নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে আজ আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো। আসলে ঘটনাটা একটা চুরির ঘটনা তবে এই চুরির ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদের প্রতি একটা করুনা জন্ম নিয়েছিলাম আমার। সেই সম্পর্কে কিছু কথা শেয়ার করবো। আসলে আমাদের সমাজে মানুষ বিভিন্ন অন্যায় মূলক কাজ করে থাকে। সেসবের মধ্যে চুরি-ডাকাতি অন্যতম আর চুরিও অনেক ধরনের দেখা যায়। সমাজে যারা উঁচু শ্রেণীর বড় চোর থাকে। যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বা মানুষের ক্ষতি করে থাকে অন্যায় পথে চুরি করে তাদের গলার আওয়াজ কিন্তু অনেক উঁচু থাকে।
তবে যেসব ছিঁচকে চোর রয়েছে যারা ছোট ছোট চুরি যেমন মোবাইল চুরি কারও টাকা চুরি ঘরের জিনিসপত্র চুরি বা অন্যান্য ছোটখাটো ছুটির সাথে যুক্ত থাকে ।তারা যখন পাবলিকের কাছে ধরা খায় তাদের জীবনের শেষ দিন তারা দেখে ছাড়ে। আর মানুষ যে কতটা ফ্রাস্টেড থাকে সেইসব চোর পেটানো দেখলেই আসলে সেটা বোঝা যায়। আজ চোখের সামনে এরকম দুইজন চোরকে পেটাতে দেখলাম যা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। আসলে মানুষ চুরি করে নিজের পেটের দায়ে। আলটিমেটলি সেইসব চুরি করে সেটাতে টাকা ইনকাম করা এবং তাই দিয়ে তাদের নিজেদের প্রয়োজন মেটানোর কাজ করে থাকে। তবে চুরি করা অবশ্যই একটা অন্যায় মূলক কাজ।
যাইহোক,আজকের যে দুজন চোরের কথা বলছি তারা বাড়ির গ্রিল চুরি করছিল। ছোট গ্রিল সেই গ্রিল বিক্রি করে হয়তো তারা চার পাঁচশত টাকাই পেতে পারে। তার বেশি হবে না তবে এই গ্রিল চুরি করে যাওয়ার সময় ধরা খেয়ে তারা যে মারটা খেয়েছে সেটা দেখলে যে কারোরই খারাপ লাগবে। প্রায় আধমরা করে ফেলেছে পাবলিকে তাদের মেরে। আজ সন্ধ্যার সময় এই ঘটনাটা ঘটেছে। আমি এবং দাদা একটু বাইরে গেছিলাম হঠাৎ করে দেখি মানুষের ভিড়। তারপর দেখলাম সেই চোর দুটোকে একসাথে পিটাচ্ছে। আশেপাশের লোকজনের মাধ্যমে পুরো বিষয়টাই জানতে পারলাম। কি ঘটনা ঘটেছে তবে তাদের কান্না এবং চিৎকার দেখে মনে হচ্ছিল তাদের মারের হাত থেকে রক্ষা করি। কিন্তু সিচুয়েশন যা ছিলো একটা আওয়াজ করার সুযোগ ছিল না। জাস্ট দেখলাম মনটা খারাপ হলো তারপর বাড়িতে চলে আসলাম। আর বসে বসে এই বিষয় নিয়ে ভাবছিলাম।
একটা মানুষ একটা মানুষকে কিভাবে এভাবে মারতে পারে। অবশ্যই চুরি খারাপ কাজ এই কাজে অন্যের ক্ষতিও হয়ে থাকে। তবে আইন আছে আদালত আছে তাদেরকে সেখানেও দেয়া যেতে পারে। কিন্তু সেটা না করে যদি পাবলিক তার ফ্রাস্টেশন এই চোরদের উপর এইভাবে দেয়। তাহলে খুবই খারাপ লাগে তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় চুরি করার দায়ে অথবা চুরি করেছে এরকম শোনা গেছে তারপরে পাবলিক জড়ো হয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে। এসব ঘটনা যখনই ভাবা হয় অনেকটাই খারাপ লাগে। চোরদের দেখেও যে মায়া হচ্ছিল আর নিজের ভিতর যে খারাপ লাগা কাজ করছিলো সেই কথাগুলোই আজকের ব্লগে শেয়ার করার চেষ্টা করলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়। কেউ চুরি করতে গিয়ে ধরা পড়লে পাবলিক তাদেরকে ইচ্ছেমতো মারধর করে। কিন্তু তাদেরকে এতো মারধর না করে,পুলিশের কাছে তুলে দেওয়াটা উত্তম বলে আমি মনে করি। যারা সমাজের শিক্ষিত চোর,তারা তো কলমের খোঁচা মেরে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাদেরকে তো পাবলিক কিছু বলতে পারে না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও এই শুভ কামনা করি সবার জন্য ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit