নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই ভালো আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে নতুন কিছু আমি শেয়ার করবো। আসলে আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকে আমি কবিতা খুব কমই লিখেছি। সত্যি বলতে কবিতা লেখায় আমি খুব একটা ভালো না তাই লিখি না। তবে বর্তমানে আমাদের এখানে $PUSS কয়েন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এই $PUSS কয়েন যে আমাদের ভবিষ্যতের জন্য কত ভালো, সে বিষয়েও আমরা অনেকটা জানতে পেরেছি। আসলে ক্রিপ্টোকারেন্সির জগতে নতুন নাম এই $PUSS কয়েন। আমাদের কমিউনিটি বিভিন্ন কাজের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এটি। তবে এটি এখন আর শুধু আমাদের কমিউনিটি কেন্দ্রিক নেই, এটি সর্বত্র ছড়িয়ে পড়েছে সবার মাঝে। আসলে এই কয়েনটিকে এমন করে তৈরি করা হয়েছে যা অনেক সহজে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে এবং এটি তৈরির প্রধান উদ্দেশ্য ছিল মজা করা। মজার জন্য তৈরি করা এই কয়েনের মূল্য দিন দিন বেড়েই চলেছে। আর এই সপ্তাহে যেহেতু আমাদের কমিউনিটিতে এই $PUSS কয়েন রিলেটের অনেক ধরনের পোস্ট লেখার কথা প্রস্তাব করা হয়েছিল, সেজন্য এই সপ্তাহের $PUSS নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করেছি।
আসলে কবিতা লেখায় যে আমি অনেক কাঁচা এই কবিতাটি লিখতে গিয়েই সেটা বুঝতে পেরেছিলাম। প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভাবনা চিন্তা করে কিছু লাইন ছন্দে ছন্দে আমি মিলানোর চেষ্টা করেছি। জানি খুব বেশি ভালো হয়নি। তবে আমি চেষ্টা করেছি, এই $PUSS নিয়ে কিছু আমার মনের তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো-মন্দ যাই হোক, তোমরা তোমাদের মতামতটি জানিও। এই $PUSS আসলে আমাদের প্রিয় দাদার তৈরি একটি কয়েন। এই কারণে এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। $PUSS এর প্রতি আমাদের সবারই রয়েছে অনেক ভালোবাসা। আর এই ভালোবাসাটাকে আমরা সব সময় দেখাতে চাই। যাইহোক, আর কথা না বাড়িয়ে $PUSS নিয়ে লেখা আমার এই কবিতা টি দেখে নেওয়া যাক।
"আমাদের পুস (PUSS)"
$PUSS আমাদের সোনার খনি
আশা দিয়েছে তাই ভুরি ভুরি।
ভালোবাসার প্রতীক এটি,
বিশ্বাস আমাদের তাই এর প্রতি।
দিনে দিনে এর চলার পথ
করছে আমাদের হতবাক।
$PUSS আমাদের আশার আলো
$PUSS এর সাথে হবে তাই সবকিছু ভালো।
এই কয়েন আমাদের চোখের মনি,
চোখে চোখে তাই রাখছি অনেকখানি।
সময় যত যায়,
$PUSS এর দিকে বারবার তাকাতে চাই
$PUSS আমাদের বিশ্বাসের প্রতীক,
আমাদের নিয়ে যাবে তাই সঠিক দিক।
এটি আমাদের গর্ব, আমাদের স্বপ্নের ছোঁয়া
এটি আমাদের অনুপ্রেরণা, শক্তি আশা।
দিন দিন তার বৃদ্ধি,
দিচ্ছে আমাদের মনের শান্তি ।
এই জগতে হায়,
তোমারা যদি কেউ জানতে চাও,
এই জগতে সেরা কয়েন কোনটা হবে ভাই?
$PUSS ছাড়া আর অন্য কিছু আমার জানা নাই।
পোস্ট বিবরণ
শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং(কবিতা) |
---|---|
লোকেশন | বারাসাত , ওয়েস্ট বেঙ্গল। |
লোগো এবং ইমেজ ক্রেডিট | @rme দাদা এবং এডমিন-মডারেটর প্যানেল "আমার বাংলা ব্লগ" । |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/ronggin0/status/1833135889939153355?t=pAYIOAQhH-og2sqytTGFkw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনি এই $puss নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। তাছাড়া বর্তমানে সবাই আমরা এটা নিয়ে অনেক পরিকল্পনা করছি। তাছাড়া এটা হচ্ছে আমাদের একটি বিশ্বাসের প্রতীক। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
$puss নিয়ে শেয়ার করা আমার এই কবিতা টি যে আপনার কাছে খুবই সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা ঠিক বলেছেন ভাই আমাদের কমিউনিটির কার্যক্রম এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। বেশ চমৎকার লাগল আপনার কবিতা টা। puss আমাদের একটা ভরসার প্রতীক। এটাও ঠিক আমাদের বেশ আশা দিয়েছে এটা। অনেক সুন্দর লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার শেয়ার করা এই কবিতাটি যে আপনার কাছে চমৎকার লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit