নমস্কার,,
এবারের শীতে কাপছে পুরো বিশ্ব। বিগত সকল বছরের রেকর্ড কে ছাড়িয়ে গেছে শীতের তীব্রতা। আমেরিকা ইউরোপ এবং কানাডার বেশিরভাগ জায়গায় তুষারের স্তূপ জড়ো হয়ে গেছে। প্রায় সবখানে জরুরি অবস্থা পর্যন্ত জারি। যদিও আমাদের দেশে এখনো অতটা খারাপ পরিস্থিতি হয়নি। তবে এবারের শৈত্য প্রবাহটা অন্যান্য কয়েকবারের চাইতে বেশি তীব্র। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিল্লীতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রিতে নেমে এসেছিল। সেদিক থেকে বলা যায় প্রায় পুরো বিশ্বই এবারের শীতে একদম নাজেহাল হয়ে গেছে।
আবহাওয়াবিদ এবং জলবায়ু বিজ্ঞানীরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই পরিবেশ এমন বিরূপ আকার ধারণ করেছে। যত দিন যাবে এর প্রভাব ততই বাড়তে থাকবে। শীতকালে প্রচন্ড ঠান্ডা এবং গরমকালে অত্যধিক গরম অনুভূত হবে। অন্যদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও দিন দিন বেড়ে যাচ্ছে। পরিবেশ বিপর্যয় এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে পরবর্তী কয়েক বছরের ভেতর এটা কতটা ভয়ঙ্কর হতে পারে হয়তো আমরা এখনো কেউ কল্পনাও করতে পারছি না। আধুনিকতার ছোঁয়ায় আমরা সবাই আধুনিক হয়ে উঠছি ঠিকই কিন্তু আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে বিন্দুমাত্র কেউ সচেতন হচ্ছি না। আর যার ফলশ্রুতিতে এই বিপর্যয় নেমে আসছে ক্রমান্বয়ে।
আমাদের সমাজের অনেক উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা শীতকালকে ভীষণ উপভোগ করেন। মুখে এমনটাও বলেন যে শীত টা যেন আরো বেশি হয়। কিন্তু তারা কি কখনো সে সকল মানুষের কথা ভেবেছেন যারা রাস্তার পাশে ছোট বস্তিতে কোন রকমে দিনযাপন করেন! নিম্নবিত্ত এবং সমাজের খেটে খাওয়া মানুষগুলো কতটা ভোগান্তিতে ভোগেন শীতের তীব্রতায়, এই কষ্টটাকে কেউ কি অনুভব করেছেন কখনো! কেউ করে নি। আবার এই মানুষগুলোর পাশেও সহজে কেউ দাঁড়াতে চায় না। দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার নষ্ট করতে কোন সমস্যা নেই, ওয়েটারকে মোটা টিপস দিতেও কখনো বাধে না, অথচ শীতে দরিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়াতে গেলেই যত অজুহাত সামনে এসে দাঁড়িয়ে যায়। এখানে কেউ যেন কারোর নয়। যুদ্ধটা সবার একার।
আসুন নিজের ঘুমন্ত বিবেকটাকে একটু জাগ্রত করি। আমাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হই। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মোকাবেলা করতে সবাই একজোট হই। আর তার পাশাপাশি সমাজের দরিদ্র শ্রেণীর লোকদের পাশে দাঁড়াই। এই পৃথিবীটা আমাদের সকলের। তাই সবাই একসাথে বাঁচি এবং সবাই মিলে সুখে থাকি।
আসলে সত্যি আজ কয়েকদিন প্রচন্ড শীত পড়ছে ভাই। শীত সকলের জন্য খুবই কষ্টকর। এই শীতে ফুটপাতে অসহায় ব্যক্তিদের সহায়তা করা উচিত। তারা তো মানুষ তাদেরও তো শীতে অনেক কষ্ট হয় । কিন্তু আমরা দেখে না দেখার ভান করি। বর্তমানে আমাদের মনুষ্যত্ব এবং বিবেক দুটো হারিয়ে গেছে। আমরা শুধু নিজের জন্যই ভাবি অন্যের জন্য ভাবতে পারি নাই। অসহায় ব্যক্তিদের যেকোন ভাবে সহায়তা করা খুবই প্রয়োজন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো ভাই আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit