নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই ভালো আছো। আমিও ভালো আছি। |
---|
আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে আমাদের কমিউনিটির উদ্দেশ্যে তৈরি করা একটি কয়েন, পুশ কয়েন নিয়ে আলোচনা করবো। আসলে বর্তমানে আমাদের প্রত্যেকেই এই পুশ কয়েন সম্পর্কে জানে। এই কয়েনটি আমাদের জন্যই আমাদের প্রিয় দাদা তৈরি করেছে। দাদার প্রত্যেকটি কাজই সাধারনত আমাদের জন্য হয়ে থাকে। দাদা সব সময় চায় আমরা আনন্দের সাথে আমাদের কাজগুলো যেন করি। আমাদের কমিউনিটি যখন তৈরি করা হয়েছিল দাদার তখনও এই উদ্দেশ্য ছিল। আর তারপর যখন এই আমাদের কমিউনিটি কেন্দ্রিক পুশ কয়েনটি তৈরি করা হয়েছে তখনও একই উদ্দেশ্য। দাদার এই মহৎ উদ্দেশ্যকে সফল করার দায়িত্ব কিন্তু আমাদেরই। যেহেতু আমাদের জন্যই তৈরি করা তাই এটা আমাদের অনেক গুরুত্বের সাথে নেওয়া উচিত।
অনেকেই হয়তো তোমরা পুশ করেন কিনেছো। আবার অনেকে এখনো রয়েছো যারা পুশ কয়েন কেননি বা এটা কিনতে দ্বিধার মধ্যে রয়েছ। তবে দ্বিধা থেকে বেরিয়ে এসে এখনো সময় আছে এই পুশ কয়েন ইনভেস্ট করার জন্য। আমি প্রথম দিন পুশ কয়েন ইনভেস্ট করার সুযোগ পাইনি। যদি প্রথম দিন থেকেই জানতাম এই পুশ কয়েন সম্পর্কে তবে প্রথম অবস্থায় এই কয়েন সম্পর্কে আমি বুঝতে না পারায় প্রথম সুযোগটা মিস করে ফেলেছি। তবে দাম অনেকটা বেড়ে যাওয়ার পরে আমি কিনেছি। কারণ এখন দাম বাড়ে থাকলে ভবিষ্যতে আরও বাড়বে এই বিষয়ে কোন সন্দেহ নেই। আর আমি পুশ কয়েন কেনার জন্য আমার যত স্টিম ছিল সেগুলো টিআরএক্সে কনভার্ট করে এই পুশ কয়েন কিনেছি।
আসলে পুশ কয়েন কেনার জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না প্রথমে। সেজন্য প্রথম দিকে মিস করে ফেলেছিলাম। তবে বিভিন্নভাবে টাকার ব্যবস্থা না করতে পারলেও নিজের জমানো যে স্টিমগুলো ছিল সেগুলো দিয়েই এই পুশ কয়েন কিনে, পুশ কয়েনের প্রতি আমার ভরসা স্থাপন করেছি। কারণ আমি জানি দাদার এই প্রজেক্ট অবশ্যই সফল হবে। কারণ দাদার প্রতিটা প্রজেক্টের পিছনেই মহৎ উদ্দেশ্য থাকে যা আমাদের উদ্দেশ্যে হয়ে থাকে। এমতা অবস্থায় আমি যতগুলো পুশ কয়েন কিনেছি, পুরোটাকেই আমি হোল্ড করতে চাই। আসলে এই কয়েন হোল্ড করে রাখাই আমাদের জন্য উত্তম হবে। কারণ শুরুর পর্যায়ে রয়েছে এই কয়েনের যাত্রা। এই কয়েন যখন আস্তে আস্তে গ্রোথ করবে এর সাথে আমাদেরও গ্রোথ হবে। অর্থাৎ আমরা যে পরিমাণ ইনভেস্ট এখানে করবো। তার থেকে অনেক গুণ আমরা এখানে লাভ নিতে পারি। আমাদের কমিউনিটির অনেকেই রয়েছে যারা এখান থেকে অনেকটা লাভ করেছে। কিন্তু তারপরেও তারা এগুলো হোল্ড করে রেখেছে। কারণ এর ভবিষ্যৎ উজ্জ্বলই এই বিষয়ে কারও দ্বিমত নেই।
আমার ভবিষ্যৎ পরিকল্পনাও এখন এই কয়েনটা আমি হোল্ড করে রাখতে চাই যতদিন পারবো ততোদিন। বর্তমানে আর্থিক দিক থেকে পকেটে টাকা কম থাকলেও এই পুশ কয়েন বিক্রি করার আমার কোন ইচ্ছা নেই। কোন না কোন ভাবে আর্থিক সমস্যাটা একটু ম্যানেজ করার চেষ্টা করবো। তবে পুশ কয়েনের প্রতি যে আমার ভরসা রয়েছে। সেই নিয়ে কোন সন্দেহ নেই। আমরা আমাদের এই পুশ কয়েনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। সবার সহযোগিতা থাকলে এই পুশ কয়েন একদিন অনেক উপরে উঠে থাকবে। আমাদের কমিউনিটির একতা সবার মধ্যেই রয়েছে। এই একতা পুশ কয়েনের ক্ষেত্রেও আমাদের দেখাতে হবে। এতটুকুই শেয়ার করার ছিল তোমাদের সাথে। আমি এইখানে আমার ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করলাম। তোমরাও তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে পারো।
পোস্ট বিবরণ
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত , ওয়েস্ট বেঙ্গল। |
লোগো এবং ইমেজ ক্রেডিট | rme দাদা এবং এডমিন-মডারেটর প্যানেল "আমার বাংলা ব্লগ" । |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আপনার মত চিন্তা করেছি যে পুশ কয়েন অনেকদিন হোল্ড করে রাখবো।আর যদি সামর্থ্য হয় তাহলে আরো কিছু পুশ কয়েন কিনব।পুশ কয়েন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে পেরে খুবই ভালো লাগলো।ধন্যবাদ জানাচ্ছি লেখাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো চিন্তা করেছেন ভাই আপনি। এটা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে $puss কয়েন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বেশ দারুন ভাবে পোস্ট লিখেছেন। আসলে প্রত্যেকটা ইউজারের $puss কয়েন কে ঘিরে ভবিষ্যৎ একটা পরিকল্পনা রয়েছে। আসলে ভাই আপনার মত আমিও প্রথম দিন পুষ করেন কিনেছিলাম না কিন্তু বিষয়টা অবগত ছিলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ভুলটা আমরা কমবেশি অনেকেই করেছি ভাই। যাই হোক, সেই ভুলের তো আর সংশোধন হবে না, তবে এখনো সময় আছে, এখনো $PUSS কয়েন কিনে রাখলে সামনে ভালো দিন আসতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা $PUSS নিয়ে আপনার পরিকল্পনা দারুন কারণ আপনি এই কয়েন হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সবার উচিত হবে $PUSS কয়েন হোল্ড করে রাখা। তাহলেই আমাদের সবার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই, আমাদের সবারই উচিত এই কয়েন হোল্ড করে রাখা। এটা সত্যিই আমাদের ভবিষ্যতকে আরো উজ্জ্বল করে তুলবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সকলের উচিত পুশ কয়েন কে হোল্ড করা। পুশ কয়েন নিয়ে আমরা সকলেই আশাবাদী। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন ভাই, এই $puss নিয়ে আমরা সবাই আসলে অনেক আশাবাদী। যাইহোক, আমার এই লেখাগুলো পড়ে আপনার যে ভীষণ ভালো লেগেছে তা জেনে আমি অনেক খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit