কমিউনিটি STEEM WATCHER আপডেট -০২

in hive-129948 •  2 years ago 

image.png

অবশেষে পুরো সপ্তাহটি জুড়ে কিছু বিজি টাইম পার করার পরে STEEM WATCHER কম্যুনিটির পেন্ডিং কাজসমূহের দ্বিতীয় আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আজ ।

তিনটি আপকামিং কমিউনিটির মধ্যে সর্বপ্রথম STEEM WATCHER নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি । নিম্নে STEEM WATCHER কমিউনিটির কী কী ডিউ কাজ ছিল সেটি লিস্ট আকারে তুলে ধরলাম :

০১. কমিউনিটির অফিসিয়াল লোগো ডিজাইন [কমপ্লিট]
০২. কমিউনিটি শর্ট ডেসক্রিপশন এবং রুলস কমিউনিটির ফ্রন্ট পেজের রাইট সাইড বারে অ্যাড করা [কমপ্লিট]
০৩. কমিউনিটির additional মডারেটর recruitment[কমপ্লিট]
০৪. ডিটেক্টিভ নিয়োগের এপ্লিকেশন যাচাই বাছাইকরণ প্রক্রিয়া শুরু করা [প্রক্রিয়া চলমান]
০৫. ডিটেক্টিভদের সিরিয়ালি ভেরিফিকেশন প্রসেস চালু করা [প্রক্রিয়া চলমান]
০৬. অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে [প্রক্রিয়া চলমান]
০৭. নতুন করে abuse-watcher এর ডিসকোর্ড সার্ভার সাজানো [পেন্ডিং]
০৮. স্টিমিটের টপ লেভেলের কমিউনিটিগুলোতে @abuse-watcher এর এক্টিভ ভাবে কাজ শুরু করা [পেন্ডিং]
কমিউনিটি STEEM WATCHER আপডেট -০২
rme (84)ADMIN✠ Founder 🔯in আমার বাংলা ব্লগ • 7 hours ago

অবশেষে পুরো সপ্তাহটি জুড়ে কিছু বিজি টাইম পার করার পরে STEEM WATCHER কম্যুনিটির পেন্ডিং কাজসমূহের দ্বিতীয় আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আজ ।

তিনটি আপকামিং কমিউনিটির মধ্যে সর্বপ্রথম STEEM WATCHER নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি । নিম্নে STEEM WATCHER কমিউনিটির কী কী ডিউ কাজ ছিল সেটি লিস্ট আকারে তুলে ধরলাম :

০১. কমিউনিটির অফিসিয়াল লোগো ডিজাইন [কমপ্লিট]
০২. কমিউনিটি শর্ট ডেসক্রিপশন এবং রুলস কমিউনিটির ফ্রন্ট পেজের রাইট সাইড বারে অ্যাড করা [কমপ্লিট]
০৩. কমিউনিটির additional মডারেটর recruitment[কমপ্লিট]
০৪. ডিটেক্টিভ নিয়োগের এপ্লিকেশন যাচাই বাছাইকরণ প্রক্রিয়া শুরু করা [প্রক্রিয়া চলমান]
০৫. ডিটেক্টিভদের সিরিয়ালি ভেরিফিকেশন প্রসেস চালু করা [প্রক্রিয়া চলমান]
০৬. অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে [প্রক্রিয়া চলমান]
০৭. নতুন করে abuse-watcher এর ডিসকোর্ড সার্ভার সাজানো [পেন্ডিং]
০৮. স্টিমিটের টপ লেভেলের কমিউনিটিগুলোতে @abuse-watcher এর এক্টিভ ভাবে কাজ শুরু করা [পেন্ডিং]

উপরোক্ত টাস্কগুলোর মধ্যে আমাদের টীম নিম্নলিখিত কার্যক্রম কমপ্লিট করেছে :

০১. কমিউনিটির অফিসিয়াল লোগো ডিজাইন : এই কাজটি আমাদের "আমার বাংলা ব্লগ" -এর সম্মানিত অ্যাডমিন @hafizullah ভাই অবশেষে কমপ্লিট করে দিয়েছেন । কমুনিটির অফিসিয়াল লোগোটি ইতিমধ্যে ডিসকোর্ড সার্ভারে সব ইউজারদের সাথে শেয়ার করা হয়েছে ।

০২. কমিউনিটি শর্ট ডেসক্রিপশন এবং রুলস কমিউনিটির ফ্রন্ট পেজের রাইট সাইড বারে অ্যাড করা : এই কাজটি কমিউনিটির অ্যাডমিন প্যানেল অলরেডি করে ফেলেছেন । নতুন কোনো নিয়মনীতি প্রণয়ন করা হলে সেটিও সঙ্গে সঙ্গে ফ্রন্ট পেজের রাইট সাইড বারে আপডেট করা হবে ।

