নমস্কার সবাইকে,
বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। আজকের লেখালেখির জন্য আমাদের কমন একটা প্রবলেম কে তুলে ধরেছি। আমরা মানুষ জাতি সৃষ্টির সেরা জীব হলেও সব থেকে প্রবলেম আমাদের চিন্তাভাবনার মধ্যেই দেখা যায়। অন্য সব প্রাণীর থেকে আমরা চিন্তা ভাবনা বেশি করতে পারি তাই আমাদের জীবনটা কমপ্লেক্সে ভরে উঠেছে।
সময়ের বিবর্তনে আমাদের চিন্তার পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে। আদিমকালে মানুষের সমস্যা ছিল শুধু খেয়ে পরে বেঁচে থাকা কিন্তু আমাদের বর্তমানে মানুষদের সমস্যা খেয়ে পরে বেঁচে থাকার পর থেকেই শুরু হয়। পেট ভরে যাওয়ার পর মানুষ কি করবে, সেটাই বুঝে উঠতে পারে না আর তার ফলেই সমাজ আরো বেশি সমস্যার দেখা যায়। দুশ্চিন্তাগ্রস্ত রোগে এখন কোটি কোটি লোককে ভুগতে দেখা যায়। অতীতে হয়তো এই সংখ্যাটা একদমই কম ছিল তবে এখন তা লিমিট ক্রস করে গেছে।
আমরা বর্তমান সময়টাকে নষ্ট করি অতীতের কোন বিষয়কে নিয়ে চিন্তা করে অথবা ভবিষ্যতে কি হবে সেই ভয় পেয়ে। কিন্তু আমরা না অতীতের কোন কিছু আমরা বদলাতে পারি, না ভবিষ্যতের কোন কিছু আমরা ঠিক করতে পারি, তাই আমাদের উচিত কিন্তু বর্তমান নিয়ে থাকা। বর্তমান নিয়ে থাকলে আমাদের সময়টা সুন্দরভাবে কাটানো সম্ভব হয়। তবে আমরা অতীত আর ভবিষ্যতের চক্করে ফেঁসে গেলে আমাদের সময়টাই বরবাদ হবে। এই বিষয়টা বুঝতে পারলে আমাদের জীবন অনেকটাই সহজ এবং সরল হয়ে যায়। তবে আমরা অধিকাংশ মানুষই এই ব্যাপারটা বুঝতে পারি না, এই কারণে অতীত এবং ভবিষ্যতের ফাঁদে পড়ে আমাদের সময়টাকে খারাপ করে ফেলি।
আসলে বর্তমান সময়ের উপর গুরুত্ব দেওয়া উচিত আমাদের। বর্তমান সময়ে আমাদের কোন সমস্যা থাকলে তার সমাধান করা উচিত, বর্তমান সময়টাকে এনজয় করা উচিত, নিজের কাজ করা উচিত। সবাইকে নিয়ে সুন্দর করে এই বর্তমানে বেঁচে থাকা যায়। অতীতের মায়াজাল আর ভবিষ্যতের ভয় থেকে বেরিয়ে না আসতে পারলে আমাদের জীবনটা সুন্দরী হবে না। তাই আমাদের সবসময় উচিত বর্তমান কে প্রাধান্য দেওয়া এবং বর্তমান সময়টাকে সুন্দর করে ব্যবহার করে নিজেদের জীবনকে সুন্দর করে তোলা।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া সময় যতই যাচ্ছে আমাদের চিন্তাভাবনার পরিসর তত বৃদ্ধি পাচ্ছে। অতীত এবং বর্তমান নিয়ে ভবিষ্যৎ। তবে অতীত এবং বর্তমানকে পিছনে ফেলে সামনের দিকে কিভাবে সফল হওয়া যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। খুবই সুন্দর সুন্দর কথা আপনি উল্লেখ করেছেন ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতীত বা ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানকে নিয়ে ভাবাই সবথেকে ভালো। তুমি খুব সুন্দর ভাবে সেই বিষয়টি তুলে এনে ব্যাখ্যা করলে। কিন্তু আমরা সব সময় আগে পরে নিয়ে ভেবে বর্তমানকে গুলিয়ে ফেলি। রাজশাহী থেকেই যত সমস্যার শুরু হয়। যদি বর্তমানকে নিয়ে ভেবে পথ হাঁটা যায় তবে অত চিন্তা মাথার মধ্যে ভিড় করে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, বর্তমান নিয়ে বেশি চিন্তা করা উচিত আমাদের সবার। আসলে আমরা সময় নষ্ট করে থাকি এগুলোর মধ্য দিয়ে। এত সুন্দর একটা টপিক তুলে ধরে পোস্টটা লিখেছেন দেখেই অনেক ভালো লাগলো। খুব সুন্দর ছিল আপনার লেখা আজকের পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাধারণত আমরা অতীত নিয়ে চিন্তা করে মন খারাপ করি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে চিন্তিত হয়। কিন্তু আমরা না পারব ভবিষ্যৎ জানতে আর না পারব অতীত পরিবর্তন করতে। এইজন্যই এই দুইটার কথা চিন্তা বাদ দিয়ে আমাদের উচিত বতর্মানে ভালোভাবে বেঁচে থাকা। বতর্মান কে সুন্দর করার জন্য কাজ করা। বেশ দারুণ লিখেছেন আপনি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। অতীত নিয়ে চিন্তা করলে অযথাই সময় নষ্ট হয়। তাছাড়া ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি প্ল্যানিং করলেও সময় নষ্ট হয়। তাই বর্তমানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit