লাইফ স্টাইল || একটু শপিং এর উদ্দেশ্যে বের হওয়া।

in hive-129948 •  last month 

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে লাইফ স্টাইল রিলেটেড একটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করবো। শপিং করতে আমরা কম বেশি সবাই অনেক বেশি ভালোবাসি। আর কয়েক মাস পরে সামনে পুজো আসছে। এই পুজো উপলক্ষে এখন থেকেই টুকটাক শপিং শুরু করে দিয়েছি। আসলে অন্যান্য বছর এমনটা করি না তবে এই বছর এত বেশি আগে থেকেই কাজটা শুরু করলাম। এখন দুই একটা করে মাঝে মাঝে কিনে রাখলে পুজোর সময় বিভিন্ন ধরনের ড্রেস কিনতে টাকারও সমস্যা হবে না। আবার চয়েস করতেও সমস্যা হবে না। তাই এতটা আগে থেকেই এই সিদ্ধান্ত নিলাম।

20240728_192002.jpg

20240728_191940.jpg

20240728_191946.jpg

যাইহোক, শপিং করার ক্ষেত্রে আমি আমাদের এখানকার কয়েকটি শপিং মলেই গিয়ে থাকে। তাছাড়া অনলাইন থেকেও বিভিন্ন ধরনের জিনিস কিনে থাকি। তবে এইবার শপিং করতে গেছিলাম মধ্যমগ্রামের একটি জায়গায়। মধ্যমগ্রামের চৌমাথায় রয়েছে একটি শপিং মল। আসলে এই শপিং মলটিতে আমি কয়েকবার এসেছি। তবে শপিং করার উপলক্ষে আসিনি, কয়েকবার বন্ধুদের সাথে এখানে টুকটাক ঘুরাঘুরি করার জন্য এসেছি। তবে এইবার গেছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য। মাঝে মাঝে শপিং মল গুলোতে বেশ ভালই অফার দেয়। আর অফারের সময় কোন জিনিস কিনতে বেশ ভালো লাগে। পছন্দের জিনিস কম টাকায় পেলে ক্ষতি কোথায় যাইহোক সন্ধ্যার পরেই গেছিলাম এই জায়গাটিতে। আসলে আমার এক বন্ধুর বাড়ি মধ্যমগ্রামের এই জায়গাটিতে রয়েছে। তাকে সাথে নিয়ে গেছিলাম এখানে শপিং করতে। সে এখানকার অনেক শপিং মলই চেনে।তবে সে আমাকে এই জায়গাটাই সাজেস্ট করেছিল।

20240728_191953.jpg

20240728_191925.jpg

আসলে এখন এই ধরনের শপিংমলে খুব বেশি অফার দেবে না। পুজোর আগে আগে আসলে তখন এই অফারটা দেয়। তবে এখানে দাম যেহেতু মোটামুটি ছিল তাই অফারের খুব বেশি দরকার ছিল না। সন্ধ্যার পরপরই মধ্যমগ্রামের একটি জায়গা থেকে মোমো খেয়ে দুই বন্ধু চলে যাই এই শপিংমলে শপিং করার জন্য। এর নিচের সেকশনটাতে ছেলেমেয়ে সবার জন্যই বিভিন্ন ধরনের জিনিস ছিল। তবে অনেক ধরনের পোশাক দেখলেও খুব বেশি পোশাক আমি তেমন পছন্দ করতে পারলাম না। আসলে পুজোর অনেক দেরি আছে সেই জন্য এখনো নতুন কোন কালেকশন আছে নি। নরমাল যে ধরনের ড্রেস আমরা পড়ে থাকি বা কিনে থাকি। সেইগুলোই মূলত এখানে গিয়ে দেখতে পেয়েছিলাম। যাইহোক,শপিং মলের পুরোটা জায়গা ঘোরাঘুরি করলাম।

20240728_191933.jpg

20240728_191936.jpg

জামা কাপড় বাদেও অন্যান্য অনেক ধরনের জিনিস দেখেছিলাম। আসলে ঘরের জন্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস কেনার দরকার পড়ে। আর এই দায়িত্বটা আমার উপরেই দেওয়া থাকে বাড়ি থেকে। সেই জন্য এইখানে ঘোরাঘুরি করে আমি বাড়ির জন্যেও অনেক জিনিসপত্র দেখি। বাড়ির জন্য কিছু কিছু জিনিস পছন্দ হয় সেই সময় আমি বাড়িতে ফোন করেও সেগুলো কিনার ব্যাপারে বলি। তবে সেই জিনিসগুলোর দাম বেশি থাকার কারণে মা বারণ করে ফোনেই। যাইহোক, তারপরে আমি আমার নিজের শপিংয়ে মনোযোগ দেই। তারপর আমি নিজের জন্য একটি জিন্স এবং একটি টি শার্ট কিনি এই জায়গা থেকে। জিন্সটির মূল্য নিয়েছিল ১ হাজার টাকা এবং টি-শার্টটির মূল্য নিয়েছিল ৫০০ টাকা। সাধারণত এই দামটা মোটামুটি বলা চলে। খুব বেশি দাম নিয়েছে সেটা বলা যাবে না। এখন এইগুলো পড়ার পর যদি কোয়ালিটি ভালো থাকে।

20240728_191922.jpg

20240728_191920.jpg

20240728_193456.jpg

তাহলে তো বেশ ভালো হয়েছে সেটা বলবো। এগুলো যখন আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম তখন আমার কাছে ভালোই লেগেছিল। তবে গরমের সময় পড়লে কেমন লাগবে। সেটা আসলে এই ধরনের এসি শপিংমলে গিয়ে বোঝা যায় না। তবে যতদূর বুঝেছিলাম ভালোই হবে এখন পুজোর সময় পড়লে বিষয়টা বুঝতে পারবো। এভাবে সেদিন দুই বন্ধু এখানে টুকটাক ঘোরাঘুরি করে এই শপিং করি। আমার বন্ধু গো তার জন্য কিছু জামা কাপড় দেখে তবে সে সেদিন কোনো শপিং করেনি। এভাবে আমাদের সময়টা অতিবাহিত হয় এই শপিংমলে।


পোস্ট বিবরণ

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনমধ্যমগ্রাম, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

পূজা উপলক্ষে শপিং শুরু করেছেন জেনে বেশ ভালো লাগলো। তবে উৎসবের অনেক আগে থেকে শপিং শুরু করলে মাঝে মাঝে নতুন কালেকশনগুলো পাওয়া যায় না এই একটা সমস্যা। একটি জিন্স এবং একটি টি শার্ট কিনেছেন। দামটা ঠিকই আছে, আমার কাছেও বেশি মনে হয়নি। ভালো লাগলো আপনার শপিং করার মুহূর্তগুলো দেখে।

তবে উৎসবের অনেক আগে থেকে শপিং শুরু করলে মাঝে মাঝে নতুন কালেকশনগুলো পাওয়া যায় না এই একটা সমস্যা।

হ্যাঁ আপু, এই সমস্যাটা তো রয়েছে সেটা জানি। তবে এই সময় একটু কম ভিড়ে ড্রেস কেনা যায়, এই জন্যই গেছিলাম শপিংয়ের উদ্দেশ্যে।

আপনি তো দেখছি প্রচুর অনেক আগে থেকেই কেনাকাটা করা শুরু করে দিয়েছেন। কেনাকাটা করতে কিন্তু অনেক ভালোই লাগে। আপনি একটা জিন্স প্যান্ট এবং টি-শার্ট কিনেছেন শুনে অনেক ভালো লাগলো। নিশ্চয়ই এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো। কোয়ালিটি ভালো হলে আমি মনে করি দাম একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। কারণ বেশিদিন না পড়তে পারলে বেশি দাম দিয়ে কিনে কি লাভ। আমার কাছে কিন্তু দামটা বেশ ভালোই লেগেছে। দাম ভালোই ছিল। আর আপনিও এগুলো আশা করছি ভালোভাবে ব্যবহার করতে পারবেন।

সেদিন কেনা ড্রেস গুলোর কোয়ালিটি বেশ ভালোই ছিল আপু। হ্যাঁ আপু, অনেক আগে থেকেই টুকটাক করে শপিং করা শুরু করে দিলাম আর কি।

পূজার শপিং শুরু করে দিয়েছেন।আগে আগেই শপিং করে নিয়ে একদিকে ভালো করেছেন সেটা হলো ভিড়ের মধ্যে পড়তে হচ্ছেনা।আর আগে শপিং করার মন্দ দিক হলো আপডেট কালেকশন হয়তো খুব একটা পাবেন না।একটি টি শার্ট এবং প্যান্ট কিনেছেন শপিং মল থেকে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আর আগে শপিং করার মন্দ দিক হলো আপডেট কালেকশন হয়তো খুব একটা পাবেন না।

হ্যাঁ আপু, এটা অবশ্যই একটা মন্দ দিক ভালো । তবে কম ভিড়ের ভিতর গিয়ে কিনতে পেরেছি, এটা একটা ভালো দিক আমার মতে।

পূজা উপলক্ষে শপিং করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক আগেই শপিং করে নিয়েছেন৷ তবে একটি সমস্যা হচ্ছে যদি আমরা কোন অনুষ্ঠানের অনেক আগেই কোন কিছু কিনে ফেলি তখন আমরা নতুন কালেকশনগুলো পাই না। ঠিক আমাদের সময়ও এরকম হয়ে থাকে৷ আমাদের ঈদের আগেও যখন শপিং করে থাকি তখন নতুন কালেকশন গুলো পাওয়া যায় না। তবে আপনার কাছ থেকে শপিং করার মুহূর্ত দেখে খুবই ভালো লাগছে।

এটা ঠিক যে অনেক আগেই টুকটাক করে শপিং করে নিয়েছি। আসলে আমি ভিড়ের ভিতর শপিং করতে পছন্দ করি না, এজন্য আগে থেকেই শপিং শুরু করলাম ভাই।

আমিও ভিড়ের ভিতর শপিং পছন্দ করি না ভাই।