নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে অনেক বছর পর চালতা খাওয়া নিয়ে কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই জানো যে আমি বর্তমানে বাংলাদেশ ভ্রমণে আছি। আর নতুন নতুন অভিজ্ঞতা নিচ্ছি এখানে এসে। আসলে প্রত্যেক বছর শীতের সময় আমি বাংলাদেশের গ্রামে ঘুরতে আসি। এই সময় বাংলাদেশে এক আলাদা প্রকৃতি দেখা যায়। সেই কারণেই মূলত প্রত্যেকবার আসা হয়। আসলে এখানে আমার রিলেটিভসটা রয়েছে তাই তাদের সাথে দেখাও হয়ে যায় আর এইখানকার গ্রামও ঘোরা হয়ে যায়। এখানে ঘুরতে এসে যে অভিজ্ঞতা হয়েছে তার কিছু কিছু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি।
আজ প্রায় ১০ বছর পর চালতা মাখা খেয়ে কি অভিজ্ঞতা হয়েছিল সেটাই শেয়ার করবো। আসলে লাস্ট যখন চালতা মাখা আমি খেয়েছি তখন আমি গ্রামেই থাকতাম। তারপর থেকে যখন শহরে বসবাস শুরু করেছি আর চালতা মাখা কোনদিন খাওয়ার সুযোগ হয়নি। আমাদের কলকাতাতে চালতা ভালোই পাওয়া যায়। তবে আমরা চালতা আচার খেয়ে থাকি যেগুলো রেডিমেড পাওয়া যায়। তবে কাঁচা চালটা কেটে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খাওয়ার একটা যে আলাদা মজা রয়েছে সেই অভিজ্ঞতা এতদিন পাওয়ার সুযোগ হয়নি। এবার আমি যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে চালতা গাছ দেখতে পেয়েছিলাম। এগুলো দেখে আমার বেশ খাওয়ার ইচ্ছা হয়।
তাই গতকাল দুপুরে গাছ থেকে দুটো চালতা পেড়ে আর আমার এক দূর সম্পর্কের পিসিকে এই চালতা গুলো কেটে মাখিয়ে দেওয়ার জন্য বলি। সেও খুব সুন্দর করে চালতা মাখিয়ে দেয়। অনেক বছর পর এই চালতা খেয়ে মনে হচ্ছিলো অমৃতের স্বাদ নিচ্ছি। আসলে এই চালতার কদর কিন্তু খুব বেশি একটা করা হয় না। চালতার আচার হিসেবে অনেক জায়গায় খাওয়া হলেও এই চালতা যে কাঁচা মাখিয়ে খেলেও কতটা সুন্দর লাগে মানুষ অনেকেই জানে না। যাইহোক, আমি অনেকটাই খেয়েছিলাম এগুলো খাওয়ার পর দাঁতে একটা শিরশির ভাব লাগে যদিও। টক খেলে সাধারণত এই ব্যাপারটা হয়ই। অন্যান্য অনেক ফলের ক্ষেত্রেও সেটা দেখা যায়। এই চালতা খেতে একটু টক টক এই জন্য এর টেস্টটা অনেক বেশি। এটাকে কাঁচা লঙ্কা হালকা চিনি দিয়ে এবং কাসুন্দি দিয়ে মাখালে অসাধারণ লাগে। যাইহোক, অনেকটা মজা করে খেয়েছিলাম এগুলো। চালতা মাখানোর পর এগুলো পরিবেশন করা হয়েছিল কলা পাতা করে সেগুলোই খেতে আরও বেশি ভালো লাগে। যাইহোক,এতোটুকুই আজকের ব্লগে শেয়ার করা ছিল।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া গ্রামে গিয়ে তো বেশ মজা করি চালতা মাখা খেয়েছেন দেখছি। দশ বছর আগে যখন গ্রামে ছিলেন তখন খেয়েছেন আবার দশ বছর পর খাচ্ছেন বিষয়টা সত্যি আশ্চর্যজনক। আপনার চালতা মাখার ফটোগ্রাফি গুলো দেখে আমারই জিভে জল চলে আসছে। দীর্ঘদিন পর গ্রামে গিয়ে আপনার পিসিকে দিয়ে খুব মজাদার ভাবে চালতা মাখিয়ে খেয়েছেন। আপনার অনুভূতি জানতে পেরে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালতা মাখা আমার অনেক দিন খাওয়া হয় না। তবে আপনি দশ বছর পর খেয়েছেন এটা শুনে খুবই অবাক হলাম। এই ধরনের খাবারগুলো খেতে কি যে সুস্বাদু লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই তো আমার লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালতা মাখা দেখেই তো খেতে ইচ্ছে করছে। আসলে গ্রামে গেলে এই ধরনের আয়োজনগুলো অনেক দেখা যায়। সবাই মিলে একসাথে এভাবে খাওয়া দাওয়া করতে অনেক বেশি ভালো লাগে। দারুন একটি পোস্ট আপনি উপস্থাপন করেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের দুপুরে টক জাতীয় ফল মেখে খাওয়ার মনে অন্যরকম একটা আনন্দ রয়েছে। বেশ দারুণ লাগল আপনার পোস্ট টা। দশ বছর প্রায় অনেক টা সময় পরে আবার চালতা মাখা খাওয়ার সেই স্বাদ টা পেলেন। দারুণ লাগল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালতা মাখা আমি ছোটবেলায় খেয়েছিলাম। আসলে টক জাতীয় খাবারগুলো খেলে দাঁত শিরশির করে বলে,আমি অনেকটা এড়িয়ে চলার চেষ্টা করি। যাইহোক বাংলাদেশে এসে চালতা মাখা খেয়েছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit