পোস্টার রং ব্যবহার করে তৈরি করা একটি চিত্রাংকন।

in hive-129948 •  last year 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি চিত্রাংকন শেয়ার করব। কয়েকটি ভিন্ন কালারের পোস্টার রং ব্যবহার করে আজকের চিত্রাংকন টি করব। আজকের চিত্রাংকনটি এলোমেলো ভাবনা থেকেই তৈরি করেছি , আগে থেকে পরিকল্পনা করে আর্ট টি করিনি। তোমাদের আগেও কয়েকবার জানিয়েছি পোস্টার রং ব্যবহার করে চিত্রাংকন করা আমার কাছে বেশ কঠিন লাগে। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি একটু ভিন্ন ধরনের আর্ট শেয়ার করার জন্য। এই আর্ট টি আমি নিখুঁতভাবে করতে পারিনি কারণ পোস্টার রং দিয়ে আর্ট করার অভ্যাস আমার খুব একটা নেই । এই আর্ট টি করার ক্ষেত্রে কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই।

20230404_203852.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● পেন্সিল
● তুলি
● বিভিন্ন কালারের পোস্টার রং
● জ্যামিতিক স্কেল

20230404_175239.jpg

প্রথম ধাপ

পেন্সিল এবং জ্যামিতিক স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজের মতো অঙ্কন করে নিলাম যার মধ্যে মূল চিত্র টি অঙ্কন করব।

20230404_153157.jpg

দ্বিতীয় ধাপ

পেন্সিলের সাহায্যে একটি মেয়ে বসে রয়েছে একটু অন্যরকম ভাবে সেরকম দৃশ্যের চিত্রাংকন করে নিলাম যেমনটা তোমরা ফটোতে দেখতে পাচ্ছ।

20230404_154855.jpg20230404_155721.jpg

তৃতীয় ধাপ

পেন্সিল দিয়ে অঙ্কন করা মেয়েটি যেখানে বসে রয়েছে তার নিচের অংশে পোস্টার রং ব্যবহার করে কালার করে দিলাম । এছাড়াও মেয়েটি যে স্থানে বসেছিল তার আশেপাশে পেন্সিলের সাহায্যে ঘাস অঙ্কন করে নিলাম।

20230404_162117.jpg

চতুর্থ ধাপ

এইবার বিভিন্ন কালারের পোস্টার রং চিত্রাংকনটিতে করে নিলাম তোমরা যা চিত্রে স্পষ্ট বুঝতে পারছ।

20230404_162907.jpg20230404_164016.jpg

20230404_164555.jpg

পঞ্চম ধাপ

পঞ্চম ধাপে মেয়েটির শরীরের সমস্ত অংশে কালো পোস্টার রং করে নিলাম , আকাশে পাখি উড়ে যাওয়ার দৃশ্য অঙ্কন করে নিলাম । এছাড়া পূর্বে অঙ্কন করা ঘাসগুলোতে সবুজ রঙের পোস্টার রং করে নিলাম।

20230404_172150.jpg20230404_173931.jpg

ষষ্ঠ ধাপ

চিত্রাংকন শেষ করে এই ধাপে নিজের নাম লিখে নিলাম।

20230404_174327.jpg20230404_174357.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র।

20230404_203852.jpg



আজকের শেয়ার করা চিত্রাংকন টি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুব সুন্দর করে চিত্রাংকন করেছেন। আপনার চিত্রাংকন অনেক ভালো লাগলো আমার কাছে। যেভাবে মেয়েটি বিভিন্ন রকম আঙ্গিকে বসে রইলো তা বেশ চমৎকার লাগতেছে। তার উপর আকাশে ছোট ছোট পাখি উড়ে যাওয়া দৃশ্য অংকন করেছেন।যদিও এই চিত্রাংকন গুলো সময় দিয়ে করা হয় তাহলে খুব ভালই লাগে দেখতে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করেছেন।

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। খুব ভালো লাগলো আপনার কমেন্ট টি পড়ে।

image.png

পোস্টার রং ব্যবহার করে খুব সুন্দর একটি চিত্রাংকন করেছেন আপনি। চিত্রাংকটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। চিত্রাংকনের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আমার শেয়ার করা চিত্রাংকনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

চিত্র অংকন টা হয়েছে অতি চমৎকার ভাইজান। যেখানে সুন্দরভাবে একটি মানুষের দৃশ্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে মানুষের দৃশ্যটা মহিলা মানুষের,যেখানে সুন্দরভাবে লাভ কিস উড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে ঠিক তেমনি ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসা বিলিয়ে দিচ্ছে। যাইহোক চিত্রাংকন টা কিন্তু দারুন ছিল।

ভাই আপনি তো অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন! ধন্যবাদ ভাই আমার শেয়ার করা চিত্রাংকন টি নিয়ে এত সুন্দর ভাবে কথাগুলো বলার জন্য।

চিত্রাংকন মানে অসাধারণ কোন আর্ট। মেয়েটা যেভাবে হাত দিয়ে বসে আছে দেখে মনে হচ্ছে যেন পাখিগুলো মেয়েটির হাতের মধ্যে। দেখেই ভীষণ ভালো লাগলো। মাঝেমধ্যে এরকম আর্ট দেখতেও ভালো লাগে। আর আপনিও সুন্দরভাবে এঁকে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করলেন। সুন্দর আর্ট নিয়ে হাজির হওয়ার জন্য অনেক ধন্যবাদ।

আমার শেয়ার করা চিত্রাংকন টি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই।

পোস্টার রং ব্যবহার করে দারুন একটি চিত্রাংকন করেছেন ভাইয়া। দেখতে বেশ ভালই লাগছে ।আসলে এই আর্ট গুলো করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয় এবং সময় নিয়ে আর্ট টি করতে হয় ।বেশ ভাল ছিল আপনার আর্টটি ধন্যবাদ।

হ্যাঁ আপু , পোস্টার রং দিয়ে আর্ট করতে গেলে অনেক সাবধান ভাবে করতে হয়। এই রং ব্যবহার করে আর্ট করা আমার কাছে বেশ কঠিনও লাগে।

পোস্টার রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো সত্যি বেশ দুর্দান্ত হয়ে থাকে। আমিও মাঝে মাঝে জল রং দিয়ে পেইন্টিং করে থাকি। আজ আপনি বেশ দুর্দান্ত পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ ভাই আমার শেয়ার করা পেইন্টিংটির এত সুন্দর প্রশংসা করার জন্য। অনেক ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে।

পোস্টাড় রং ব্যবহার করে আপনি খুব চমৎকার একটি চিত্র একেছেন অনেক সুন্দর হয়েছে আপনার চিত্র টক অনেক ধন্যবাদ আপনাকে শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

ওয়াও পোস্টের রং ব্যবহার করে দুর্দান্ত একটি চিত্র অঙ্কন করেছেন আপনি ভাইয়া।আর্ট এর ধাপগুলো অনুসরণ করে যে কেউ আর্ট করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু সেভাবেই আর্ট টি শেয়ার করেছি। কেউ ধাপগুলো অনুসরণ করলে সে সহজে আর্ট টি করতে পারবে।

আপনার অভ্যাস না থাকলেও পোস্টার রং ব্যবহার করে এই আর্টটি দারুণ করেছেন। আর্টের কালার কম্বিনেশনটাও অসাধারণ হয়েছে।চিত্র অংকনের প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

শেয়ার করা আর্টটির কালার কম্বিনেশন আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো আপু।

পোস্টার রং দিয়ে কিংবা রং তুলি দিয়ে ছবি আঁকা আপনার কাছে কঠিন লাগলেও আপনি কিন্তু দারুণ আঁকেন ভাইয়া। আসলে কঠিন কিছুর প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে। আপনার দারুন একটি আর্ট দেখে খুবই ভালো লেগেছে।

আমার শেয়ার করা এই আর্ট টি আপনার ভালো লেগেছে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আপু।

পোস্টার রঙ দিয়ে আঁকার অভ্যাস না থাকলে ও আর্টটি চমৎকার করেছেন।আর্টটির কালার কম্বিনেশন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই আর্টগুলো করতে হলে সাবধানতা অবলম্বন করতে হয়। সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আমার শেয়ার করা আর্টের কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

অনেক সুন্দর একটি আর্ট করেছেন ভাইয়া। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমার শেয়ার করা চিত্রাংকন টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলার জন্য।

পোস্টার রং দিয়ে চিত্র অঙ্কন করাটা কঠিন হলেও চিত্র অঙ্কন করার পরে সেটা দেখতে খুবই দারুণ লাগে। যদিও আপনার এই কাজে খুব একটা ভাল দক্ষতা নেই তারপরও আপনি যেমন চিত্র অঙ্কন করেছেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই চিত্রটি দেখতে পেরে।

হ্যাঁ ভাই পোস্টার রং ব্যবহার করে আর্ট করার দক্ষতা আমার খুব বেশি নেই। তারপরও চেষ্টা করি নতুন কিছু করার জন্য। আমার শেয়ার করা চিত্রাংকনের প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।