মা ।। বেচেঁ থাকার প্রতিটা দিনই তোমার জন্য ❤️❤️

in hive-129948 •  6 months ago  (edited)

নমস্কার,,

আজ বিশ্ব মা দিবস। শুরুতেই পৃথিবীর সকল মাকে জানাই আমার প্রণাম এবং ভালোবাসা। সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং দীর্ঘায়ু হোক এমনটাই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে। মাকে ভালোবাসার জন্য হয়তো বিশেষ কোনো দিনের প্রয়োজন কখনোই হয় না। তবুও আমরা আধুনিকতার ছোঁয়ায় যে কোন দিবস নিয়ে একটু বেশি মাতামাতি করে উঠি। আর সে দিক থেকে বলতে গেলে মা দিবস নিয়ে মাতামাতি করলেই ক্ষতিটাই বা কি!!

kite-1666816_1280.jpg

Source

আচ্ছা আমরা যারা পরিবার থেকে দূরে থাকি তারা প্রতিদিন কয়বার মায়ের খোঁজ নেই নিজে থেকে? কয়বার জিজ্ঞাসা করি মা "তোমার শরীর কেমন আছে? তোমার কি মন খারাপ? তোমার কি কোন কিছুর প্রয়োজন?" নাকি উল্টো মা নিজেই আমাদের রোজ এই খোঁজখবর গুলো নিচ্ছেন! অথচ দিবস আসলেই মায়ের সাথে তোলা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি শুরু করে দেই। অনেকটা এমনই হয়েছে এখনকার দিনে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। আমার দেখা এমনও আছে মায়ের সাথে ভালোভাবে কথা অবধি বলে না অনেকে, কিন্তু মা দিবসে মাকে নিয়ে অন্যের লেখা স্ট্যাটাস ঠিকই শেয়ার করছে। এভাবেই হয়তো মায়ের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য গুলো দিন দিন হারিয়ে যাচ্ছে।

আজকে এভাবে লেখার কোন উদ্দেশ্যই আমার ছিল না। সোশ্যাল মিডিয়াতে খুব একটা ঢোকা হয় না আর। বিশেষ কিছু প্রয়োজনে ঢুকেছিলাম একটু। তারপর সবার মা দিবস নিয়ে লেখালেখি গুলো দেখে ভেতরে কেমন একটা যেন বোধ হলো। তাই এভাবে লিখছি।

পৃথিবীর অনেক মেয়ে খারাপ হতে পারে কিন্তু কোন মা কখনো খারাপ হতে পারে না। কি একটা অদ্ভুত ঐশ্বরিক শক্তি আছে ওই মা শব্দটির মাঝে। নিমিষেই ভেতরের সবটা যেন শান্ত করে দেয়। আর আমাদের জীবনে মা এমন একটা মানুষ যাকে কিছু না বলতেই সবটা বুঝে ফেলে। নিজের অভিজ্ঞতা থেকেই এই কথাটা বলছি।

আমার মতে সোশ্যাল মিডিয়াতে লোক দেখানো মায়ের প্রতি ভালোবাসা না দেখিয়ে নিয়মিত মায়ের খোঁজ খবর নেই, তার সাথে ভালো ব্যবহার করি, এটাই মনে হয় সবথেকে বড় সম্মান জানানো হবে মায়ের প্রতি। সমস্ত পৃথিবী আমার পাশ থেকে সরে গেলেও একটা মানুষ হয়তো কখনোই তার মমতার আঁচল আমার মাথার উপর থেকে সরাবে না। তিনি হলেন আমার মা।

মাকে নিয়ে লিখতে গেলে পৃথিবীর সমস্ত কাগজের পৃষ্ঠা হয়তো ফুরিয়ে যাবে। তবুও কোথায় যেন একটু কমতি থেকেই যাবে। উল্টোপাল্টা অনেক কিছুই বলে গেলাম। তবে মন থেকে চাই সব মায়েরা ভালো থাকুক। কোন সন্তানের জন্য এক ফোঁটা অশ্রুও যেন তার চোখে কখনো না আসে। আমরা প্রতিটি সন্তান যেন মায়ের বুক গর্বে ভরিয়ে দিতে পারি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে মা দিবসের শুভেচ্ছা। একদমই ঠিক বলেছেন মেয়ে খারাপ হতে পারে কিন্তু কখনো মা খারাপ হয় না। মা নামটি মধুর মায়ের তুলনা শুধু মা। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে লিমন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

মা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। মা ছাড়া যেন জীবন অন্ধকার। আর মা দিবসে প্রত্যেকটা মা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই দোয়া ও ভালোবাসা রইলো। আপনার কথাগুলো পড়ে খুবই ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

আমার কাছে মনে হয় মা-বাবাকে ভালোবাসার জন্য কোন বিশেষ দিবসের প্রয়োজন হয় না। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে এসব দিবসগুলোতে অতিরিক্ত বাড়াবাড়ি দেখে একদমই ভালো লাগেনা। সোশ্যাল মিডিয়ার লোক গুলোকে কাছ থেকে দেখলে হয়তো দেখা যাবে সারাদিনে তারা মায়ের সঙ্গে কথাই বলেনি। কিন্তু মাকে নিয়ে পোস্ট দিতে ভুলে না। যাই হোক ভাইয়া আপনার লেখাগুলো বেশ ভালো লাগলো।

আজকাল সব কিছুই লোক দেখানো হয়ে গেছে আপু। মন থেকে আর কজন কি করছে তাই! যুগের হওয়ায় তাল দিয়ে চলছে শুধু। যাই হোক অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

খুব সুন্দর বলেছেন ভাই স‍্যোসাল মিডিয়ায় লোক দেখানো মাকে ভালোবাসার স্ট‍্যাটাস দিয়ে লাভ নেই। বছরে এই একদিন যেন সবাই মা অন্ত প্রাণ হয়ে যায়। আর বছরের বাকি দিনগুলো মানুষটার খোঁজ থাকে না। আসলে ভাই মায়ের জন্য কোন আলাদা দিন হয় না। আপনার লেখাটা অনেক সুন্দর ছিল ভাই।

লোক দেখানো এমন অনুভূতি গুলো একদম ভালো লাগে না আমার ভাই। ভালো লাগলো আপনার মন্তব্য। অনেক ভালো থাকবেন ভাই।