নমস্কার সবাইকে,
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আমাদের সবার প্রিয় "আমার বাংলা ব্লগ" কমিউনিটি আমাদের সবাইকে বাংলা ভাষায় আমাদের নিজেদের মেধাকে প্রকাশ করার সুযোগ দিয়েছে সেই জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই "আমার বাংলা ব্লগ" কমিউনিটির ফাউন্ডারকে। |
---|
যাইহোক ,আজ আমি আপনাদের সাথে আমার অঙ্কন করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। অর্ধচন্দ্রকার চাঁদের উপর ভগবান শিব ধ্যানরত থাকা অবস্থার একটি চিত্রাংকন এটি । আমি কেমন করে অঙ্কন করেছি তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করলাম।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● পেন্সিল
● রাবার
● কালো কালারের পেন
● স্কেল
● জ্যামিতিক কম্পাস
■○■ প্রথম ধাপ ■○■
প্রথমে স্কেলের সাহায্যে একটি দাগ টেনে নিলাম পেন্সিল দিয়ে।
■○■ দ্বিতীয় ধাপ ■○■
এবার একটি অর্ধচন্দ্রকার চাঁদ অঙ্কন করে নিলাম এক্ষেত্রে জ্যামিতিক কম্পাসের ব্যবহার করেছি আমি।
■○■ তৃতীয় ধাপ ■○■
এবার অর্ধচন্দ্রকার চাঁদের উপর ভগবান শিব ধ্যানরত অবস্থায় রয়েছে এমন একটি চিত্র অঙ্কন করে নিলাম।
■○■ চতুর্থ ধাপ ■○■
চতুর্থ ধাপে ভগবান শিবের গলার সাপ , ত্রিশূল এবং ডমরু অঙ্কন করে হাইলাইটস করে দিলাম পেন্সিলের সাহায্যে।
■○■ পঞ্চম ধাপ ■○■
কালো কালারের কলমের সাহায্যে অর্ধচন্দ্রকার চাঁদের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন করে দিলাম।
■○■ ষষ্ঠ ধাপ ■○■
চাঁদের মধ্যে ডিজাইন করার পরে যে আউটপুটটি আমরা পেলাম।
■○■ সপ্তম ধাপ ■○■
চিত্র অংকন শেষে চিত্রের নিচে নিজের নাম লিখে দিলাম।
■○■ অষ্টম ধাপ ■○■
চিত্র অংকন , চিত্র অংকন শেষে নিজের নাম লেখা সবকিছু শেষে ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র।
ভিন্ন রকমের চিত্রাংকন আমাদের সামনে উপস্থাপন করেছেন। সত্যি যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সেইসাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার চিত্রাংকন এবং উপস্থাপনার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অংকন চিত্রটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। অর্ধচন্দ্রকার চাঁদের উপর ভগবান শিব ধ্যানরত থাকা অবস্থার একটি চিত্রাংকন দেখতে দারুণ লাগছে। আপনি আপনার দক্ষতায় সুন্দর একটি চিত্র অঙ্কন করে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit