নমস্কার,,
ছোটবেলাতে বন্ধুদের মুখে অনেক শুনতাম ঈদ সালামির কথা। তখন ভাবতাম জিনিসটা আসলে কি! সবাই এত খুশি হয় কেন! তারপর যখন বুঝতে পারি ঈদের দিন সকাল বেলা বাড়ির বড়দের সালাম করার পর বড়রা খুশি হয়ে আশীর্বাদ স্বরূপ নতুন টাকার বড় বড় নোট বের করে দেয়, এই ব্যাপারটাকেই সালামি বলে। ভাবতেই বেশ মজা লাগতো এটা। যদিও কখনো পাই নি ছোটবেলায় সালামি নামক অমাবস্যার চাঁদ টা কে। কিন্তু কথায় আছে, ভালো লাগার জিনিস গুলো নাকি ঈশ্বর যে কোন ভাবে একটা না একটা দিন পূরণ করেনই। আর সেই সালামি পাওয়ার স্বাদ টুকু পূর্ণতা পেয়েছে আমার বাংলা ব্লগের হাত টা ধরেই।
খুশির এই মুহূর্তটার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকবো আমাদের এই কমিউনিটির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় দাদার প্রতি। সম্ভবত গত বছর থেকেই শুরু হয়েছে এই সালামি দেওয়ার রেওয়াজ টা। ঈদের একদিন বা দুইদিন আগে ডিসকোড সার্ভারে করে ঈদ সালামি নামে একটা চ্যানেল খোলেন দাদা। তারপর সেখানে নাম দিতে বলেন যারা যারা সালামি পেতে চান। সেবারই প্রথম আমার ঈদ সালামি পাওয়া। এত খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না।
এ বছর অবশ্য একটু ভিন্নভাবেই দাদা সালামি পেতে নাম দিতে বলে। আমি তো ডিসকর্ডে অপেক্ষায় ছিলাম কখন আবার ঈদ সালামি চ্যানেল টা খোলা হবে। কিন্তু দাদার পোস্ট চোখে পড়তেই ধারণা পাল্টে গেল। যদিও দাদা বলেছিল চার ঘণ্টার মধ্যে যারা নাম দেবে তাদেরকে শুধু দেবেন সালামি। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল দাদা কখনোই কাউকে এই আনন্দ থেকে বাদ দেবেন না। আর হয়েছেও তাই 😊😊।
এবছর অবশ্য ঈদ সালামির নতুন একটা আয়োজন ছিল ডিজে পার্টিতে সালামি দেওয়ার ব্যবস্থা করা। আমার মনে হয় এই আয়োজন টা ঈদ আনন্দের মাত্রাটা আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। দাদা থেকে শুরু করে সকল অ্যাডমিন প্যানেলের ভাইয়া আপুরা সালামি দিয়েছেন টিপস্ এর মাধ্যমে। আর তাঞ্জিরা আপু তো সবাইকে আলাদা করে ঈদ সালামি দিয়েছেন যেটা সবাইকে অনেক আনন্দ দান করেছে। আমি অবশ্য তানিয়া আপু সুমা আপু এবং তৌহিদা আপুর থেকে এক্সটা সালামি পেয়ে যাই 😅😊। তাই আমার ভালো লাগা আরো কয়েকগুণ। হিহিহিহি।
ছোট ছোট এই আনন্দগুলোই অনেক বড় একটা প্রাপ্তি আমাদের সকলের জন্য। একটা নতুন পরিবার পেয়েছি আমার বাংলা ব্লগে এসে। ভালোবাসার এই পরিবারের সকল সদস্য সকল সদস্যের প্রতি আন্তরিক এবং তাদের সুখে দুঃখে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এমন একটা পরিবারের সদস্য হতে পেরে আমি সত্যি গর্বিত। আমাদের এই বন্ধন টা যেন সারা জীবন অটুট থাকে। সবাই কাঁধে কাঁধ রেখে অনেক দূর যেন এগিয়ে যেতে পারি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা।
আপনার মত আমিও দাদা এবারে জীবনের প্রথম ঈদ সালামি পেয়েছি। সত্যি খুবই ভালো লাগছিল ঈদ সালামি পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের মত হতভাগাদের জন্যই তো দাদা আছেন মাথার ওপর। হিহিহিহি। অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া ঈদের সালামীটা এটি সত্যিই অনেক আনন্দময়। আর ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় আর দাদার কাছ থেকে ঈদের সালামী পাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা ভিন্নভাবে সালামী পেয়েছি খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দুই বছর হলো আমিও এই আনন্দের একজন অংশীদার হতে পেরে নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান মনে করি। অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি নিজেও আসলে পরের দিন দাদার পোস্ট দেখি এবং তার পর পরই কমেন্ট করি। তবে আমারও আসলে বিশ্বাস ছিল যে দাদার পোস্টে যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকেই ঈদ সালামি দেওয়া হবে।
তবে আপনি ঈদ সালামি দ্বিতীয়বারের মতো পেলেও আমি কিন্তু জীবনে প্রথমবার কারো থেকে ঈদ সালামি পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্ট পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো । আসলেই আমরা নতুন একটি পরিবার পেয়েছি যেখানে অনেক ছোট বড় ইচ্ছে গুলো আমাদের পূরণ হচ্ছে । যেমন এখানেই আপনি আপনার প্রথম ঈদ সালামি পেলেন ।সত্যিই চমৎকার ছিল আপনার অনুভূতি প্রকাশ টা । ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit