ তেলের পরিমাণটা একটু বেশি লাগবে।
১০/ জিরার গুঁড়ো হাফ চামচ।

IMG_20211026_213101_609.jpg

১ম ধাপ।

IMG_20211026_212918_522.jpg

মাছগুলো কাটার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

২য় ধাপ।

IMG_20211026_214510_112.jpg

মাছগুলোকে একটু হলুদ এবং লবন দিয়ে দিলাম।

৩য় ধাপ।

IMG_20211026_214626_907.jpg

মাছগুলোকে ভাজার জন্য হলুদ এবং লবণ মেখে নিলাম।

৪র্থ ধাপ।

IMG_20211026_215659_045.jpg

IMG_20211026_215724_930.jpg

IMG_20211026_215815_335.jpg

এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিলাম। তেল গরম হওয়ার পর মাছগুলো একে একে সব ছেড়ে দিলাম।

৫ম ধাপ।

IMG_20211026_220427_399.jpg

এখানে আমি ইলিশ মাছ গুলো হাল্কা লাল করে ভেজে নিলাম।

৬ষ্ঠ ধাপ।

IMG_20211026_220453_654.jpg

IMG_20211026_220903_0.jpg

এখানে আমি ভাজা ইলিশ গুলোর মধ্যে একটা পেঁয়াজ কুচি এবং ৫ টা মরিচ দিয়ে দিলাম। যাতে এই পেঁয়াজ এবং মরিচের নির্যাস গুলো মাছের ভিতরে যায়।

৭ম ধাপ।

IMG_20211026_220911_6.jpg

IMG_20211026_220919_7.jpg

IMG_20211026_221125_578.jpg

এখানে ছোট সাইজের তিনটি আলু নিলাম। এবং সিদ্ধ করে নিলাম, তারপর ভেঙ্গে নিলাম, তারপর আবার এক বারেই মিহিন করে নিলাম।

৮ম ধাপ।

IMG_20211026_221412_230.jpg

IMG_20211026_222103_914.jpg

এখানে আমি ইলিশ মাছ গুলো ভেঙ্গে কাঁটাগুলো বেছে আলাদা করে নিলাম।

৯বম ধাপ।

IMG_20211026_222145_766.jpg

IMG_20211026_222338_855.jpg

এখানে আমি এই আলুগুলো সাথে ইলিশ মাছ গুলো মিক্স করে নেব। এবং একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর জিরার গুঁড়ো, ধনিয়া গুণ, হলুদের গুড়া, মরিচের গুঁড়ো, আধা চামচ পরিমাণ ব্যবহার করব।

১০ম ধাপ।

IMG_20211026_222950_532.jpg

ইলিশ মাছের গুঁড়ো এবং কি সিদ্ধ আলু গুলো একসাথে মসলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন এগুলোকে টিকার জন্য গোল করে নিলাম।

১১তম ধাপ।

IMG_20211026_230744_514.jpg

IMG_20211026_223534_290.jpg

এখন আমি টিকাগুলো কে বেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে একে একে আমি সবগুলো টিকা তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে।

১২তম ধাপ।

IMG_20211026_223657_732.jpg

এখন আমি টিকা গুলোকে একটু লাল লাল করে ভেজে নেব।

১৩তম ধাপ।

IMG_20211026_232908_233.jpg

এখানে আমি সালাতগুলো কেটে নিলাম। একটু ডিজাইন করে এই সালাতগুলো আমি ইলিশ মাছের টিকার সাথে পরিবেশনের জন্য সাজিয়ে নেবো।

১৪তম ধাপ।

IMG_20211026_234000_358.jpg

IMG_20211026_233932_250.jpg

আমার ইলিশ মাছের টিকার সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমি পরিবেশনের জন্য সাজিয়ে নিলাম। উপরে এবং পাশে সালাদ দিয়ে এবং ধনেপাতা কুচি করে কেটে দিলাম। তৈরি হয়ে গেল আমার ঝটপট ইলিশ মাছের টিকার রেসিপি।

বন্ধুরা অনেক খোঁজার পরে অনেক কষ্ট করে ইলিশ মাছ সংগ্রহ করলাম। এবং সম্পূর্ণ নতুনত্ব নিয়ে একটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের ভালোলাগা মন্দলাগা যদি কমেন্টের মধ্যে জানান অবশ্যই খুশি হব।

আমি মোঃ রবিউল হোসাইন। আমার ইউজারনেম @robiull. আমি একজন বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। 'আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারছি। এবং এই কৃতিত্বের জন্য আমি @rme. দাদাকে আমার অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আমি রান্নাবান্না, খেলাধুলা, ফটোগ্রাফি, জার্নিং, ফিশিং, কবুতর পালন এবং নিত্য নতুন জিনিস তৈরি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি>>>

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

আপনার রেসিপি টা খুবই সুন্দর হয়েছে। একটা ভিন্নধর্মী রেসিপি উপস্থাপন করেছেন। আপনার পোষ্টের মান আগের থেকে ভালো হয়েছে। তবে আপনার প্রতি একটা পরামর্শ থাকবে মারকডাউন এর ব্যবহার দ্রুত শিখে নিন। তাহলে আপনার এই পোস্টটা আরো আকর্ষণীয় লাগবে। ধন্যবাদ আপনাকে।

আর দেরি না করে চলুন যাওয়া যাক আজকের মন পড়বে।

এই লাইনটার অর্থ আমি বুঝতে পারিনি। পোস্টে কিছু ভুল আছে। সেগুলো সংশোধন করে নেন।

ভাইয়া আমি আপনার থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনেক অনেক ভালোবাসি। আর আপনার এত সুন্দর মন্তব্য আমাকেও অনেক বেশি অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। আর ভুলটা সংশোধন করার জন্য বলে আপনি আমার থেকে আরো বেশি ভালোবাসার দাবিদার হয়ে গেলেন। ভালোবাসা অবিরাম ভাইয়া।

😍

ভাইয়া ইলিশ মাছের টিক্কা রেসিপি অনেক সুন্দর হয়েছে। ভাইয়া এই প্রথম এই রেসিপির নাম শুনলাম। তবে ভালই হলো সুন্দর একটা রেসিপি সাথে পরিচয় হয়ে। অনেক টেস্ট হয়েছিল মনে হয়। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার ইলিশের টিক্কা রেসিপি আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে এটি আপনি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখেছি আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

ইলিশের টেক্কা আমার কাছে খুবই নতুন একটি রেসিপি লাগছে এমন রেসিপি আগে কখুনো দেখিনি।আপনার রেসিপিটি খুবই সুন্দর হয়েছে আপনি অনেক দারুন ভাবে উপস্থাপন করেছেন।অগ্রিম শুভেচ্ছা রইলো।

ওয়াও ভাই,, আপনে অনেক সুন্দর একটা রেসিপি বানিয়েছেন। ইলিশ মাছের টিক্কার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। যদিও এটা আমি এখনও খাই নাই। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

শুভ কামনা রইল।

ভাইয়া আপনাদের আন্তরিকতা এবং উৎসাহ আমাদেরকে নতুন কিছু করার সুযোগ করে দেয়। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া

আপনার রেসিপিটা অসাধারণ হয়েছে ভাইয়া।আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার রেসিপিটা।ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপনা করেছেন। যা আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে।
শুভকামনা রইলো ভাইয়া

আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল ভাই

বাহ অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ইলিশ মাছের রেসিপি টা টমেটো দিয়ে রান্না করলে আসলেই অনেক ভালো লাগে। দারুন ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক লোভনীয় একটি খাবার আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে আপনাকে ধন্যবাদ

আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

ইলিশ মাছের খুব সুন্দর রেসিপি শেয়ার করেছেন। এরকম রেসিপি এই প্রথম দেখলাম। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে রেসিপিটি। খুব সুন্দর করে পরিবেশন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাদের কে নতুন কিছু উপহার দিতে পেরেছি এটাই সার্থকতা। আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

ভাইয়া, আপনি অনেক সুন্দর একটা রেসিপি বানিয়েছেন। ইলিশ মাছের টিকা রেসিপি টা অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক লোভনীয় একটি খাবার আমাদের মাঝে উপস্থাপন করার জন্যে আপনাকে ধন্যবাদ।

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার টিক্কা রেসিপি দেখতে চমৎকার লাগছে খেতেও অনেক সুস্বাদু হবে। এবার ইলিশ রেসিপিতে নিত্য নতুন রান্নার আর্বিভাব ঘটেছে যা আপনাদের দ্বারা প্রমাণিত।আপনার উপস্থাপন গুলো সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

ভাইয়া আপনাদের এত সুন্দর মন্তব্যের এবং কি এই আপনাদেরকে নিত্য নতুন কিছু উপহার দিতে পেরেছি এটাই আমার সার্থকতা। শুভেচ্ছা নিবেন ভাই

ভাই ইলিশ মাছের টিকা কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে খেতে। সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

সুন্দর বানিয়েছেন তো ইলিশের টিক্কা রেসিপি ।দেখে তো লোভ লেগে গেলো খেতে মন চাইছে ।প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। খুব সুন্দর ভাবে আপনি খাবার পরিবেশন করেছেন ।আপনার জন্য অনেক শুভকামনা।

আপনার ভালো লেগেছে এটা আমার সার্থকতা শুভেচ্ছা নেবেন আপু

অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাই ইলিশ মাছের টিক্কা। তবে আমি এই রেসিপিটি এর আগে কখনো খাইনা। খাওয়া তো দূরের কথা নামই শুনিনি। আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে এবং বর্ণনাগুলো দিয়েছেন অনেক সুন্দর ভাবে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

ইলিশ মাছ আমার খুব প্রিয়। আপনার রেসিপি টি অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাইয়া আপনি একটি অসাধারণ রেসিপি উপহার দিয়েছেন আমাদের। ইলিশ মাছের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। আপনার প্রতিটি ধাপের বর্ণনা এবং ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সব মিলিয়ে এক দুর্দান্ত কনটেস্ট। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার গঠনমূলক মন্তব্য অনুপ্রাণিত হয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই।

ভিন্নধর্মী রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখতে অনেক মজাদার হয়েছে। অনেক শুভ কামনা রইলো প্রতিযোগিতার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু

ইলিশ মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না। একদম অন্য ধরনের এক রেসিপি।আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

বাহ ইলিশের টিক্কা। প্রথম।দেখলাম। সত্যি ইউনিক। শুভকামনা রইল

আপনাদের এই অসাধারণ কথাগুলোই আত্মবিশ্বাসটা বাড়িয়ে তোলে। শুভেচ্ছা রইলো ভাইয়া।

বাহ, এটা খুব সুস্বাদু দেখাচ্ছে, আমি ক্ষুধার্ত বোধ করছি

এসে পড়েন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ

দুর্দান্ত একটি রেসিপি হয়েছে ভাই। ইলিশ মাছের টিকা দেখেই তো মনে হচ্ছে খুবই মজাদার হবে খেতে। রেসিপিটি খুবই ইউনিক হয়েছে ভাই। আর পরিবেশন টাও অনেক ভাল লেগেছে আমার কাছে। শুভেচ্ছা অবিরাম ভাই।

আপনার গঠনমূলক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে, শুভ কামনা রইল আপনার জন্য ভাই

ভাইয়া আপনার ইলিশ মাছের রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে,তেমনি মনে হয় স্বাদেরও হয়েছে।এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য অনেক শুভ কামনা রইল।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