চা খেতে গিয়ে ক্যারাম খেলার সুযোগ হয়েছিল

in hive-129948 •  last year 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। কয়েক মাস আগে বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে গিয়ে ক্যারাম খেলার সুযোগ হয়েছিল, সে সম্পর্কে তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব।

20230715_205539.jpg

20230715_204732.jpg

20230715_205944.jpg

ছোটবেলায় অনেক খেলাধুলা করে থাকলেও আস্তে আস্তে যখন বড় হয়েছি, কেমন জানি এই খেলাধুলো করার পরিমাণটা কমে গেছে। স্কুল লাইফের শেষের দিকেই এই খেলাধুলো ভালোভাবে করেছিলাম। আমার এখনো মনে আছে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবো, সেই সময়টাতেও ব্যাডমিন্টন খেলতাম প্রচুর পরিমাণে। সেই সাথে ক্রিকেটও অনেক খেলেছি। এমনকি আমাদের স্কুলের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়নও হয়েছিলাম। তবে আস্তে আস্তে যখন কলেজে উঠেছি, কলেজ লাইফ শেষ করেছি তারপর আর এসব খেলা হয়নি। মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে চলি, সবাইকে বিভিন্ন রকম খেলাধুলো করতে দেখে বেশ ভালো লাগে। ইচ্ছাও জাগে খেলাধুলো করার তবে সময় সুযোগ কোনটাই এখন সেভাবে আর পাওয়া যায় না। সময়ের ব্যস্ততায় কেমন জানি সব হারিয়ে গেছে বলতে পারো।

20230715_210040.jpg

20230715_205938.jpg

20230715_205528.jpg

যাইহোক, বেশ কিছুদিন আগে বন্ধুদের সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছিলাম। সেই রেস্টুরেন্টের একটি বিশেষত্ব ছিল তা হলো সেইখানে ক্যারাম খেলার ব্যবস্থা ছিল। আমার এক বন্ধু সজল সেই আমাদের সেখানে নিয়ে গেছিল। সে এই রেস্টুরেন্টটিতে আগেও এসেছিল। তাই এই রেস্টুরেন্ট সম্পর্কে জানতো। যাইহোক, বন্ধুর সাথে এখানে গিয়ে অনেকদিন পরে ক্যারাম খেলার সুযোগ হয়েছিল, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এখানে গিয়েই প্রথমে কোন কিছু না খেয়ে আমরা ক্যারম খেলা শুরু করি। এখানে বলে রাখি, আমাদের সাথে আমাদের আরো এক বন্ধু ছিল তার নাম ছিল নিবিড়।

20230715_205542.jpg

20230715_205658.jpg

20230715_205701.jpg

20230715_210435.jpg

আমরা তিনজন বন্ধু মিলেই এখানে ক্যারাম খেলি। আমরা কেউই প্রফেশনাল ছিলাম না। সবাই মজার জন্য খেলছিলাম। কিন্তু অনেকদিন পরে ক্যারাম খেলে একটা আলাদা ভাললাগা কাজ করছিল। এটা যদিও ইনডোর গেম ছিল তারপরেও ভালই আনন্দ হয়েছিল। আসলে স্পোর্টসের মধ্যে একটা আলাদা রকম আনন্দ রয়েছে। যদিও এই খেলায় তিন জনের মধ্যে আমি হেরে গেছিলাম। তাই বলে যে দুঃখ হয়েছিল তা কিন্তু না। এর মধ্যেও একটা আনন্দ পেয়েছিলাম কারণ আল্টিমেটলি খেলার সুযোগ পেয়েছিলাম। যাইহোক, আমরা ক্যারাম খেলা শেষ করে। সেখানে বসে তিনজন বন্ধু দুধ চাও খাই‌। অনেকটা ভালো সময় পার করি সেইদিন আমরা। এভাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে, ক্যারাম খেলতে বেশ আনন্দই হয়। অনেকদিন পরে এই ছবিগুলো দেখে সেই কথা কথা গুলো মনে পড়ে গেল । তাই আজকে শেয়ার করলাম সবকিছু। ভেবেছিলাম অনেক আগে শেয়ার করব এই নিয়ে তবে আমি ভুলে গেছিলাম তাই আর শেয়ার করা হয়নি এতদিন।




ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বারাসাত , নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।



বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ক্যারাম খেলার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া খেলার মধ্যে হার জিত তো থাকবেই। হেরে গেলেও খেলার মধ্যে একটা আনন্দ কাজ করে। যাইহোক আপনি চা খেতে গেয়ে বেশ ভালো একটা খেলার সুযোগ পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আপু, চা খেতে গিয়ে বেশ ভালই সুযোগ হয়েছিল ক্যারাম খেলার। যদিও আমি হেরেছিলাম তবুও বেশ আনন্দ করেছিলাম ।

ছোটবেলার মজাই ছিল অন্যরকম। শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলতে নেমে যেতাম। আসলে বড় হতে হতে এগুলো সব হারিয়ে গেল। আর এখনকার বাচ্চারা তো এরকম খেলার আনন্দ খুব একটা টেরই পায় না। যাইহোক ভাইয়া অনেকদিন পর ক্যারাম খেলেছেন এতেই আনন্দ। হার জিত তো খেলাতে থাকেই। ছোটবেলায় আমরা চার বোন মিলে খুব ক্যারাম খেলতাম। সেই স্মৃতি মনে পড়ে গেল।

ছোটবেলায় আপনারা চার বোন মিলে এমন ক্যারাম খেলতেন জেনে ভালো লাগলো আপু।

আসলেই দাদা , একটু বড় হওয়ার সাথে সাথেই ছোট বেলার দিন গুলো হারিয়ে যায় ৷ হারিয়ে যায় সেই খেলা গুলোও ৷ যাই হোক , বন্ধুদের সাথে রেস্টুরেন্ট চা খেতে গিয়ে বহুদিন পর ক্যারাম খেলার দারুণ একটা সুযোগ হয়েছে ৷ বেশ ভালোই কাটিয়েছেন মুহূর্তটা ৷ আসলে অনেক দিন পর এমন খেলার আড্ডা দিতে বেশ ভালোই লাগে ৷ আপনাদের কাটানো মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর ভাবে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

  ·  last year (edited)

ক্যারাম এক সময় খুবই জনপ্রিয় খেলা ছিল। বর্তমানে খুবই কমই দেখা যায়। আমি তেমন ক্যারাম খেলতে পারি না। আপনাদের মতই টুকটাক পারি। চা খেতে গিয়ে ক্যারাম খেলে কিছুটা সময় খুব আনন্দের সাথেই কাটিয়েছেন। রেস্টুরেন্টের পরিবেশটা দারুন। ধন্যবাদ।

হ্যাঁ ভাই, সেদিন ক্যারাম খেলে অনেক মজা করেছিলাম ।তাছাড়া এই রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক সুন্দর ছিল এটা ঠিক।

যখন ক্লাস নাইন টেনে ছিলাম, তখন প্রাইভেট পড়া বাদ দিয়ে বন্ধুরা মিলে ক্যারাম খেলতাম। কি যে আনন্দ! কত ক্লাস যে মিস হয়ে যেত এই জন্য,, খুব মনে পড়ে গেল সেই দিন গুলোর কথা। রেস্টুরেন্ট এর এই ভিন্নধর্মী আয়োজন টা আমার খুব ভালো লাগলো। আমার কাছে খেলায় কোন হার জিত নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আনন্দ টাই আসল।

রেস্টুরেন্ট এর এই ভিন্নধর্মী আয়োজন টা আমার কাছেও অনেক ভালো লেগেছিলো ভাই।

আমার কাছে খেলায় কোন হার জিত নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আনন্দ টাই আসল।

আমিও এটা বিশ্বাস করি ভাই ।