এ বছরের রথযাত্রা

in hive-129948 •  4 months ago 

নমস্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলের সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সত্যি বলতে সাম্প্রতিক সময়ে যেভাবে অস্থিরতা বিরাজ করছে দেশের ভেতরে তাতে অন্য সবকিছু ঠিক থাকলেও মানসিক স্বস্তিটা আমি একদম পাচ্ছি না। লাইফের কিছু কিছু সিদ্ধান্ত ভুল নেয়ার জন্য এখনো নিজেকে নিজেই দোষারোপ করে যাচ্ছি। আর দিনশেষে সান্তনা হিসেবে একটা কথাই বলছি যা হচ্ছে তা ভালই হচ্ছে।

IMG20240707185320.jpg

IMG20240707184333.jpg

Location

আজ ছিল উল্টো রথ যাত্রা। সত্যি বলতে এবার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল ঢাকাতে নানান জায়গায় ঘুরে ফিরে রথযাত্রা উৎসব দেখব এবং উপভোগ করব। কিন্তু সারাদেশে যেভাবে আন্দোলন মিছিল সবকিছু শুরু হয়েছে তাতে ঘর থেকে শান্তিতে বের হওয়ার কোন উপায় নেই। তাই উল্টো রথে আজকে আর কোথাও যাওয়া হয়নি। তবে গত সপ্তাহে যখন বাড়িতে ছিলাম তখন রথের আনন্দটা উপভোগ করেছিলাম। সেদিন পোস্ট করা হয়নি তাই ভাবলাম সেই ছবিগুলো দিয়ে আজকে একটা পোস্ট বানিয়ে ফেলি।

IMG20240707142914.jpg

IMG20240707151238.jpg

Location

প্রতিবছর রথযাত্রা যেমন আনন্দ খুশি বয়ে নিয়ে আসে সবার মাঝে এ বছর কিন্তু ঠিক তার উল্টোটাই ঘটেছিল আমাদের বগুড়াতে। একটা অনাকাঙ্খিত ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেক মানুষের প্রাণহানি হয় রথযাত্রার দিন এবং আরো অনেক মানুষ হসপিটালে ভর্তি হন। যদিও এই খবরটা পেয়েছি আমি একদম ঠিক সন্ধ্যেবেলা। আমাদের পাড়ার রথের অনুষ্ঠানটা ততক্ষণে শেষ হয়ে গিয়েছে বেশ ধুমধাম করেই। তবে এমন দুঃখের একটা খবর পাওয়ার সাথে সাথে সবার আনন্দটাই যেন ম্ল্যান হয়ে গিয়েছিল। বলা যায় সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা একদম হতভম্ব হয়ে গিয়েছিল। একটু সচেতনতা আর সাবধানতা অবলম্বন করলে এই বিপদের হাত থেকে অনেকগুলো তাজা প্রাণকে হয়তো বাঁচানো সম্ভব হতো। হয়তো প্রভু জগন্নাথের এমনটাই ইচ্ছে ছিল, তাই হয়েছে। মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় নেই।

বলা যায় অনেকটা বেদনা ভরাক্রান্ত মন নিয়েই আজ পোস্টটা লিখছি। আশা করি দ্রুত সবকিছু আবার আগের মতো সুস্থ ও স্বাভাবিক হয়ে যাবে। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক এমনটা প্রত্যাশা করেই আজ শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রথ যাত্রায় খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে ঢাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে রথের উৎসব আনন্দ করতে পারেনি। আশা করি ভবিষ্যতের দিনগুলোতে মানুষ সুন্দরভাবে রথের আনন্দ উৎসব করবে। অনেকগুলো ফটোগ্রাফি করেছেন সেগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে ধন্যবাদ এমন রথের আনন্দদায়ক একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।