কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
বাংলাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি?
ক) সুন্দরবন
খ) আমাজন রেইনফরেস্ট
গ) বোর্নিও জঙ্গল
ঘ) কঙ্গো বেসিনবাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক হ্রদের নাম কি?
ক) কাপ্তাই হ্রদ
খ) কক্সবাজার সমুদ্র সৈকত
গ) রাঙ্গামাটি লেক
ঘ) লালবাগ ফোর্ট লেকনিচের কোনটি বাংলাদেশে পাওয়া বন্যপ্রাণী প্রজাতি নয়?
ক) রয়েল বেঙ্গল টাইগার
খ) এশিয়ান হাতি
গ) ভারতীয় গন্ডার
ঘ) আফ্রিকান সিংহবাংলাদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের নাম কি?
ক) ওয়াইকিকি সমুদ্র সৈকত
খ) বন্ডি সৈকত
গ) কোপাকাবানা সমুদ্র সৈকত
ঘ) কক্সবাজার সমুদ্র সৈকতবাংলাদেশের কোন নদী ঘন ঘন বন্যার কারণে "বাংলার দুঃখ" নামে পরিচিত?
ক) ব্রহ্মপুত্র নদ
খ) গঙ্গা নদী
গ) মেঘনা নদী
ঘ) যমুনা নদীবাংলাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম কি?
ক) মাধবকুণ্ড জলপ্রপাত
খ) বগা লেক জলপ্রপাত
গ) সাঙ্গু জলপ্রপাত
ঘ) মেঘলা জলপ্রপাতবাংলাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদী দ্বীপের নাম কি?
ক) জাভা দ্বীপ
খ) বালি দ্বীপ
গ) সুমাত্রা দ্বীপ
ঘ) মাজুলি দ্বীপনিচের কোনটি বাংলাদেশের একটি জনপ্রিয় পাখি অভয়ারণ্য, যা পরিযায়ী পাখিদের জন্য পরিচিত?
ক) লাউয়াছড়া জাতীয় উদ্যান
খ) নিঝুম দ্বীপ
গ) টাঙ্গুয়ার হাওর
ঘ) হাকালুকি হাওরবাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
ক) K2
খ) এভারেস্ট
গ) কক্সবাজার পাহাড়
ঘ) কেওক্রাডংনিচের কোনটি বাংলাদেশে পাওয়া একটি সাধারণ ফল, যা তার স্বতন্ত্র স্বাদ ও গন্ধের জন্য পরিচিত?
ক) ডুরিয়ান
খ) রাম্বুটান
গ) আম
ঘ) পেঁপে****ধন্যবাদ****