নমস্কার,,
আজ অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র সমরেশ মজুমদারকে। কয়েকদিন আগেই যিনি ভবলীলা সাঙ্গ করে পরপারের দিকে যাত্রা করেছেন। কিন্তু তিনি আজীবন রয়ে যাবেন তার কর্মের মধ্য দিয়ে। তার সৃষ্টি তাকে দিয়েছে অমরত্ব। এমন একজন সাহিত্যিক বাঙালি জাতি আর কখনো পাবে কিনা সেটা হয়তো প্রশ্ন হয়েই থেকে যাবে। সমরেশ মজুমদারের লেখায় বাঙালি খুঁজে পেয়েছিল নতুন এক সাহিত্য রস। হয়তো সেই রসেই ডুবে থাকবে আজীবন।
আমি নিজে চেয়ে তার খুব একটা লেখা পড়েছি এমনটা নয়। তবে ইউটিউবের কল্যাণে ছোট ছোট অনেক ভিডিও দেখতাম তার। তার অনেক উক্তি আমি ইন্টারনেটের কল্যাণেই পড়েছি। এটা সত্যি যে তার কোন বই আমার কাছে নেই। কিন্তু তার অস্তিত্ব আমার মাঝে আছে। আর এটা আমি অনুভব করতে পারি। আজ সমরেশ মজুমদারের লেখা ছোট্ট একটা কবিতা আবৃত্তি সবার সাথে শেয়ার করে নিচ্ছি। গুণী এই সাহিত্যিকের প্রতি এটাই হবে আমার বিদায় শ্রদ্ধাঞ্জলি।
তুমি ফিরবে কোন একদিন
হয়তো নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ
বেলায়।
নতুবা কোন এক নবীন হেমন্তে,
এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়।
অথবা কোন এক শ্রাবণের দিনে
অহরহ ঝরা ঘন কাল মেঘ বৃষ্টির
মুহু মুহু নির্ঝর খেলায়।
তুমি ফিরবে কোন এক রাতে
পূর্ণিমার ভরা জোছনায়।
তুমি ফিরবে জানি বহুদিন পরে
হয়তো বা হাজার বছর পরে।
কোন এক নিঃস্ব হৃদয়ে,
লক্ষ প্রাণের ভিড়ে, তুমি ফিরবে।
বহুরুপে সেই প্রাণে, অনেক নবীনের ভিড়ে,
তোমার আমার গড়া ভালবাসার নীড়ে।
ছোট্ট এই জীবনে অনেক কবিতাই পড়েছি। কিন্তু তার মধ্যে "তুমি ফিরবে" এটা যেন আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়েছে। এত অল্প কথায় কি করে একজন মানুষ এত চমৎকার ভাবে মনের আকুতি মিনতি সব প্রকাশ করতে পারে, আমি এখনো বুঝে পাইনা। এরকম মিষ্টি প্রেমের কবিতা খুব কম পড়েছি আমি। কবিতা অনেকেই লিখেন। তবে সেখানে সহজ সরল স্বীকারোক্তি টা আমার কাছে সব থেকে মুখ্য একটা বিষয়। আর সেই দিক বিবেচনা করলে এটা অন্যতম প্রিয় একটা কবিতা আমার।
কবিতাটা হয়তো অতটা ভালো আবৃত্তি করে উঠতে পারিনি। তবে এতোটুকু মন থেকে বলতে পারি, এই কবিতার প্রতিটা লাইন আমার ভেতরে যেন দাগ কেটে গেছে। গুণী সাহিত্যিকের গুণ হয়তো এখানেই। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন তার সাতকাহনে, তার কালবেলায়, তার কালপুরুষে।
প্রিয় ভাই অনেকদিন পর আপনার আবৃত্তি শুনতে পেলাম। খুব চমৎকার একটি আবৃত্তি করেছেন আর মাঝে মাঝে আপনার গানগুলো অনেক মিস করি। আশা করছি মাঝে মাঝে গানও আমাদের সাথে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমার প্রোফাইলে চলে যান একটু কষ্ট করে, দেখবেন যে প্রতি শুক্রবার একটা করে গান পোস্ট করা আছে 😅😅। চেষ্টা করি মাঝে মধ্যে ভালো লাগার এই কাজ গুলো করতে ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা তোমার কবিতা আবৃত্তি আমার কাছে অনুপ্রেরণা ৷ কারন আপনার কবিতা আবৃত্তি শুনেই আমি করতে শুরু করেছি ৷ এখন আমিও মাঝে মধ্যে করি ভালো লাগে ৷ যা হোক বেশ সুন্দর আবৃত্তি করেছেন ৷
কবিতার প্রতিটি লাইন ছিল ভারাক্রান্ত. আর অনেক গম্ভির ৷ অসংখ্য ধন্যবাদ দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তেমন কিছুই পারি না ভাই। ভালো লাগা থেকে মাঝে মধ্যে করা । তবে আপনিও বেশ ভালো করছেন দিন দিন। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো কবিতা আবৃত্তিটি।স্পষ্ট কন্ঠ।👌কিন্তু কবিতা শুনে মনটা তৃপ্ত হলোনা।কারন মনে হলো এই শুরু হয়েই শেষ হয়ে গেলো।🤣 এতো ছোট কেন কবিতাটা?? খুব ভালো লেগেছে কিন্তু। 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, কবি যে এর বেশি লিখে নাই 😅। আমি আর কি করি বলুন 🥰🥰। তবে ভালো জিনিস অল্প ভালো । হিহিহিহি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি সমরেশ মজুমদারের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার এত সুন্দর কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমরা অনেক ভালো একজন কবিকে হারিয়ে ফেলাম। আপনি খুব সুন্দর আবৃত্তি করতে পারেন। অনেক দিন পর আপনার কণ্ঠে এত সুন্দর আবৃত্তি শুনে ভালো লাগলো।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বেশ সুন্দর কবিতা আবৃত্তি করেন।সমরেশ মজুমদারের লেখা একটু জনপ্রিয় কবিতা আপনি আবৃত্তি করলেন।অনেক ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনার গলার ভয়েসটা কেন জানিনা একটু অন্যরকম লাগছে, বেশি ভারি ভারি।
সমরেশ মজুমদারের লেখা কবিতা আমি খুব একটা পড়িনি, তবে এই কবিতাটা কিন্তু অনেক বেশি ভালো লাগলো আপনার গলায় শুনতে। বিশেষ করে কবিতার পাশাপাশি আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা ব্যাবহার করেছেন সেটাও বেশ মিষ্টি মিষ্টি ছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটা উপস্থাপন হয়েছে। যেহেতু কবিতাটা অনেক ছোট তাই শুনতে খুব বেশি একটা সময় লাগলো না। মনে হচ্ছিল হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করেই শেষ হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সেদিন ঘুম থেকে উঠে দেখি বাড়িটা ফাঁকা, তাই তখন রেকর্ড করেছিলাম। এ জন্যই গলা টা একটু ভারী ভারী লাগছে হয়তো। আর কবিতা টা আমি নিজেও যখন শুনছিলাম রেকর্ড করে, তখন আমার কাছেও মনে হলো, এ মা ধুম করে শেষ হয়ে গেল 😅।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গুণী সাহিত্যিক, সমরেশ মজুমদারকে স্মরণ করে তার বিদায় শ্রদ্ধাঞ্জলী জানিয়ে দারুণ একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার গানের গলা যেমন সুন্দর তেমনি সুন্দর আবৃত্তি করেন আপনি। আপনার গলায় শুনতে খুব ভালো লাগলো আবৃত্তি টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ম্যাডাম আমি তো আপনার আবৃত্তির ফ্যান একদম। আর আপনি আমাকে এই কথা বলছেন!! 😳😳। মোটেও তেমন একটা হয় না। আসলে কিছু কিছু লেখা যেগুলো খুব ভালো লেগে যায়, ইচ্ছে করে একটু নিজের মতো করে গলা মেলাতে। এটুকুই যা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার আবৃত্তির ফ্যান শুনে মনে মনে অনেক খুশি হলাম 🤭। আপনার আবৃত্তি অনেক ভালো হয়েছে😃।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit