নমষ্কার,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আছি মোটামুটি। শারীরিক কিছু অসুস্থতা আছে। তারপরও চলছি কোন রকমে। শীতের তীব্রতা কখনো বাড়ছে, কখনো কমছে। আমার আবার অল্পতেই ঠান্ডা লেগে যায় খুব বেশি। তবে এবছর এখনো খুব তীব্র শীত পড়ে নি। কবে যে ধুম করে শুরু হয় তার ঠিক নেই। অন্য কোন কিছু আমাকে কাবু করতে না পারলেও এই ঠান্ডা জিনিসটা আমাকে বেশ ভালো ভাবে কাবু করে দেয়।
সেদিন গিয়েছিলাম শেরপুর সাহিত্য চক্রের পাক্ষিক অধিবেশনে। সাহিত্য প্রেমীদের জন্য দারুন একটা জায়গা এটা। যদিও ছোট পরিসরে হয় পুরো অনুষ্ঠান টা। তবে আয়োজকদের আন্তরিকতার কোন কমতি থাকে না। এই ভালো মানুষদের জন্যই সমাজটা এখনো পথভ্রষ্ট হয় নি। প্রতি টি অধিবেশন তিনটি পর্বে হয়ে থাকে। প্রথম পর্বে যার যে উপস্থাপনা আছে যেমন কবিতা, ছোট গল্প এসব সবার কাছ থেকে শোনা হয়। দ্বিতীয় পর্বে পাঠকৃত গল্প এবং কবিতার গঠনমূলক সমালোচনা করা হয়। এই পর্বটা বেশ মজার। কার কি ধরনের ভুল ত্রুটি আছে লেখায় সেটা উল্লেখ করাটাই মূল লক্ষ্য, যেন পরবর্তী লেখাগুলো আরো মানসম্মত হয়। সবথেকে ভালো লাগার ব্যাপার হলো এই সমালোচনাগুলো সবাই ভীষণ পজিটিভলি গ্রহণ করে। আর বিশিষ্ট সাহিত্য অনুরাগী ব্যক্তিরাই সমালোচনার দায়িত্ব পালন করে থাকেন। তৃতীয় পর্বে সাহিত্যের কোন একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়। তার মাধ্যমে তরুণ প্রজন্মের লেখকরা তাদের লেখা বা রচনাগুলোকে আরও সমৃদ্ধশালী করতে পারে।
আমার সব থেকে বেশি ভালো লাগে প্রথম পর্বের অনুষ্ঠান টুকু। পুরো অনুষ্ঠান কখনোই থাকা হয়নি। কারণ শেষের দিকের কথাগুলো একদম মাথার উপর দিয়ে চলে যায় আমার। হিহিহিহি। আমাকে যিনি সাহিত্য চক্রের অধিবেশনে আমন্ত্রণ জানান তিনি আমার এই ব্যাপারটা খুব ভালো মতোই জানেন। তারপরও তার কথা আমি যেন নিয়মিত এই অধিবেশনে যোগদান করি। সত্যি বলতে প্রথম পর্বের এক দেড় ঘন্টা সময় কিভাবে যে চলে যায় একদম বুঝতে পারি না। আমি মুগ্ধ হয়ে শুনি সবার লেখা। তরুণ প্রজন্মের লেখকরা এতটা দুর্দান্ত লেখেন এটা না শুনলে কখনোই অনুধাবন করতে পারতাম না। এখন শুধু প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা। তাহলেই আমাদের সাহিত্যের ভান্ডার আরো পোক্ত হবে।
প্রতিমাসে দুইবার করে সাহিত্য চক্রের এই অধিবেশন অনুষ্ঠিত হয়। আর ফাঁকা থাকলে আমি অল্প সময়ের জন্য হলেও সেখানে উপস্থিত থাকার চেষ্টা করি। আশা করি পরবর্তিতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।