ফুরিয়ে যাচ্ছে, তাই হারিয়ে যাচ্ছি

in hive-129948 •  last year 

নমস্কার,

আজকাল মাঝে মাঝেই নিজেকে ভীষণ একা মনে হয়। মনে হয় আমি যেন হারিয়ে যাচ্ছি। আমার ভেতরে থাকা সব কিছু যেন ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। হয়তো আমাদের পারিপার্শ্বিক অবস্থাটাই এমন চিন্তাভাবনার জন্য দায়ী। কখনো কখনো দুশ্চিন্তায় নিজেকে নিজেই সামলাতে পারি না। আবার কখনো ভাবি, এত কিছু ভেবে লাভ নেই, যা হওয়ার তা তো হবেই। আমরা যত কিছুই করি না কেন পরিশেষে ফলাফল দুইটাই হওয়ার সম্ভাবনা থাকে। হয় পজিটিভ অথবা নেগেটিভ। পজিটিভ হলে ভালো, আর নেগেটিভ হলে আবার নতুন করে লেগে পড়তে হয়।

road-908176_1280.jpg

source

কিছুদিন আগেও বেশ ভালো চাপ সহ্য করতে পারতাম আমি। সবদিকে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারতাম। এক কথায় নানান দিকে তাল মিলিয়ে চলা যাকে বলে। কিন্তু হঠাৎ লক্ষ্য করছি আমি যেন আগের সেই চিরচেনা সজীবকে আর খুঁজে পাচ্ছি না। এই যেমন আমার বাংলা ব্লগে আগে যেভাবে কাজ করতাম এখন আর আগের মত পারিনা। আবার অন্য দিক থেকে বলতে গেলে নিজের ইচ্ছে শক্তিটাও কেমন যেন কমে গেছে। নতুন কোন কিছু করার প্রচেষ্টা একদমই আমার ভেতরে কাজ করছে না আজকাল। ফোনের গ্যালারিতে যে কয়েকটা ছবি আছে সেগুলো দিয়েই কিছু না কিছু কনটেন্ট বানিয়ে পোস্ট করছি। খুব বড়জোর আর ৫-৬ দিন হয়তো বা এভাবে চলবে। আর তারপর হয়তো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই আমার জন্য কঠিন হয়ে যাবে বলে মনে হচ্ছে।

bike-1700749_1280.jpg

Source

আমি সব সময়ই নিজের ইচ্ছে কে বেশি প্রাধান্য দেই। আর নিজের ভালো লাগা টাই সবার আগে। সব ধরনের কনটেন্ট যখন ফুরিয়ে যাবে তারপর আবার যে বিষয় নিয়ে ভালো লাগবে সেটা নিয়েই লিখব। তবে মনের বিরুদ্ধে গিয়ে বা চাপে পরে কখনোই কিছু করব না। সত্যি বলতে মাথার তার টা একটু কাটা আমার। এই এখন এক রকম বলছি , দু দিন পরেই আবার সব উল্টে যাবে। হিহিহিহি। তাতে কি আসে যায় আসলে! আজকের কথা আজকে ভাবি, কাল হবে না কি না হবে কেই বা জানে? তাই আজ তো আগে ভালো থাকি। কাল পরশুর ব্যবস্থা টাও ঠিক হয়ে যাবে একটা। সময় গুলো এভাবেই হারিয়ে যেতে থাকুক সময়ের অতল গহ্বরে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার মত আমারও যে জায়গাটার প্রতি প্রথম অনুভূতি কাজের প্রতি যে আগ্রহতা সেটা অনেকটাই কমে গিয়েছে। আসলে কি জন্য এরকম হয়েছে সত্যিই বুঝতে পারছি না সেই সোনালী মুহূর্তগুলো যদি আবার আপন করে নিতে পারি তাহলে মনে হয় ভালো লাগবে। আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে ভাই।

চেষ্টা করছি ভাইয়া সবটা আবার শুরু করতে। দোয়া করবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

আমি সব সময়ই নিজের ইচ্ছে কে বেশি প্রাধান্য দেই। আর নিজের ভালো লাগা টাই সবার আগে।

নিজের প্রতি যত্নশীল হতে হবে নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে হবে।। আর নিজের ভালোলাগা গুলো সব সময় আগে আগে রাখতে হবে তাহলেই মনের তৃপ্তি আসবে এবং শান্তি আসবে।।

ফুরিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে আসলে এমন কিছুই নয় এটি সাময়িক কষ্টের কারণে হয়ে থাকে।। তবে জীবনে চলতে গেলে সুখ-দুখ-দুটোকে নিয়েই বাঁচতে হবে।।
তবে সর্বোপরি চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার সব ভুলে।।

সত্যি বলতে সব সময় নিজের ইচ্ছেকেও বেশি আশকারা দিতে নেই ভাই,, এর জন্যও ভুগতে হয়। যেটা আমি ভুগি এখন। দোয়া করবেন ভাই। আর ভালো থাকবেন সবসময়।

ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই যা হওয়ার তা হবেই। আমাদের ভাগ্যে যা আছে তা কেউ পাল্টাতে পারবে না। কিন্তু তাই বলে চেষ্টা করা থামিয়ে রাখলে চলবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে। পোস্ট করার কিছু না থাকলেও একটা না একটা বিষয় ঠিকই বের হয়ে যায়। আশাকরি আপনারও সেরকমই হবে। আর এত সহজে হারিয়ে যেতে দেব নাকি আমরা।

আপনারা আছেন বলেই তো একটু একটু করে উঠে দাড়িয়েছি আপু। দোয়া করবেন সব সময় ভাইয়ের জন্য। আর ভালো থাকবেন সবসময়।

খুব সুন্দর কিছু কথা লিখেছেন দাদা ৷ আসলে সবসময় প্রফুল্ল থাকা বা ভালো থাকা যায় না ৷ তাই মাঝে মধ্যে জীবনে কিছু যেগুলো সামলে চলা ভীষন খারাপ বা লাগে ৷ দিনশেষে জীবনটা এমনি ৷ যা হোক দাদা সব কিছু কাটিয়ে জীবনে আবার সজীবতা ফিরে আসুক এমনটাই প্রতার্শা ৷

বুঝতেই পারছি এখন আপনি সবকিছু ঠিকমতো করতে পারছেন না। আগে নিজের ইচ্ছাটাকে সব থেকে বেশি প্রাধান্য দিতেন। এখন একটু উল্টো ভাবে যাচ্ছে আপনার দিনগুলো। আসলেই আজকের কথা আজকে ভাবেন, কাল কি হবে না হবে তা কেউ তো জানে না। এখন তো আপনার কিছু করার প্রতিও আগ্রহ কমে গিয়েছে। যাইহোক খুব সুন্দরভাবে সম্পূর্ণটা লিখেছেন আমাদের মাঝে। আমাদের মাঝে খুব সুন্দরভাবে সম্পূর্ণটা লিখে শেয়ার করেছেন এবং খুব ভালো ছিল সম্পূর্ণটা।

অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।

আসলেই আমাদের পারস্পারিক অবস্থাটাই এমন চিন্তা ভাবনার জন্য দায়ী। আপনি আগে নিজের ইচ্ছা গুলোকে অনেক বেশি প্রাধান্য দিতেন এবং নিজের পছন্দকে সবসময় উপরে করতেন, কিন্তু এখন সব অন্যরকম হয়ে গিয়েছে বলতে পারছি। হয়তো কয়েকদিন পর এসব কিছু আবারো ঠিক হয়ে যাবে। নিজের কাজের প্রতি আগ্রহ কমে গিয়েছে আশা করছি খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। সম্পূর্ণটা আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর ভাবে বলেছেন। সম্পূর্ণটা জাস্ট অসাধারণ লেগেছে।

দোয়া করবেন ভাই আমার জন্য যেন সব কিছু ঠিকঠাক করে নিতে পারি আবার। আর পাশে থাকবেন সবসময় এভাবেই।

আপনি বেশ ভালো রকমের একটা একাকীত্বের মধ্যে দিয়ে ভুগছেন দেখছি। আসলেই তাই ,জীবনে মাঝে মাঝে এমন কিছু চাপ এসে পড়ে ,যেটা নিয়ে আসলেই কিছু করার থাকে না। সবকিছুকে এই সময়ের সাথে মেনে নিতে হয় ,ভালো বা খারাপ হোক সেটা তো মেনে নিতেই হবে ।এভাবেই এগিয়ে যেতে হবে ।নিজের ইচ্ছের বিরুদ্ধে কোন কিছু না করাই ভালো বলে আমি মনে করি, কারণ ইচ্ছের বিরুদ্ধে করে আজকে যেটা করছি সেটাও ভালো লাগছে না পরবর্তীতে যেটা হবে সেটাও ভালো বা খারাপ হবে সেটা তো আমরা কেউই জানিনা। তাই নিজের যেটা ভালো মনে হয় সেটা করাই ভালো ,পরবর্তীতে যা হবে সেটা পরেই না হয় দেখা যাবে।

সত্যি বলতে একাকীত্ব এখন আমার পেশা হয়ে গেছে একটা। আমি বেশ ভালই উপভোগ করি এটা আজকাল। আর কখনো কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে যাওয়া টাও মন্দ নয়, যদি পরে ভালো কিছু হয়। কারণ সব সময় তো আমরা ঠিক পথে নাও যেতে পারি। আসলে আমি একতরফা নিজের মত চলে আজ ভুগছি এমন ভাবে। এখন সবটাই ঈশ্বরের হাতে তুলে দেওয়া। 🙏

আজকের কথা আজকে ভাবি, কাল হবে না কি না হবে কেই বা জানে? তাই আজ তো আগে ভালো থাকি। কাল পরশুর ব্যবস্থা টাও ঠিক হয়ে যাবে একটা।

এই কথা চিন্তা করলেই তো মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কিছুটা। আসলে আপনার সাথে যে ব্যাপারটা হচ্ছে এটা একটা বয়সের পর সবার সাথেই হয়। আমার নিজেরও আগে যেরকম মনোবল ছিল এখন তার ফিফটি পার্সেন্টও নেই। তবে এখনো পর্যন্ত আমার পোস্ট করার প্রতি বা এই কমিউনিটিতে কাজ করার প্রতি আগ্রহ তেমন একটা কমেনি। আশা করছি আপনার এই ব্যাপারগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটা কাজ করেন সজীব ভাই, বিয়ে করে ফেলেন তাহলে হয়তো এই মনোবল টা আবার ফিরে চলে আসবে। হা হা হা...

ওরে ভাই, এখন কার মেয়ে গুলো তো আরেক ধান্দাবাজ। ভালো ক্যারিয়ার ছাড়া কেউ পাশে থাকবে না। এই বেকার ছেলের দায়িত্ব কে নেবে বলেন! জানাশোনা কেউ থাকলে তাকে একটু বলুন আমার দায়িত্ব নিতে 😉😅