নমস্কার,,
বগুড়ার পাশের জেলা সিরাজগঞ্জ। এমনিতে ঢাকা যাওয়া আসা করার সময় মোটামুটি প্রতিটাবার সিরাজগঞ্জ রোডে এসে বাস যাত্রা বিরতি দেওয়ার সময় আশেপাশে থেকে যেটুকু দেখা বা জানা। কিন্তু প্রধান শহরের ভেতর কখনো যাওয়া হয় নি। সত্যি বলতে কাছের কোন আত্মীয় স্বজন এতদিন এই শহরে ছিল না, তাই কখনো যাওয়া হয় নি। তবে মাস খানেক হলো আমার মামাতো বোন এই শহরে শিফট করেছে। বোন জামাই বাংলাদেশ পুলিশে কর্মরত। তাই বদলী হয়ে এখানে আসা। আর আমারও সিরাজগঞ্জ শহরে যাওয়ার একটা মাধ্যম তৈরি হয়ে গেল।
অনেক দিন বাড়িতে থাকতে থাকতে এত বিরক্ত লাগছিল সবকিছু তাই নিজে থেকেই ভেবে রেখেছিলাম পহেলা বৈশাখে সিরাজগঞ্জে বোনের বাড়ি যাব। মামাতো ভাইকেও বলে রেখেছিলাম আসতে। যা কথা সেই কাজ। একদম বৈশাখের আগের দিন অসহ্য গরম উপেক্ষা করে রওনা দিয়ে দিলাম সিরাজগঞ্জের দিকে। এতো বাজে গরম পড়েছিল ঐ দিন যেটা ভোলার মত নয়। মনে হচ্ছিল যে এই গরমে এখানে আসার ইচ্ছেটা একদমই ঠিক ছিল না আমার।
সব থেকে আফসোসের ব্যাপার ছিল এটাই যে এই তীব্র তাপদাহে পহেলা বৈশাখের দিন সকালবেলা বাড়ি থেকে বেরোতেই পারিনি। সন্ধ্যার দিকে কিছুটা সময়ের জন্য শহরের ভেতর দিয়ে হাঁটাহাঁটি করেছিলাম। সকালবেলা একবার দিদির জন্যে রান্নার কিছু জিনিস কিনতে বের হয়েছিলাম। তীব্র রোদ যেন চামড়া পুড়িয়ে দিয়েছিল একদম।
সত্যি বলতে যে কোন জায়গায় দিনের থেকে রাতের দিকে ঘুরতে বেশি ভালো লাগে। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সিরাজগঞ্জ শহরটা খুব একটা বড় নয়। বেশ ছোট একটা শহর। ঘোরাফেরা করার জন্য যে অনেক বেশি জায়গা আছে এমনটাও নয়। রাতের দিকে বড়পুল নামক একটা জায়গায় কিছুটা সময় কাটিয়েছিলাম। বেশ ভালোই লেগেছিল আমার। ছোট নদীর উপর দিয়ে হালকা ডিজাইন করা একটা ব্রিজ। অনেকটা ঢাকার হাতির ঝিলের মত লেগেছিল আমার কাছে।
অনেক জেলাতেই ঘুরেছি । তবে আমার কাছে মনে হয় অন্যান্য অনেক জেলার থেকে বগুড়া জেলা টা বেশ গোছানো এবং উন্নত। হয়তো বা যোগাযোগ ব্যবস্থা রাজধানীর সাথে অনেক ভালো সে জন্যই সব দিক থেকে কিছুটা এগিয়ে। যাই হোক একদম মন্দ লাগেনি আমার কাছে সিরাজগঞ্জ শহরটা। ঘোরাঘুরির আরো বেশ কিছু পার্ট পরবর্তীতে শেয়ার করব। আশা করি সকলের ভাল লাগবে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
@tipu curate
Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এই কাজ কবে করলেন। আপনি আমাদের সিরাজগঞ্জে এসেছেন। আপনার ফটোগ্রাফি দেখে আমি অবাক হয়ে গেছি। আগে জানলে খুবি ভালো হতো।মিস করলাম ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে কোন রকম প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম ভাই। হঠাৎ করেই যেন সব কিছু হিহিহিহি। পরে কোন একবার আড্ডা হবে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit