কিছুটা শহর, কিছুটা গ্রাম (এলোমেলো কিছু ফটোগ্রাফি)

in hive-129948 •  2 years ago 

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

অনেকদিন পর আজ তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করতে যাচ্ছি। শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে কিছু ফটোগ্রাফি গ্রাম থেকে তোলা এবং কিছু ফটোগ্রাফি শহর থেকে তোলা। গ্রাম এবং শহরের দুটি ভিন্নরূপে দেখা যায় সব সময়। গ্রামে যেমন রয়েছে প্রকৃতির এক শান্তির ছোঁয়া অন্যদিকে শহরে রয়েছে ভিন্ন ধরনের গাড়ি, সুউচ্চ বিল্ডিং ও ব্যস্ত মানুষের চলাচল। ভালোভাবে বাঁচার তাগিদেই মানুষ গ্রাম থেকে শহরের দিকে চলে আসে। সময়ের সাথে সাথে জীবনের সবকিছুর পরিপূর্ণতা শহরে পাওয়া যায় কিন্তু শান্তির কিছুটা কমতি কেমন জানি থেকেই যায় সেখানে যা একমাত্র গ্রাম থেকে পাওয়া যেতে পারে।


🏡কিছুটা গ্রাম 🏡

কিছুদিন আগে গ্রামীন প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমি তুলেছিলাম যখন আমি আমাদের পরিচিত এক গুরুদেবের আশ্রমে গেছিলাম অশোকনগরে। কয়েকদিন আগের একটি ব্লগে আমি সে সম্পর্ক তোমাদের সাথে শেয়ার করেছি যদিও। গুরুদেবের আশ্রমের আশেপাশের জায়গা গুলো ছিল অত্যন্ত সুন্দর। গ্রামীন প্রকৃতি আমি এমনিতেই খুব ভালোবাসি। সেখানে গিয়ে গ্রামীন প্রকৃতির স্পর্শ পেয়ে আমার খুবই ভালো লেগেছিল। গ্রামীণ প্রকৃতি দেখতে দেখতে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলোই নিচে শেয়ার করলাম।

20230104_135249.jpg
কচি কাঁঠাল দেখা যাচ্ছে এই ফটোগ্রাফিটিতে। যদিও এইগুলো খাওয়ার উপযোগী হতে অনেকটা সময়ের দরকার পড়বে।

20230104_135624.jpg

সামনে সরিষা ক্ষেত এবং তার পাশে রয়েছে নারকেল, সুপারি সহ বিভিন্ন গাছের সমারোহ।

20230104_135630.jpg

20230104_135614.jpg
হলুদ সুন্দর সরিষার ফুল

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: কাকপুল, অশোকনগর, পশ্চিমবঙ্গ।



🏙কিছুটা শহর 🏙

এটা আমাদের চেনা শহর কলকাতা। কয়েকদিন আগে আমি গেছিলাম বিশেষ একটি কাজে নীলরতন সরকার হসপিটালে। যদিও এটি এনআরএস মেডিক্যাল কলেজ নামে পরিচিত সবার কাছে। শিয়ালদা স্টেশন থেকে নেমেই তিন মিনিট পায়ে হেঁটে যেতে লাগে এই হসপিটালের সামনে। সেইখানের কাজগুলো শেষ করে তার পাশের একটি ফুট ওভারব্রিজের উপর উঠেছিলাম কলকাতা শহরকে দেখার জন্য। উপরে উঠেই চেনা শহরের এই ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম। একটু দূর থেকে শহর দেখতে ভালো লাগে । সত্যি কথা বলতে গেলে খুব কাছে থেকে আমার শহর তেমন একটা ভালো লাগেনা।

20230106_164118.jpg

ব্যস্ত মানুষজন এবং ব্যস্ত নানা ধরনের গাড়ি দূর থেকে দাড়িয়ে দেখতে বেশ ভালই লাগছিল

20230106_164125.jpg

সূর্য ডুবে যাওয়ার কিছুটা আগে তোলা হয়েছিল এই ফটোগ্রাফি টি। শহরের বুকে কিছুটা অন্ধকার নেমে আসছে সেটা বোঝা যাচ্ছে এই ফটোগ্রাফিটিতে

20230106_164137.jpg
কিছুটা দূর থেকে তোলা এনআরএস মেডিক্যাল কলেজ

20230106_164129.jpg

ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: শিয়ালদহ,পশ্চিমবঙ্গ।

আজকের ব্লগে এতোটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🏡 🏡 ধন্যবাদ সবাইকে 🏙 🏙

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ। গ্রামের এই অপরুপ সৌন্দর্যে দেখে মনটা একেবারে মুগ্ধ হয়ে গেল 🌼।
আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলোও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

গ্রামের অপরুপ সৌন্দর্য দেখলে সবাই মুগ্ধ হয়ে যায় ভাই।

গ্রাম এবং শহর দুটির ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরেছেন আপনার আজকের ফটোগ্রাফির মাধ্যমে। গ্রাম্য পরিবেশে এত সুন্দর সবুজে ঘেরা সবকিছু। চারদিক যেন সুরভিত মনে হচ্ছে। কিন্তু শহরাঞ্চলে শুধুমাত্র যানবাহন, ব্যস্ত মানুষজন দেখা যাচ্ছে। ব্যস্ত শহর, ব্যস্ত নগরী। সব মিলিয়ে দুটো পরিবেশ আলাদাভাবে বুঝিয়ে দিল।

গ্রাম এবং শহর নিয়ে খুবই সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনি দুইটা দিক একসাথে ফোকাস করে ব্লগ তৈরি করেছেন। গ্রামীণ পরিবেশ দেখলে মনটা ভালো হয়ে যায়। সবুজে শ্যামলে ভরা গ্রাম । আর অন্যদিকে ধুলোবালি মাখা যানজট এ ঘেরা শহর। চারিপাশে যেন যানবাহনের কালো ধোয়া আর উঁচু উঁচু সব দালানকোঠা। আপনি দুইটা দিক একসাথে নিয়ে ফটোগ্রাফি তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য।

আমার শেয়ার করা গ্রাম এবং শহরের ফটোগ্রাফি গুলো নিয়ে আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।