ম্যানেজার স্যারের জন্মদিন পালন

in hive-129948 •  7 months ago 

নমস্কার,,

নিঃসন্দেহে আজ বিশেষ একটা দিন। দেখতে দেখতে তিনটা বছর কেটে গেল আমার বাংলা ব্লগে। পুরো কমিউনিটিতে সকল সদস্যদের মধ্যে খুশির আনন্দ বার্তা বয়ে বেড়াচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এভাবেই প্রতিটা বছর আমরা সকলে আনন্দ করে উদযাপন করতে পারব আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান। আজকে ইচ্ছে ছিল বর্ষপূর্তি নিয়েই একটা পোস্ট করব। তিন বছরের সকল স্মৃতি রোমন্থন করব। কিন্তু কয়েকদিন আগে দাদার দেওয়া বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দুইদিন আগেই পোস্টটা করতে হয়েছে। তাই আজ অন্য কিছু নিয়েই লিখছি।

IMG-20240610-WA0072.jpg

IMG20240610181501.jpg

Location

গতকাল ছিল আমাদের ম্যানেজার স্যারের জন্মদিন। ঠিক একদিন আগে হঠাৎ করে জানতে পারি ডিপার্টমেন্টের সবাই মিলে স্যারের জন্মদিনটা বেশ বড়সড়ো করে আয়োজন করার প্ল্যান করছে। আর এই জন্য মাথা পিছু একটা চাদাও ধরা হয়েছে। অফিসে আমি অনেকটাই জুনিয়র তাই আয়োজনের গুরু দায়িত্ব আমি একদমই নিতে যাই নি। অন্য সিনিয়র ভাইয়া আপুরাই সব আয়োজন সম্পন্ন করেছিলেন। স্যারের জন্য চমৎকার একটা কেক অর্ডার করা হয়েছিল। তার সাথে ছিল স্ন্যাকস এবং মিষ্টির কিছু আইটেম। ছোট পরিসরে হলেও আয়োজনটা মন্দ ছিল না।

IMG-20240610-WA0058.jpg

IMG-20240610-WA0051.jpg

Location

আমাদের ম্যানেজার স্যার এই ব্যাপারটা একদমই জানতেন না যে তার জন্য আমরা একটা সারপ্রাইজ রেডি করে রেখেছি। বিকেল বেলা অফিস থেকে বের হওয়ার আগে স্যারকে ডেকে ক্যান্টিনে নিয়ে আসা হয়। আর সেখানে সবাই মিলে তাকে উইশ করে আমন্ত্রণ জানানো হয়। স্যার তো রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছিল আমাদের আয়োজন দেখে। আমাদের ডিভিশনাল হেড স্যারও পরবর্তীতে কেক কাটার সময় এসে জয়েন করেন। আয়োজনের ষোল কলা পূর্ণ হয়ে যায় একদম। ম্যানেজার স্যার এবং ডিভিশনাল হেড স্যারকে পেয়ে সবাই ভীষণ আনন্দিত হই। কেক কাটার পর সবাই মিলে খাওয়া-দাওয়া করি। সবশেষে স্যার আমাদের উদ্দেশ্যে ছোট একটা ব্রিফ দেন। সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা আয়োজন দেখে স্যার নিজেও খুব খুশি হন।

সত্যি বলতে আমাদের ম্যানেজার স্যারকে আমরা সবাই খুব পছন্দ করি এবং সম্মান করি। আর মানুষটা এমন যে সবার মন জয় করে নেন। ভীষণ ফ্রেন্ডলি ব্যবহার করেন সবার সাথে। কার কি সমস্যা আছে সবটা তিনি নিজে থেকে শুনবেন এবং সেটা সমাধানেও যথাযথ পদক্ষেপ নেন। এজন্যই হয়তো ডিপার্টমেন্টের সবাই তাকে এত বেশি ভালোবাসেন। যাই হোক কেক কাটা, খাওয়া-দাওয়া করা, ছবি তোলা এবং আড্ডা দেওয়া এসব করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। সবশেষে সবাই হাসিমুখ নিয়েই বাড়ির দিকে রওনা দেই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনি আগেই আপনার অনুভূতি শেয়ার করেছেন তাইতো আজকে ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ম্যানেজার সাহেবের জন্মদিনে অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। মনে হচ্ছে আপনাদের ম্যানেজার সাহেব অনেক ভালো একজন মানুষ। তাইতো সবাই মিলে দারুন আয়োজন করেছে।