সকালবেলা হাঁটতে বের হয়ে প্রকৃতির মাঝে কিছু সময় (পর্ব -০১)

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

20230511_060756.jpg

20230511_060820.jpg

গরমের প্রভাব কিছুদিন ধরে একদমই কম হচ্ছে না । কয়েকদিন আগে থেকে শুনছিলাম ঝড়ের সম্ভাবনা রয়েছে। ভেবেছিলাম হালকা পাতলা ঝড় হলে হয়তো একটু ঠান্ডার প্রভাব দেখা যাবে। কিন্তু আমাদের এইখানে ঝড় বৃষ্টির দেখা মেলেনি। যার ফলে কিছুদিন ধরে গরমের প্রভাব মানুষের জীবন যাপনে বেশ ব্যাঘাত ঘটাচ্ছে। এই গরমের কারণে রাতে ঠিকঠাক করে ঘুমাতেও পারছি না। রাতে দেরি করে ঘুমালেও ভোর বেলায় ঘুম ভেঙে যাচ্ছে। একটা বাজে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই গরমের কারণে। গতকালকে গরমের এই প্রভাবের কারণে বেশ ভোরবেলায় ঘুম ভেঙে গেছিল । ঘুম ভেঙে যাওয়ার পরে বেশ অস্বস্তি লাগছিল নিজের মধ্যে । কি করব উপায় খুঁজে পাচ্ছিলাম না। পরে রুমের মধ্যে একটু চলাচল করলাম, ফোন নিয়ে একটু ঘাঁটাঘাটি করলাম । পরে মনে হল অনেকদিন বাইরে হাঁটাহাঁটি করতে যাই না তাই আজকে একটু মর্নিং ওয়াক করে আসি।

20230511_060823.jpg

20230511_060916.jpg

মর্নিং ওয়াক করতে সাধারণত বাড়ি থেকে দু কিলোমিটার এর মধ্যের বিভিন্ন জায়গায় আমি যেয়ে থাকি । গত বছর প্রায় প্রতিদিন মর্নিং ওয়াকে যেতাম কিন্তু এই বছর তেমন একটা আর মর্নিং ওয়াকে যাইনি। আমি আজ যখন বের হয়েছিলাম তখন একটু দেরি করেই বের হয়েছিলাম। সূর্য অনেক আগে উঠে গেছিল। সূর্য উঠে যাওয়ার কারণে গরমের প্রভাবটাও বুঝতে পারছিলাম। তারপরও আমার ইচ্ছা হয়েছিল সবুজ প্রকৃতির মধ্যে যাওয়ার। আমার খুবই ভালো লাগে এরকম সবুজ প্রকৃতি। আমাদের বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে একটা বিলের মত জায়গা রয়েছে। যেখানে বিভিন্ন ধরনের ফসল লাগানো হয় এবং একটা খোলা পরিবেশ রয়েছে। খোলা পরিবেশে গেলে মনটাও ভালো হয়ে যায় তাই আমি সকালে একা একা বেরিয়ে পড়ি ওই জায়গার উদ্দেশ্যে এবং প্রায় কুড়ি মিনিট পায়ে হেঁটে পৌঁছে যায় সেই জায়গাটিতে। সেইখানে গিয়ে সবুজের সমারোহ দেখে মনটা ভরে যাচ্ছিল।

20230511_061007.jpg

20230511_060955.jpg

আমি প্রথমে যে অংশটিতে গেছিলাম সে অংশটিতে তিল ফসলের চাষ করা হয়েছিল এবং পাশে আখের ক্ষেতও ছিল। চারিদিকে শুধু সবুজ দেখা যাচ্ছিল। প্রকৃতির মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে ইচ্ছা করছিল। আমি সেখানে সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটাতে কাটাতে কিছু ফটোগ্রাফিও করেছিলাম। যেগুলো আজকের পোস্টে তোমরা দেখতে পারবে। আমি সেই জায়গাটিতে প্রায় কুড়ি মিনিটের মতো সময় কাটিয়ে তারপর বিলের অন্য একটা অংশ চলে যায়। তাই নিয়ে অন্য কোন ব্লগে তোমাদের সাথে কথা হবে।

পোস্ট বিবরণ

ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা।

সকালবেলা হাঁটতে বের হয়ে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো নিয়ে শেয়ার করা পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

সকালবেলা হাঁটতে গিয়ে বেশকিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমার চোখ জুড়িয়ে গেলো।হাঁটাহাঁটি করা খুবই ভালো।আর তা যদি হয় সবুজ প্রকৃতির মাঝে তবে তো কথাই নেই।জায়াগাটা সত্যি ই খুব সুন্দর। একপাশে তিলের চাষ অন্য পাশে আখের চাষ হয়েছে।এতো সুন্দর প্রকৃতি সত্যি ই মন ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর প্রকৃতির মাঝে হাঁটতে যাওয়ার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য। শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। সত্যিই তাই এমন প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবাইকেই মুগ্ধ করে।

গরমের কথা কি আর বলবো এত গরম আসলে সহ্য করার মুশকিল। তাছাড়া গরমের মধ্যে ঘুমের সমস্যা হয়। রাতেও তাপমাত্রা কম না হওয়ার কারণে গরমটা কিছুতেই কমছে না। আপনার ঘুম ভেঙ্গে যাওয়ায় ভালো করেছেন বাইরে হাঁটতে গিয়ে । এরকম সবুজ প্রকৃতির মাঝে হাটলে মন ভালো হয়ে যায় এমনিতেই। তাছাড়া বেশ সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

গরম যে কবে কম হবে তা এখনো বুঝতে পারছি না আপু ।এই গরমের কারণে শান্তিতে ঘুমাতেও পারছি না তাই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সকালে বেরিয়েছিলাম। ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।

আসলে গরমের প্রভাব একেবারেই কমছে না। গরমের কারণে ঘুমটাও ভালোমতো হচ্ছে না। আমিও ভেবেছিলাম যদি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে পরিবেশটা ঠান্ডা এবং শীতল হয়ে উঠবে। তখন একটু বেশি ভালো হবে মনে হয়। আপনি তো দেখছি সকালবেলায় উঠে বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন। আসলে সকালবেলায় উঠে এভাবে প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করার মুহূর্তটা অন্যরকম হয়। প্রকৃতির মাঝে এভাবে সকালবেলায় উঠে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালোই লাগে। আপনার কাটানো মুহূর্তটা বেশ ভালো ছিল। সেই সাথে ফটোগ্রাফি গুলো ও ভীষণ ভালো লেগেছে।

আজ থেকে শুনছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঝড়-বৃষ্টি দেখা যাবে। আপনাদের ওইখানে কি খবর আপু? হ্যাঁ আপু সকালে হাঁটতে বের হলে বেশ ভালই লাগে। সবুজ সুন্দর প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর পর মনের ভিতর একটা আলাদা শান্তি লাগে।

সকালবেলায় হাঁটতে বের হয়ে প্রকৃতির মাঝে খুবই ভালো ঘুরাঘুরি করেছিলেন দেখছি। মুহূর্তটা সত্যি একেবারে অন্যরকম ছিল দেখে বুঝতে পারছি। গতকালকে গরমের প্রভাব বেশি থাকার কারণে আপনার ঘুম ভেঙ্গে গিয়েছিল অনেক ভোর বেলায়। তাই আপনি কিছুক্ষণ রুমের মধ্যে চলাচল এবং মোবাইল নিয়ে ঘাটাঘাঁটি করেছিলেন। তারপরে ভাবলেন যেহেতু অনেকদিন ধরে বাইরে হাঁটাহাঁটি করা হয় না তাই হাঁটাহাঁটি করতে বের হয়েছিলেন। মুহূর্তটা খুবই ভালো ইনজয় করেছিলেন এবং ফটোগ্রাফি গুলো ও বেশ ভালো ছিল।

হ্যাঁ ভাই হাঁটতে বের হলে বেশ ভালই লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।

গরমের কারণে ভাইয়া সব জায়গাতে অনেক অশান্তি। আমাদের এইখানে অনেক গরম পড়তেছে এই কারণে রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়। আপনি ঘুরতে গিয়ে সকাল বেলায় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। অনেকদিন পর সকালবেলা ঘুরতে গেলেন। আসলে সকালবেলা ঘোরার মজাই আলাদা। আশা করি পরের পর্বে আরো সুন্দর সুন্দর কিছু আমাদের মাঝে শেয়ার করবেন।

আপু গরমের কষ্ট আমাদের সবাইকেই ভোগ করতে হচ্ছে। দিন যাচ্ছে আর গরমের কারণে অতিষ্ট হয়ে যাচ্ছে জীবনযাত্রা। হ্যাঁ আপু অনেকদিন পরেই সেদিন সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম এবং ভালোই লেগেছিল ঘুরে।

আসলে এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। গরমের জন্য রাতে আপনার ঘুম হয়নি। সেজন্য সকালে আপনি হাঁটতে বের হয়েছেন অনেক দিন পর। আমাদের সবার উচিত সকালে নিয়মিত হাঁটা। এতে করে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। এমন সবুজ প্রকৃতি আমারও খুব ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমাদের তো নিয়মিত উচিত সকালবেলা হাঁটতে বের হওয়া কিন্তু সব সময় তা আর হয়ে ওঠে না। আপনারও এমন সবুজ প্রকৃতি ভালো লাগে জেনে আমারও ভালো লাগলো অনেক । আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন জেনে অনেক খুশি হলাম ভাই।

গরমের কারণে খুব অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। গরমের কারণে ঘুমাতে পারেন নাই সেই কারণে সকালবেলা হাঁটতে বের হলেন। খুব চমৎকার প্রাকৃতিক ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে জায়গাটির পরিবেশ খুব চমৎকার। আশা করি সামনের পর্বের আরো চমৎকার চমৎকার কিছু আমাদের মাঝে শেয়ার করবেন। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করছে।

হ্যাঁ ভাই যে জায়গাটিতে গেছিলাম সেই জায়গাটির পরিবেশ খুব চমৎকার ছিল। যাই হোক আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

এ পোস্টের মধ্যে একদম মনের মত কথা বলেছেন আজ আপনি। প্রচন্ড গরমের কারণে যেন রাতে ঘুম হচ্ছে না দেরি করে ঘুমালে ও সকাল ভোরে ঘুম ভেঙে যাচ্ছে আবার প্রচন্ড গরমের কারণে বাইরে তেমন চলাচল করা সম্ভব হচ্ছে না। বিকাল টাইমে বাইরে ঘুরতে গেলেও প্রচন্ড গরম থেকেই যায়। যাই হোক সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমার অনেক ভালো লেগেছে। পরবর্তী পর্বের আশায় রইলাম।

যেদিন গরম পড়ে সেই দিন সকাল,দুপুর অথবা বিকাল সব সময় গরম দেখা যায় । বৃষ্টি একটু না হলে এই গরমের প্রভাব তাড়াতাড়ি কমবে না ভাই। আমার শেয়ার করা পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।