mastea ক্যাফেতে একদিন।।০৮ জানুয়ারি ২০২৩

in hive-129948 •  2 years ago 

images (6).jpeg

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।এখন ঠিকমতোই বোঝা যাচ্ছে শীতকাল চলছে হয়তো একটু বেশিই বোঝা যাচ্ছে। যাই হোক বন্ধুরা শীতের একটা আলাদা মজা আছেন।আমরা সবাই শীতকালে একটু অন্যরকম ভাবে মজা করার চেষ্টা করি।আজকে আমি আপনাদের সাথে কয়েকদিন আগে একটি ক্যাফেতে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নেবো।

হঠাৎ সন্ধ্যা বেলায় কিছু হালকা খাওয়া ও আড্ডা কিংবা সময় কাটানোর জন্য শহরের ক্যাফে গুলো একদম আদর্শ জায়গা।ক্যাফে গুলোর পরিবেশ ও খুব সুন্দর।যাইহোক বন্ধুরা আমি একদম প্রথম এই ক্যাফে তে গেলাম।একদমই ছোট পরিসরে এই ক্যাফে টা।

images (11).jpeg

images (10).jpeg

images (9).jpeg

images (8).jpeg

images (7).jpeg

images (6).jpeg

তবে সাধারণভাবে হলেও বেশ সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে ক্যাফে টা।আমরা যখন গেছিলাম তখন বিশেষ তেমন কোনো লোকজন ছিলো না।তার একটা কারণ হতে পারে আমরা জাস্ট সন্ধ্যায় গিয়েছিলাম।কলকাতার ক্যাফে গুলোতে মূলত একটু সন্ধ্যার পরই ক্যাফে গুলো মানুষে মানুষে ভর্তি হয়ে যায়।এক দিক দিয়ে ভালোই হলো আমার বেশি ভিড় একদমই ভালো লাগে না।সেইদিক দিয়ে এই ক্যাফে টা আমার বেশ ভালোই লেগেছে।

ক্যাফে টার নাম ও বেশ ইউনিক লাগলো আমার কাছে,Mastea।বেশ ভেবে চিন্তে নাম রাখা হয়েছে বোঝা যাচ্ছে।

এরপর আসি ওদের খাবারের ব্যাপারে।সব ফুড কেমন সেটা তো আমি বলতে পারবো না তবে যেগুলো আমরা খেয়েছিলাম সেগুলোর ব্যাপারে বলতে পারবো।স্বাগতা অর্ডার করে ছিলো দুটো হট কফি,ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন স্টিম মোমো। হট কফি স্বাগতার কাছে একটি বেশি মিষ্টি মনে হয়েছে তবে স্বাদ ভালো ছিলো আর ফ্রেঞ্চ ফ্রী বেশি ভেজে ফেলেছে।তবে দুটো খাবারের স্বাদই ভালো ছিল।

এবার আসি মোমোর কোথায় খেতে তো ভালোই লেগেছে এটা সত্যি।তবে গোলমরিচের ব্যবহারের আধিক্যের জন্য খুব ঝাল হয়ে ছিলো।আমরা দুজন আবার ঝাল খেতে পারিনা একদমই। যাই হোক সব মিলিয়ে খাবার মোটামুটি বেশ ভালোই ছিলো।

পরবর্তীতে অন্যান্য খাবার গুলো কেমন যদি ওই দিকে যাই তবে অবশ্যই ট্রাই করবো।ভালো থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://steemit.com/hive-129948/@blacks/mastea