নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো কিন্তু আমি আজও ভালো নেই। |
---|
বন্ধুর বাইক এক্সিডেন্ট নিয়ে গতকালকের ব্লগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম। গতকালকের ব্লগ তোমাদের সাথে যখন শেয়ার করেছিলাম সে তখন অপারেশন থিয়েটারে ছিল । যাইহোক অপারেশনের আপডেট আমাদের জানতে জানতে অনেক রাত হয়ে গেছিল। আমাদের সময় গুলো কেমন জানি কাটছিলই না। আমরা হসপিটালের পাশের প্রতীক্ষালয়ে বসে সময় গুলো পার করার চেষ্টা করছিলাম মাত্র। একটা কথা আমরা তো সবাই জানি ভালো সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাই কিন্তু খারাপ সময় কেমন জানি শেষ হতেই চায় না যা গতকালকে আরো গভীরভাবে বুঝতে পারলাম। এক একটা মিনিট আমাদের কাছে এক একটা দিনের সমান মনে হচ্ছিল । অপারেশনের কোন আপডেট আমরা পাচ্ছিলাম না কিন্তু এই ব্যাপারে জানার আগ্রহ আমাদের প্রবল হয়ে পড়ছিল। এত বড় অপারেশনের কথা ভেবে আমাদের ভিতরে ভয় ঢুকে গেছিল।
অপারেশনের পূর্বে ডাক্তার আমাদের জানিয়েছিল ফিফটি ফিফটি চান্স আছে রোগীর সারভাইভ করার এই রকমের স্টেটমেন্ট আমাদের জন্য ধাক্কার মত ছিল । ডাক্তার মূলত সিটি স্ক্যানের রিপোর্ট দেখার পরেই এটা আমাদেরকে জানিয়ে ছিল । সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যাচ্ছিল মস্তিষ্কের এক সাইডের কয়েকটি জায়গায় রক্ত জমে রয়েছে। মস্তিষ্ক সব থেকে শরীরের সেনসিটিভ জায়গা এখানে সামান্যতম কোন প্রবলেম লাইফ রিস্ক হতে পারে, সে বিষয়ে ডাক্তার আমাদের অবগত করেছিল। এইদিকে ডাক্তারের এই কথা ভেবেই আমাদের সময় গুলো আর কাটছিল না, অপেক্ষায় প্রহর কতটা কঠিন হতে পারে গতকালকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। মানসিক কষ্টের সাথে সাথে ঠান্ডার মধ্যে প্রতীক্ষালয়ে আমাদের শারীরিকভাবেও কষ্ট হচ্ছিল কারণ আমরা শীতের উপকরণ হিসেবে কোন কিছুই নিয়ে যায়নি।আমরা যেহেতু দিনে বেরিয়েছিলাম আমাদের সাথে শীতের সেরকম কোনো পোশাকও ছিল না।
এভাবে প্রায় তিন ঘন্টা সময় ছটফট করে কাটাতে হয়েছিল আমাদের। আমার বন্ধু যখন অপারেশন থিয়েটারে ছিল আমরা কিছু সময় প্রতীক্ষালয় বসে, কিছু সময় হসপিটালের সামনে হাঁটাহাঁটি করে সময়গুলো জাস্ট পার করার চেষ্টা করছিলাম। তিন ঘন্টা পরে হঠাৎ মাইকে অ্যানাউন্স করে আমাদের উপরে ডাকা হয়। যাওয়ার পরে দেখতে পাই অপারেশন ঠিকঠাক মত হয়ে গেছে । ডাক্তাররা তখন এটা জানায় রোগীর সম্পর্কে ডিটেলস জানতে গেলে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় অপেক্ষা করতে হবে । তার আগে কোন কিছুই বলতে পারবে না তারা। যদিও আমার বন্ধুর কিছুটা জ্ঞান ছিল কিন্তু সে কথা বলতে পারছিল না শুধু একটু চেয়ে দেখে আবার চোখ বন্ধ করে দিচ্ছিল। অপারেশন সাকসেসফুল হওয়ার পর তাকে এমারজেন্সি ওয়ার্ডের রেড জনে দিয়ে আসা হয়। রোগীর সাথে দেখা করা কোন অনুমতি ছিল না এমারজেন্সি ওয়ার্ডের রেড জনে দিয়ে আসার পর। আমাদের হাতে অন্য কোনো অপশন ছিল না ৪৮ ঘন্টা অপেক্ষা করা ছাড়া। রাতের পর থেকে না ঘুমিয়ে শুধুমাত্র অপেক্ষা করতে করতেই সকাল হয়ে যায় , এভাবে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলাম গতকালকে।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: পি জি হসপিটাল, ওয়েস্ট বেঙ্গল।
বাইক এক্সিডেন্ট গুলো সব সময় খুবই মারাত্মক হয়। তারপর তো আপনার বন্ধুর ভাগ্য ভালো যে জীবন বেঁচে গিয়েছে। যদিও রিস্ক মনে হয় এখনো পুরোপুরি যায়নি। তাছাড়া ঠিকই বলেছেন খারাপ সময় গুলো সহজে যেতে চায়না। বিশেষ করে এরকম একটা খবর পাওয়ার পর অপারেশন থিয়েটার সময় তিন ঘন্টা অপেক্ষা করা আসলেই খুবই কষ্টকর। তাছাড়া শীতের রাতে আপনারা কোন প্রস্তুতি ছাড়াই গিয়েছেন। আশা করি অপারেশন যেহেতু ভালো হয়েছে আপনার বন্ধু দ্রুত সুস্থ হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটা বলতে পারেন আপু অনেক বড় ভাগ্য বলেই আজ সে বেঁচে রয়েছে, না হলে তার যেভাবে এক্সিডেন্ট হয়েছে তার বাঁচার কথা ছিল না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে কোন এক্সিডেন্ট হলে যদি মাথায় সমস্যা হয় তাহলে অনেক সমস্যা হয়ে থাকে। এমনিতেই বাইক এক্সিডেন্ট খুবই মারাত্মক। এটা কিন্তু সত্যি যে খারাপ সময় গুলো তাড়াতাড়ি যেতে চায়না যেন এক একটি মিনিট এক এক দিনের মত। আপনার বন্ধু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে সেই দোয়া অবশ্যই করি। যাইহোক আমাদের সাথে এই বিষয়টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের দোয়ায় সে এখন মোটামুটি ঠিক আছে আপু। দুর্ঘটনায় মস্তিষ্কের আঘাত সত্যিই খুব বিপদজনক। এই বিপদ থেকে সে এই যাত্রায় রক্ষা পেয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বন্ধুর খবর শুনে খুবই খারাপ লাগলো। দোয়া করি যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়েন। আসলে বাইক এক্সিডেন্ট এত বড় একটি মারাত্মক যার কারণে মস্তিষ্কে আঘাত লাগলে মাথায় সমস্যা হতে পারে। ৩ ঘণ্টা অপেক্ষা করেছেন সেই তিন ঘন্টা তিন বছরের সমান। ওই সময়টা খুবই কষ্টকর হয় যখন খারাপ সময়এ সময় যেতে চায় না। দোয়া করি যেন আপনার বন্ধু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার হাজির হতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই অপেক্ষার সময় গুলো পার করা অনেকটা কষ্টকর ছিল আমাদের জন্য। যেহেতু অনেক বড় অপারেশন ছিল সেক্ষেত্রে সবার অনেকটা ভয়ও ছিল, এই জন্য সময় পার করা আরও কঠিন হয়ে পড়েছিল আমাদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit