নমষ্কার,,
কয়দিন আগে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। ঢাকাতে থাকলেও বারিধারার এই সাইডে খুব একটা যাওয়া হয় না। অনেক আগে এইদিকে একবার এসেছিলাম সেদিন অবশ্য মলটা বন্ধ ছিল। ইচ্ছে থাকলেও ঘুরে দেখা হয় নি সেদিন।
এবার যাওয়ার আসল উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ভিসা সেন্টারে যাওয়া। ভিসার মেয়াদ শেষ। তাই করতে দিলাম। সামনে ভালো কোন সুযোগে পেলে চলে যাব কিছু বন্ধু মিলে ঘুরতে। এছাড়া অন্য কোন প্ল্যান নেই।
সেদিন কেন যেন সকালের দিকে মারাত্মক জ্যাম ছিল। আগারগাঁও, জাহাঙ্গীর গেট আর মহাখালী পার হতে প্রায় দেড় ঘন্টা সময় পার হয়ে গিয়েছিল। আর যমুনা ফিউচার পার্কে পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লাগে। আমি তো ভয় পাচ্ছিলাম যে সময় মত পৌঁছাতে পারি কিনা। যাই হোক একদম শেষ মুহূর্তে পৌঁছে গেলাম। আমার সব কাজ রেডি ছিল তাই সোজা ভিসা জমা দিতে লাইনে দাড়িয়ে গেলাম। সত্যি বলতে লাইন দেখে আমি রীতিমত ভয় পেয়ে গিয়েছিলাম। আমার সামনে কমপক্ষে ১০০ জন। কিন্তু ১০ মিনিটের মাঝেই ভিতরে ঢুকে গেলাম।
এটাই প্রথমবার আমার ঢাকাতে ভিসা করতে দেওয়া। এর আগে রাজশাহী আর বগুড়া থেকে করেছি। ভেতরে ঢুকে মানুষ দেখে আমার চোখ পুরো কপালে উঠে গেল। এত মানুষ!!! আমার টোকেন নম্বর ছিল ১৪০৩ । আমি যখন ঢুকি তখন ১২০০ চলছিল। আমি চেয়ারে বসে অপেক্ষা করছিলাম। সত্যি বলতে মাত্র ২৫ মিনিটের মাঝেই আমার সিরিয়াল চলে আসে। অনেক দ্রুত কাজ হয় এখানে। তারপর তো লাইনে দাড়িয়ে পাসপোর্ট আর প্রয়োজনীয় সব কাগজ জমা দিয়ে দিলাম। এর পর আবার বায়োমেট্রিক করতে হলো। অল্প সময়ের মধ্যেই দুইটা কাজ শেষ হয়ে গেল।
তারপর তো শপিং মলের ভেতরে ঘুরতে থাকলাম। বিশাল এরিয়া। সব দিকে ঘোরা সম্ভব নয়। হাতে গুনে কিছু শোরুম দেখলাম। ভালোই লাগছিল ঘোরাফেরা করতে। তবে একা একা অত মজা পাচ্ছিলাম না। কোন বন্ধু থাকলে বেশি মজা হতো। অল্প সময় পরেই বেরিয়ে আসলাম। শরীরটা ভালো লাগছিল না। বাসে চড়ে ভীষণ খিদে পেয়ে গেল। গুলশান এসে ফকরুদ্দিন থেকে জমিয়ে চিকেন বিরিয়ানি খেলাম। তারপর আবার রওনা দিলাম। এবার অবশ্য বেশি জ্যাম ছিল না। একদম ঝামেলা মুক্ত ভাবে বাড়িতে পৌঁছে গেলাম।
দাদা আপনার মতো আমারাও ঘোরাঘুরি করার ইচ্ছে ৷ তবে সামনের নতুন বছরে চেষ্টা আছে ভিসা করার আমিও আন্তীয় বাড়ি যাবো ইন্ডিয়া ৷ যা হোক ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে ৷
ধন্যবাদ দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই সময় সুযোগ করে ঘুরে আসবেন। ভালো লাগবে অনেক। অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিসার জন্য গেলেও শপিং মলে ঘুরে এলেন। আর আমার বোনের বাসা বসুন্ধরা, ওর বাসায় গেলেও যমুনাতে আমার যাওয়া হয়নি। আমি নিউ মার্কেট আর বসুন্ধরা সিটি থেকেই কেনাকাটা করি। ঘুরে আবার জমিয়ে চিকেন বিরয়ানিও খেলেন। 😅 ভাল লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল আপু 😅। কয়দিন পর তো আবার যাব। আরেকবার চক্কর দিয়ে আসবো। দোয়া রাখবেন কেমন। শুভেচ্ছা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আসতে এত সময় লেগেছে আমরা গেলে তো ৪০ মিনিটের মধ্যেই পৌঁছে যাই। তাছাড়া এত লম্বা লাইনে দাড়িয়ে মাত্র দশ মিনিটের মধ্যে ভিতরে ঢুকে গেলেন। তাছাড়া ২০০ লোকের সিরিয়াল ২৫ মিনিটে শেষ হয়ে গেল শুনে অবাক লাগছে। যাইহোক বেশি সময় আপনাকে দাঁড়াতে হয়নি। ভিসা কি পেলেন? একা একা শপিংমলে ভালোই ঘোরাফেরা করেছেন দেখছি। আমাকে ডাকলে তো সাথে ঘুরতে পারতাম😜😜🤪🙈।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো ওখানেই থাকেন, সময় তো কম লাগবেই 😅। আমি গেছি সেই শ্যামলী থেকে।।ওখানে ৪০টা কাউন্টার আপু, তাই খুব দ্রুত সব কাজ হয়ে যায়। ভিসার খবর পাওয়া যাবে ২১ তারিখের পর। আর ডেকে ডেকে গলা ব্যাথা করে দিয়েছিলাম, এখনও ভুলি নি কিন্তু। পরের বার দেখছি কি হয় ✌️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এখান থেকে আগারগাঁও যেতে তো ৪০মিনিটের মতোই লাগে। অসুস্থ ছিলাম আর ঐদিনই আসছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটাই আমার কপাল আপু। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সব কাজ ঠিক করে হোক। দুই দিনের শপিং একদিনে মিটিয়ে নেব কেমন 😅✌️।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit