নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সামনে একটি ঘটনা তুলে ধরবো আমি। আসলে এই ঘটনাটি আজ সন্ধ্যের দিকেই আমার সামনে ঘটেছে। তাই নিয়েই তোমাদের সাথে শেয়ার করবো। আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষের বুদ্ধি ক্ষমতা কমে যায়,এটা সবক্ষেত্রেই আমি দেখেছি। আসলে বৃদ্ধ মানুষদের সব সময় সাবধানে এবং সচেতন ভাবে রাখতে হয়। না হলে তাদের সাথে যে কোন প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিটা পরিবারের দায়িত্ব তাদের বাড়ির যে বয়স্ক লোক আছে তাদেরকে সাবধানে রাখা এবং নিরাপদে রাখা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাড়ির বয়স্ক মানুষদের অবহেলায় ছেড়ে দেয়া হয়। তারা তাদের মত রাস্তায় ঘুরে বেড়ায় নিজেদের কাজকর্ম করে আর তাদের সাথে দুর্ঘটনাও ঘটে থাকে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় কিন্তু সেই পরিবারেরই হয়ে থাকে।
যাইহোক,আজকের ঘটনাটা শেয়ার করি। একজন বৃদ্ধ মহিলাকে দেখি রাস্তা পার করে বৈদ্যুতিক পিলারের পাশে থাকা শাক খুঁটছে। আসলে আমাদের এইখানে বৈদ্যুতিক পিলারের নিচের অংশে কারেন্টটা খোলা অবস্থায় থাকে।এই ব্যাপারটা আমি অধিকাংশ জায়গায় দেখেছি। সে ক্ষেত্রে খুব সাবধান ভাবে চলাচল করতে হয়। সেই সব বৈদ্যুতিক পিলারের আশেপাশ দিয়ে চলাচলের সময়। কিন্তু সেই বৃদ্ধ মহিলা দেখি একদম কারেন্টের মধ্যে গিয়ে সেই শাকগুলো তুলছিলো। আমি তা দেখে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি উনাকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসি এবং তাকে বোঝানোর চেষ্টা করি সেখানে না যাওয়ার জন্য। তাকে বুঝিয়ে আমি রাস্তা পার করতেই দেখি পুনরায় সে সেই জায়গায় সেই শাক তোলার লোভে চলে গেছে। এই ব্যাপারটা দূর থেকে দেখে আমি পুনরায় সেখানে এসে তাকে ভালো করে বুঝিয়ে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি।
আসলে সে এই ব্যাপারে সচেতন না।এই বৈদ্যুতিক পিলারের সংস্পর্শে যে তার মৃত্যুও ঘটতে পারে সে সম্পর্কে সে সচেতন না। আর বাড়ি থেকেও তাকে সেভাবে বোঝানো হয়নি। সেই জন্যই তার দ্বারা এই ভুল হতে গেছিল। এই ব্যাপারটা আমাকে অত্যন্ত দুঃখী করেছে আজ। যদি তার সাথে কোন দুর্ঘটনা ঘটেনি। তবে মানবিকতার দিক থেকে আমার খারাপ লেগেছে যদি তার সাথে কোন কিছু ঘটতো এই ভেবে। আর আজ হয়তো তাকে আমি সচেতন করে বাড়ি দিয়ে এসেছি। কিন্তু পরবর্তীতে সে যে এই কাজ করবে না তার কি গ্যারান্টি আছে। এই ঘটনা আমাকে আহত করেছে। যাইহোক, আজ সবার জন্য পরামর্শ থাকবে বাড়ির যে বয়স্ক লোক থাকে তাদের প্রতি খেয়াল রাখা তাদের যত্ন নেওয়া তাদেরকে সচেতন করা। কারণ তারাই একদিন আমাদের সচেতন করছে সাবধান করেছে আমাদেরকে বড় করেছে। তাই তাদের প্রতি আমাদের দায়িত্ব থাকে।যা প্রত্যেকেরই পালন করা উচিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে অনেক মানুষ রয়েছে অসচেতন। কারেন্টের লাইনের পাশে চলে যায় কিন্তু বুঝতে চায়না এখানে কখন কোন দুর্ঘটনা হতে পারে। আপনি ওনাকে জায়গা মতো হেঁটিয়ে এনেছেন জেনে ভালো লাগলো। কারণ যেকোনো মুহূর্তে বৃদ্ধ মহিলা শাক তুলতে গিয়ে এক্সিডেন্টের সম্মুখীন হতেন। যে সমস্ত মানুষ কারেন্টের লাইনে শিকার হয়েছে তারা কিন্তু বেশিরভাগ নিয়ত হয়েছে। তাই এ সমস্ত বিষয়গুলো সবার মাঝে তুলে ধরা প্রয়োজন। জেনো জন্ম সচেতনতা বৃদ্ধি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই ভালো একটি কাজ করেছেন ভাই। বৃদ্ধ মহিলাটিকে বুঝিয়ে বাড়ি পর্যন্ত ছেড়ে আসাতে খুব ভালো হয়েছে। আসলেই আমাদের সবার উচিত বয়স্কদের প্রতি বাড়তি খেয়াল রাখা। কারণ মানুষ বৃদ্ধ বয়সে শিশুদের মতো হয়ে যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit