নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে কালী পুজো রিলেটেড একটি পোস্ট শেয়ার করবো।আসলে গতকালকে কালীপুজোর রিলেটেড একটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন কালীপুজোর সময় চলছে তাই ঘোরাঘুরির প্রচন্ড ব্যস্ততা রয়েছে। এই সময় অন্য কোন ধরনের পোস্ট করার সুযোগই হচ্ছে না। প্রতিদিনই কোন না কোন প্ল্যান করে বেরিয়ে যেতে হচ্ছে।আর সারারাত ধরে যেহেতু ঘুরাঘুরি চলছে তাই দিনের অধিকাংশ সময়ই ঘুমাতে হচ্ছে। পরের দিন একই রুটিন এভাবে কয়েকদিন চলছে আর কি।
যাইহোক, আমাদের বারাসাত মধ্যমগ্রাম এইসব এলাকায় কালী পুজোটা অনেক বড় করে করা হয়ে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থিম দেখা যায়। আসলে প্রত্যেক বছরই নতুন নতুন থিম দেখতে বেশ ভালই লাগে। কালীপুজোর আকর্ষণ হয়ে থাকে এই থিমগুলো। এত নানা রকমের থিম দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই। কতো ক্রিয়েটিভ কাজ দেখা যায় এইসব পূজো মন্ডপে। সন্ধ্যার সময় কোন পুজো প্যান্ডেলে গেলে প্রচন্ড ভিড় হয়ে যায়। তবে তার একটু আগে গেলে কম ভিড়েই পূজো দেখা যায়। আজ সন্ধ্যার দিকে মধ্যমগ্রামে কয়েকটি পূজো প্যান্ডেল দেখা মিস হয়ে গেছিল সেখানেই গেছিলাম।সেখানে গিয়ে একটা পাড়ার পূজো দেখতে পাই। পাড়ার পূজোয় যখনই ঢুকতে যাবো তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। এই পূজোটা ছোট করে করলেও লাইটিং টা বেশ সুন্দর করে করেছিলো। আর কারেন্ট চলে যাওয়ার কারণে এই পূজো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছিলাম না। পরে কিছু সময় সেখানে বসে থাকি কারেন্ট আসার জন্য। পাঁচ মিনিট পরে কারেন্ট চলে আসে তারপর লাইটিংসহ এই পূজো প্যান্ডেলটি দেখার সুযোগ হয়।
শিবের বড় একটা মুখমন্ডল বানিয়েছিল এই পূজো প্যান্ডেলের একেবারে সামনে। আর পিছনের দিকটাতে করেছিল পূজো মণ্ডপ এবং আলোকসজ্জা।ওভারঅল বেশ ভালই লেগেছিল। যদিও এই পূজো প্যান্ডেলটিতে খুব বেশি ভিড় ছিল না। সেজন্য ভালো করে দেখতেও কোন সমস্যা হয়নি।আর যেহেতু ছোট প্যান্ডেল তাই খুব বেশি ভিড় হওয়ার সম্ভাবনাও হচ্ছিল না। এই পূজো প্যান্ডেলে গিয়ে কয়েকটি নিজেরও ছবি তুলে নিই। তবে সেগুলো আর আজকের ব্লগে শেয়ার করলাম না। পূজো প্যান্ডেলের আশেপাশ থেকে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলোই আজকের ব্লগে শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও বিভিন্ন পূজো প্যান্ডেলের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | মধ্যমগ্রাম , ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বারাসাত মধ্যমগ্রাম এর কালী পুজো দেখতে পাওয়া সত্যিই এক বড় ব্যাপার ভাই। আমি মধ্যমগ্রামের কাছাকাছি চাকরি করি, তবু কখনো ঠাকুর দেখা হয়নি। একসময় এপিসি কলেজে পড়িয়েওছি। তবু সেই সৌভাগ্য হয়নি। আজ তোমার পোস্ট ধরে ঠাকুর দেখার সৌভাগ্য লাভ করছি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উৎসবের সময় এমন ভীড় স্বাভাবিক। এইজন্যই অবশ্য ভালো ভবে দেখতে হলে আগে যেতে হবে। বেশ ভালো লাগল আপনার পোস্ট টা দেখে। এরা বেশ জাকজমকভাবে পূজা টা করছে। এবং একটা নতুনত্ব আছে এদের থিমে। বেশ লাগল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সন্ধ্যা বেলায় কালীপুজোয় গিয়ে বেশ ভালোই সময় অতিবাহিত করেছিলেন দেখছি। কালী পুজোয় কাটানো আপনার এই সুন্দর মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি কালী পূজা থেকে। সব মিলিয়ে আপনার আজকের পোস্ট ভালোই উপভোগ করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit