নমস্কার সবাইকে,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও খুব ভালো আছি। |
---|
আজ আবার একটি আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ লাড্ডু হাতে নিয়ে বসে থাকা গণেশ ঠাকুরের চিত্রাংকন করার চেষ্টা করেছি। গণেশ ঠাকুর হল ভগবান শিব এবং মা পার্বতী এর পুত্র সন্তান। আমাদের ধর্মে গণেশ ঠাকুরের অনেক মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মালম্বী মানুষেরা গণেশ ঠাকুরের পুজো করে থাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধির জন্য। এইতো কিছুদিন আগেই গণেশ ঠাকুরের পুজো ছিল। আমরা হিন্দু ধর্মালম্বী মানুষেরা গণেশ ঠাকুরকে শিল্প , বিজ্ঞানের পৃষ্ঠপোষক , বুদ্ধি এবং জ্ঞানের দেবতা রূপে মান্য করি। আমরা বিভিন্ন শুভকার্য, উৎসব এবং অনুষ্ঠানের পূর্বেও গণেশ ঠাকুরের পুজো করে থাকি।
আজ আমি গনেশ ঠাকুরের চিত্রাংকনটি খুবই সিম্পল ভাবে অঙ্কন করেছি এবং অঙ্কনে প্রত্যেকটা স্টেপ ধারাবাহিকভাবে নিচে শেয়ার করলাম যেন আপনারা সহজেই বুঝতে পারেন আমি চিত্রটি কেমন করে অঙ্কন করেছি। তাহলে এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক চিত্রাংকনের প্রসেস গুলো।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● কালো কালারের কলম
● পেনসিল
● রাবার
🐀🐀 প্রথম ধাপ 🐀🐀
সাদা খাতার উপর সারি সারি ভাবে কিছু ডট দিয়ে দিলাম। এই ডট গুলো কানেক্ট করে করেই খুব সহজেই গণেশ ঠাকুরের চিত্রটি অঙ্কন করব।
🐀🐀 দ্বিতীয় ধাপ 🐀🐀
কিছু ডট কানেক্ট করার মাধ্যমে গনেশ ঠাকুরের মাথাটি অংকন করে নিলাম এই ধাপে।
🐀🐀 তৃতীয় ধাপ 🐀🐀
এই ধাপে আরো কিছু ডট কানেক্ট করার মাধ্যমে গণেশ ঠাকুরের শরীরের কিছু অংশ অংকন করে নিলাম।
🐀🐀 চতুর্থ ধাপ🐀🐀
এই ধাপে শরীরের বাকি অংশ এবং গণেশ ঠাকুরের হাতে একটি লাড্ডু সহ থালা অঙ্কন করে নিলাম।
🐀🐀 পঞ্চম ধাপ 🐀🐀
গণেশ ঠাকুরের বসার আসন অংকন করে নিলাম এই ধাপে।
🐀🐀 ষষ্ঠ ধাপ 🐀🐀
পুরো চিত্রাংকনটিকে কলমের সাহায্যে হাইলাইট করে নিলাম এবং বসার আসনটিতে ডিজাইন করে দিলাম পেন্সিলের সাহায্যে।
🐀🐀 সপ্তম ধাপ 🐀🐀
চিত্রাংকন শেষে নিজের নাম লিখে দিলাম চিত্রের নিচে।
🐀🐀 অষ্টম ধাপ 🐀🐀
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ফাইনাল যে আউটপুট পেলাম তার একটি চিত্র এটি।
আজকের শেয়ার করা লাড্ডু হাতে নিয়ে বসে থাকা গণেশ ঠাকুরের চিত্রাংকন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।
গণেশ ঠাকুরের হাতে থাকা লাড্ডু গুলো দেখে খেতে ইচ্ছা করছে ভাইয়া। মনে হচ্ছে তিনি আমাদের সকলকে লাড্ডু বিলিয়ে দেওয়ার জন্য বসে আছেন। একটি যদি পেতাম তাহলে বন্ধ হতো না। আপনার আর্ট সত্যি অনেক সুন্দর হয়েছে। দারুন ছিল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গণেশ ঠাকুরের লাড্ডু খুব ফেভারিট। আমি যদিও সিওর জানিনা ঠাকুরের ফেভারিট লাড্ডু সবাইকে ঠাকুর দেবে কিনা সেই বিষয়ে। 🤔🤔😂😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো এঁকেছেন। সত্যিই লাড্ডু ছাড়া গনেশকে ভাবাই যায়না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গণেশ ঠাকুর লাড্ডু খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলে। ছোটবেলায় কোন বাচ্চা মোটা হলেই তাকে গণেশ ঠাকুর বলে ডাক দেওয়া হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গণেশ ঠাকুরকে তো খুব সুন্দর ভাবে অংকন করেছেন। লাড্ডু হাতে নিয়ে বসে আছে। খুব কিউট লাগছে দেখতে। লাড্ডু আমাদেরও দিলে খুব ভালো হতো😋। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গনেশ ঠাকুর অনেক কিউটই। একটু মোটা বাচ্চারা কিউট হলে তাদের গণেশ ঠাকুর বলে ডাকা হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গণেশ ঠাকুরের লাড্ডু হাতে নিয়ে দারুন একটি চিত্র একেছেন অনেক সুন্দর হয়েছে এবং গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে আমার আজকের আর্টের প্রশংসা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাড্ডু হাতে নিয়ে বসে থাকা গণেশ ঠাকুরের চিত্র অংকন দারুন হয়েছে ভাইয়া। দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি আপনার দক্ষতা আছে বলতে হবে। চিত্র অংকন এর প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বিভিন্ন রকমের গল্পের মধ্যে গণেশ ঠাকুরকে দেখেছিলাম। আপনি তো দেখছি আজকে গণেশ ঠাকুরের চিত্রাংকন করে ফেলেছেন তা ও লাড্ডু হাতে নিয়ে বসে থাকা। খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে পেন্সিল দিয়ে অঙ্কন করার কারণে। সত্যিই মুগ্ধ হয়ে গেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই গণেশ ঠাকুরের একটি চিত্র অঙ্কন করেই ফেললাম আর গণেশ ঠাকুরের হাতে লাড্ডু না থাকলে গণেশ ঠাকুরকে দেখতে ভালো লাগে না। এজন্য গণেশ ঠাকুরের হাতে লাড্ডু সহ থালাও অংকন করে দিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি এই পুজোর দিনে গনেশ দেবের ছবি অংকন করেছেন ৷ সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে ৷ গনেশ দেব যে কি না মায়ের জন্য নিজের জীবন পযন্ত ত্যাগ করেছে ৷ যে কি না ছিল মাতৃভক্তি ৷
ইতিহাসের পাতায় গনেশ দেবেরের কথা ভুলে যাওয়া নয় ৷
তার আরেক নাম গজানন যদিও এ নামের পিছনে অনেক কথা ৷
খুব সুন্দর করে অংকন করেছেন দাদা ৷
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি অনেক কিছুই জানেন ভাই । খুবই ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। গণেশ ঠাকুর মাতৃ ভক্তির বড় এক উদাহরণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গণেশ ঠাকুর সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিল না কিন্তু এই পোস্ট পড়ে মোটামুটি কিছুটা ধারণা হলো। তবে আর্ট টা কেমন জানি একটু নরমাল হয়ে গেছে। তুমি এর থেকেও অনেক সুন্দর বেশি আর্ট করতে পারো। বিশেষ করে মেন্ডেলাগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একটু নরমাল হয়েছে এটা সত্যি। সব সময় ম্যান্ডেলা
আর্ট দেব না তাই একটু অন্যরকম আর্ট করার চেষ্টা করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit