বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও বেশ ভালো আছি। |
---|
কিছুদিন আগে আমি এবং আমার এক বান্ধবী ওয়েস্টসাইড শপিংমলে শপিং করার জন্য গেছিলাম। তাই নিয়ে তোমাদের সাথে পূর্বে একটি ব্লগ শেয়ার করেছিলাম। সেই ব্লগে শপিং করা রিলেটেড সবগুলো বিষয় শেয়ার করা সম্ভব হয়নি সেইদিন । তাই বাকি যে বিষয়গুলো শেয়ার করা বাদ ছিল তা আজকের ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। যদিও খুব বেশি বিষয় আর বাকি ছিল না শেয়ার করার। যাই হোক তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক।
এই শপিং মলটির নিচতলায় থাকার সময় আমার বেশ দারুণ একটি জিনিস দেখার সুযোগ হয় তা হল বিভিন্ন ধরনের পারফিউম। এখানে অনেক প্রকারের পারফিউম ছিল এবং পারফিউম টেস্টারও দেওয়া ছিল। যার ফলে প্রথমে ঘ্রাণ শুকে নিজের পছন্দমত পারফিউম কেনার সুযোগ ছিল। অন্যান্য শপিংমলগুলোতে এই জিনিসটা এখন কম দেখি। এখান থেকে পারফিউম দেখার পর আমার বেশ পছন্দ হয়েছিল একটি পারফিউম। যেটি পছন্দ হয়েছিল তার দাম মোটামুটি ১৪০০ টাকার মত ছিল। পারফিউমটি অনেক বেশি পছন্দ হওয়ার কারণে আমি আমার নিজের জন্য সেটি নিয়েছিলাম । অনেকদিন ধরেই আমি একটা ভালো পারফিউম খুঁজছিলাম যা আমি এখানে গিয়েই পেয়েছিলাম।
পারফিউম কেনা শেষ করে উপর তলায় গিয়ে আমি আমার জন্য জিন্সের প্যান্ট এবং জামা দেখি। বেশ কয়েকটি পছন্দ হয় কিন্তু দামের সাথে পেরে উঠছিলাম না। দাম অনেকটাই বেশি ছিল এই জন্য সেই মুহূর্তে ডিসিশন নিতে পারছিলাম না, এখান থেকে নেব কি নেব না তাই নিয়ে। যাই হোক, এর পর নিজের জন্য নতুন নতুন কালেকশনের জুতোও দেখেছিলাম যা দেখে বেশ পছন্দ হয়েছিল আমার । এই কালেকশনগুলো দুর্গা পুজোর আগে পর্যন্ত এইখানে থাকবে তাই এগুলো পরে এসে কিনব বলে ঠিক করি। এই দিন আমার বান্ধবী তার জন্য একটি ড্রেস নিয়েছিল। সে যে ড্রেসটি নিয়েছিল তার দাম ৯৯৯ টাকা ছিল।
আমাদের এই অল্প পরিসরের কেনাকাটা সম্পন্ন হওয়ার পরে আমাদের এই শপিং মলের মধ্যে থাকতে খুবই ভালো লাগছিল। আমাদের মনে হচ্ছিল ফাইভ স্টার কোন হোটেলে চলে এসেছি। সবকিছু মিলিয়ে এর ভিতরে পরিবেশটা এত সুন্দর ছিল, এর ভিতর থেকে বের হতে ইচ্ছা করছিল না আমাদের। তবে ইচ্ছা না করলেও অন্য কোন উপায় ছিল না, শপিং করা শেষে সেখান থেকে বের তো আমাদের হতেই হবে। শপিং করা পুরোপুরি শেষ করার পরে আমরা সেখানে আর ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় ছিলাম। পরে শপিং মল থেকে বের হয়ে যে যার মত করে বাড়ি চলে আসি সেই দিন।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বারাসাত , নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়েস্টসাইড শপিংমলটা বেশ ভালোই দেখাচ্ছে।
পারফিউম টেস্টার আমাদের এদিকেও তেমন দেখা যায় না, যাইহোক আপনার পারফিউম পছন্দ হয়েছে এটাই বড় বিষয়। আমিও নিজের জন্য কোন কিছু কিনতে গিয়ে দামের জন্য মাঝে মাঝেই কনফিউজড হয়ে পরি। সবমিলিয়ে আপনার কেনাকাটার অনুভূতি ভালো লেগেছে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পারফিউম টেস্টার না থাকলে মনের মত করে পারফিউম কেনা যায় না ভাই। যাইহোক সবকিছু মিলিয়ে আমার শেয়ার করা এই ব্লগটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শপিং মল টির ভেতরের পরিবেশটা আসলেই অনেক সুন্দর ভাই। পারফিউম টেস্টার থাকার ফলে আপনি আপনার নিজের পছন্দমত একটি পারফিউম কিনে নিতে পারলেন। আর আপনার বান্ধবীর কেনা ড্রেসটিও নিশ্চয়ই অনেক সুন্দর ছিল। দুজন মিলে মনে হচ্ছে বেশ ভালই সময় কাটিয়ে ছিলেন সেদিন। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দিদি, আমার বান্ধবী যে ড্রেসটা কিনেছিল সেটা বেশ সুন্দর ছিল আর বেশ ভালোই সময় কাটিয়েছিলাম আমরা এই শপিং মলটিতে শপিং করতে গিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit