ভালোবাসার গল্প (পাঠঃ১) একটি সত্যিকারের ভালোবাসা

in hive-129948 •  2 years ago 

ভালোবাসার গল্প নিয়ে আমাদের আজকের লিখা । নিচে একটি সুন্দর ভালোবাসার গল্প লিখা হয়েছে শুধু মাত্র আপনাদের জন্য । এই ভালোবাসার গল্প টি পড়ে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে । কারন শুধু মাত্র সেরা ভালোবাসার গল্প টাই আমরা বাছাই করে লিখেছি । এই গল্প একটি বই থেকে লিখা হয়েছে । তাই যদি কোন ভুল পেয়ে থাকেন কিংবা কারো জীবনের সাথে মিলে যায়, তাহলে তা কাকতালীয় । সবাইকে ধন্যবাদ, গল্প টি পড়ার অনুরোধ রইলো আর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগা আমাদের জানাবেন । গল্পটি ৩ টি পার্টে লিখা হয়েছে ।

ভালোবাসার-গল্প.jpg

ভালোবাসার গল্প (পার্ট ১)::

সপ্না আর নিলয় ছোট বেলা থেকেই এক সাথে বড় হয় । সপ্নার বাবা ট্যাক্সি চালায়, আর নিলয়ের বাবা একজন গ্রাম্য ডাক্তার । দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা খারাফ নয় । সপ্না নিলয়কে মনে মনে ভালোবাসতো । কিন্তু কখনো বলতে পারে নি । তারা একত্রে অনার্স পাশ করে । নিলয়ের সরকারী চাকরি হয় । বাসা থেকে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় । সপ্না বেচারি ঘরে বসে একা কাঁদে । কিছুই করার থাকে না তার ।

সপ্নার অবস্থা দেখে তার মা সপ্নাকে চেপে ধরে । জিজ্ঞেস করে সমস্যা কি ? কান্নাবিজড়িত গলায় সপ্না জানায় তার লুকানো প্রেমের কথা । তার একপেশে ভালোবাসার কথা । সপ্নার পরিবারে দুঃখ নেমে আসে । সপ্নার বাবা জানতে পেরে মেয়েকে জলদি বিয়ে দেয়ার ব্যবস্থা করতে চান । কিন্তু সপ্নার এক কথা, তার মনের কোঠায় গভীরে সে নিলয়কেই বসিয়েছে । এখন কোন অবস্থাতেই তার বিয়ে করা সম্ভব নয় । সে এমনকি এই বলে হুমকি দেয় যে – বাড়াবাড়ি করলে সে আত্মহত্যা করবে । সপ্নার পরিবারের সবাই খুব ভয় পেয়ে যায় । সাথে সাথে কষ্টও পায় । একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!