০৩. কমিউনিটির additional মডারেটর recruitment : এটি একটি চলমান প্রক্রিয়া । কমিউনিটির প্রয়োজনে অ্যাডমিন/মডারেটর নিয়োগ চলমান থাকবে । প্রাথমিক পর্যায়ের আমাদের অ্যাডমিন প্যানেল গঠন করা হয়েছিল গত সপ্তাহে । এ সপ্তাহে অ্যাডমিন প্যানেলে কিছু পরিবর্তন আনা হয়েছে -
০৪ এবং ০৫. ডিটেক্টিভ নিয়োগের এপ্লিকেশন যাচাই বাছাইকরণ প্রক্রিয়া শুরু করা এবং ডিটেক্টিভদের সিরিয়ালি ভেরিফিকেশন প্রসেস চালু করা: এখনো অব্দি ডিটেক্টিভ রিক্রুটমেন্টের ১০০+ এপ্লিকেশন জমা পড়েছে । এবং প্রতিদিনই ১-২ টা করে এপ্লিকেশন জমা পড়ছে । এর মধ্যে প্রথম ১০ জনের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের মধ্যে থেকে যোগ্যতম ব্যক্তিদেরকে ডিটেক্টিভ হিসেবে মান্যতটা প্রদান করা হয়েছে এবং ডিটেক্টিভ রোল এবং ট্যাগ প্রদান করা হয়েছে (স্টিমিট কমিউনিটি এবং ডিসকোর্ড সার্ভার উভয় স্থানে) । এবং এ বিষয়ে একটা পূর্ণ রিপোর্টও প্রকাশ করা হয়েছে কমিউনিটিতে । রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে আবার ১০ জন applicant -কে ভেরিফিকেশন এর জন্য আহ্ববান করা হয়েছে অলরেডি । এই ১০ জনের ভেরিফিকেশন ও তাঁদের মধ্যে থেকে ডিটেক্টিভ নিয়োগের পরে আবার পরবর্তী ১০ জনকে ভেরিফিকেশন এর জন্য আহ্ববান করা হবে । এভাবে এই প্রক্রিয়াটি চলমান থাকবে ।

০৬. অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে : আমি অলরেডি abuse-watcher.com সাইটটি গুগল ব্লগার -এ হোস্ট করেছি । সেই সঙ্গে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখার প্রক্রিয়াটি শুরু করে দিয়েছি । abuser দের এই সকল তথ্য সার্চ করা যাবে এবং দরকার হলে সেখান থেকে সমস্ত তথ্য প্রকাশ করা যাবে । সামনের ১-২ দিনের মধ্যে ডাটা ফীডারদেরকে সার্ভারে এক্সেস দেওয়া হবে abuserder সমস্ত তথ্য আপলোড কাজ শুরু করার জন্য ।

০৭. নতুন করে abuse-watcher এর ডিসকোর্ড সার্ভার সাজানো : আমি ও আমাদের চীফ এক্সেকিউটিভ মডারেটর এবং ডিটেক্টিভ হেড @rex-sumon ও কমুনিটির সমস্ত মডারেটরদের নিয়ে একটা মিটিং করেছি এই ব্যাপারে । বেশ কিছু প্রাইভেসি সিকিউরিটি সংক্রান্ত ডিসকোর্ড সার্ভার সেটিংস এবং ডিজাইন অলরেডী সম্পন্ন করা হয়েছে । বাদবাকি কাজগুলি আশা করছি সামনের রবিবারের মধ্যে সম্পূর্ণ হবে ।

০৮. স্টিমিটের টপ লেভেলের কমিউনিটিগুলোতে @abuse-watcher এর এক্টিভ ভাবে কাজ শুরু করা : এই প্রক্রিয়াটি জাস্ট শুরু হয়েছে, কিন্তু এখনো সেভাবে স্টেপ নেওয়া হয়নি । আগামী রবিবার এই সংক্রান্ত একটা মিটিং কল করা হয়েছে কমিউনিটির সমস্ত মডারেটরদের সাথে । সেই মিটিংয়েই কাজটির একটি রূপরেখা নির্মাণ করা হবে । এই মুহূর্তে একমাত্র STEEM FOR BANGLADESH কমিউনিটিতে @abuse-watcher কে successfully ইন্টিগ্রেট করা হয়েছে । আমাদের পরিকল্পনা আছে এর পর ধীরে ধীরে সমস্ত কমিউনিটিকে @abuse-watcher এর ছাতার তলে আনার ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই পোস্টটি ১০০% কপিরাইট পোস্ট। দয়া করে অন্যের পোস্ট কপি না করে নিচে নতুন পোস্ট তৈরি করুন।

অরজিনাল পোস্ট লিংক https://steemit.com/hive-129948/@rme/5tushw-steem-watcher

Cc: @abuse-watcher @rex-sumon

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://steemit.com/hive-129948/@rme/5tushw-steem-watcher

CC: @abuse-watcher