স্বরচিত একটি কবিতা "জীবনের সফর "

in hive-129948 •  last year 
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম হলো "জীবনের সফর "। প্রথমে কবিতার বিষয়বস্তু সম্পর্কে কিছু কথা শেয়ার করে নিচ্ছি।

আমাদের জীবনটা আসলে একটা সফর । যেখানে হাঁটা অনেকটাই সহজ তবে আমরা এটাকে কঠিন মনে করে ফেলি । এটা সত্যি এই জীবন সফরে অনেক অজানা পথের সম্মুখীন হতে হয় তবে সেই পথকে ভয় পেলে চলবে না। অজানা পথে হারিয়ে যাওয়ার ভয় থাকে তাই বলে চলা থামিয়ে দিলে হবে না। আমাদের চলতে হবে সময়ের সাথে সাথে এটাই জগতের নিয়ম। আমাদের আনন্দ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে , দুঃখ ভরা হৃদয় নিয়ে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারবো না। আমাদের এই চলার পথে গতি হারালে চলবে না , গতি নিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের এই সফরে প্রতিদিন অনেক পথ অতিক্রম করতে হবে। এই অজানা পথ অতিক্রম এর সময় আশা হারালে চলবে না। আমাদের জীবনকে আমাদের মনের মত করতে হবে। যেখানে সুখের বিষয়টাকে আমাদের প্রাধান্য বেশি দিতে হবে। এই জীবন সফরে একে অপরের হাতকে মজবুত করে ধরে রাখতে হবে । আমাদের সবার সাফল্য নিশ্চিত হবে, সে বিষয়ে আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা সবাই দিনশেষে সাফল্যের গান গাইবো । এইভাবে আমাদের জীবন সফর অনেক সুন্দর হবে।

footsteps-gf8aaa6234_640.jpg

ইমেজ সোর্স

জীবনের সফর



জীবন এক সফর,
যেখানে হাঁটা অনেক সহজ,
তবে পথ অজানা,
পথের নেই কোনো সীমানা
হারিয়ে যাওয়ার আছে অনেক ভয়,
কিন্তু চলতে হবে
এটাই এই জগতের নিয়ম ভাই।
আনন্দে পূর্ণ হৃদয় নিয়ে
চলবে গতির সাথে সবাই।
হাসির রঙিন ছায়া পথ হয়ে
পেতে নতুন দিনের আশায়
যাবে কি সবাই ?
সফরে প্রতিদিন অনেক পথ
তবে আশার আলোর দিকে তাকিয়ে,
হৃদয় ভরে ওঠে নতুন বিশ্বাসে।
জীবন হবে মনের মত,
সেখানে সুখের কন্ঠে বাজবে গান,
আমরা সবাই হাতে হাত ধরে,
গাইবো সাফল্যের গান।



বন্ধুরা, আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "জীবনের সফর " তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

জীবনের চলার পথে সুখ দুঃখ দুটোই বিরাজ করবে। শুধু চলার পথে গতি হারা হলে হবে না। শুধুই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তবেই সফলতা অর্জন করা সম্ভব।

একদম ঠিক কথা বলেছেন আপু। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

জীবন এক সফর,
যেখানে হাঁটা অনেক সহজ,
তবে পথ অজানা,
পথের নেই কোনো সীমানা
হারিয়ে যাওয়ার আছে অনেক ভয়,
কিন্তু চলতে হবে
এটাই এই জগতের নিয়ম ভাই।

আমাদের জীবনটা ক্ষণস্থায়ী ী অল্প সময়ের জন্য পৃথিবীতে আমাদের এই সফর।
অল্পদিনের এই সফরে কত গল্পকথা ঘটে যাচ্ছে আমাদের জীবনের সাথে।
জীবনের সফর কবিতাটি অনেক সুন্দর ভাবে লিখেছেন।
বাস্তবতার সাথে মিল খুঁজে পেলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা কবিতাটির মধ্যে আপনি আমাদের জীবনের বাস্তবতা খুঁজে পেলেন সেটা জেনে অনেক ভালো লাগলো ভাই। এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

জীবনের চলার পথটা বড্ড কঠিন, তবুও নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এগিয়ে যেতে হয়। এখানে সুখ আর দুঃখ মিলে মিশে একাকার। মাঝে মাঝেই জীবন চ্যালেন্জ ছুঁড়ে দেয় তবুও জারি রাখতে হয় জীবনের সফর।
কবিতাটি দারুন ছিল 👌

Posted using SteemPro Mobile

কথাগুলো বেশ দারুণ লিখেছেন ভাই । আমার বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন ভাইয়া জীবনে চলার পথে অনেক বাধা-বিপত্তি আসবে, সামনে অনেক কঠিন পথ আসবে সেগুলো দেখে থেমে থাকলে চলবে না। সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাছাড়া নিজের উপর বিশ্বাস থাকাটা অনেক জরুরী। জীবন সফর নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার লাইন গুলো খুব ভালো লেগেছে আমার কাছে।

সাহস করে এগিয়ে যাওয়ার নামই জীবন আপু। আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

এটা কিন্তু সত্যি আমাদের জীবনটা হচ্ছে একটা সফর। আমরা যদি এই সফরে সুন্দর মত এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হবে। অনেক সুন্দর করে জীবনের সফর কবিতাটা আপনি লিখেছেন। আপনার কবিতা লেখার টপিক কিন্তু অসম্ভব ভালো ছিল। এরকম টপিক নিয়ে কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে আরো বেশি ভালো লাগলো। সব মিলিয়ে অসম্ভব সুন্দর ছিল আপনার লেখা এই কবিতাটা।

আমার শেয়ার করা কবিতার টপিক টি আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আমার কবিতাটির প্রশংসা করার জন্য।