আমাদের বুফে অভিযান

in hive-129948 •  2 years ago 

নমষ্কার,,

অনেক দিন হলো আমার বন্ধু তানজিমের খুব ইচ্ছে সে বুফে খাবে। কতো কি খেতে পারে সেটা পরীক্ষা করে দেখবে। আমি আবার এই ব্যাপারটা নিয়ে খুব একটা আগ্রহী ছিলাম না। কারণ আমি জানি আমার খাওয়ার লিমিট। অল্প একটু খেতেই হাপিয়ে যাই। তাই আমার জন্য এটা পুরাই লস প্রজেক্ট। হিহিহিহি।

IMG20221224194037.jpg
Location

IMG20221224192250.jpg
Location

যাই হোক খোঁজাখুঁজি করে একটু কম রেটের মাঝে একটা বুফের খোঁজ বের করলো তানজিম। মেনু কার্ডে দেখলাম প্রায় ৫০ রকমের আইটেম থাকবে। সন্ধ্যে সাত টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যা যা মন চাইবে খেতে পারব।

আমি আর তানজিম সন্ধ্যে সাড়ে সাতটার মাঝে পৌঁছে গেলাম। আমাদের রিজার্ভেশন করা ছিল। আমরা যেহেতু দুই জন তাই এক পাশে একটা ছোট টেবিলে আমাদের বসার জায়গার ব্যবস্থা করা ছিল। একবারে খারাপ ছিল না।

IMG_20221225_153518.jpg
Location

IMG_20221225_153458.jpg
Location

দশ মিনিট গল্প করে খাওয়া দাওয়া শুরু করলাম একটু একটু করে। আমি শুরুতে ফ্রাই আইটেম একটু বেশি নিয়ে ফেলেছিলাম। আসলে সস দিতে খেতে খুব একটা খারাপ লাগে না। মজাই মজাই অনেকটাই খেয়ে নিলাম। আর ভুলটা আমার ওখানেই হলো। পেট যেন ফুলে উঠলো মুহুর্তেই। ঝাল কিছু আর ভালো লাগছিল না। উঠে মিষ্টি আইটেম গুলো অল্প অল্প নিয়ে টেস্ট করতে শুরু করলাম। পুডিং খেতে বেশ ভালো লাগলো। তবে পায়েস ভালো লাগে নি একদমই। আরো অনেক আইটেম ছিল। সত্যি বলতে নাম মনে নেই একদম।

IMG20221224214141.jpg
Location

IMG20221224212650.jpg
Location

রেস্তোরাঁ টা ছোট হলেও বেশ সাজানো গোছানো ছিল। অনেকেই এসে ঘরোয়া প্রোগ্রাম করছে ওখানে। অনেক কেই কেক কেটে বিবাহ বার্ষিকী আর জন্মদিন পালন করতে দেখলাম। ভালোই লাগছিল। আর এত খাবার কয় জন খেতে পারে তাই!! সবাই দেখলাম একটু করে খেয়ে বাইরে হাঁটাহাঁটি করছে। তারপর এসে আবার খাওয়া দাওয়া করছে। হিহিহিহি, বেশ মজার ছিল ব্যাপারটা।

তবে আর যাই হোক না কেন, বুফে আসলে আমার জন্য নয়। একটু খেতেই হাফিয়ে উঠি। অনেকেই ভালো খেতে পারে। তাদের জন্য এটা বেস্ট। আমার শুধু মনে হচ্ছিলো কাচ্চি ভাই থেকে বিরিয়ানি খেলেই হয়তো বেশি তৃপ্তি পেতাম। সে যাই হোক, জীবনে সব কিছুরই দরকার আছে। ভালো একটা অভিজ্ঞতা হলো বলা যায়। তবে সময়টা বেশ ভালো কেটেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার মত একই অবস্থা আমারও। বুফের খাবার কেন যেন পছন্দ হয় না। অল্প খেতে পারি জন্যই হয়তো পছন্দ হয় না। একবার খাওয়ার পর পেট ভর্তি হয়ে যায় । তখন কি আর দ্বিতীয়বার খাওয়া যায়। তাছাড়া এদের টাইম বাধা থাকে মনে হয় যেন নিজের সঙ্গে যুদ্ধ করে খাওয়া। এই ব্যাপারটা মজা লেগেছে যে লোকজন খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করে পেট খালি করে আবারও খাচ্ছে । যাই হোক নতুন একটা এক্সপেরিমেন্ট হলো আপনাদের।

হিহিহিহি,, আমি তো আর কখনো যাব না, এটা নিশ্চিত। তবে খাদক লোকদের নিয়ে গেলে লাভ আছে। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

ঠিক বলেছেন ভাইয়া যারা বেশ খেতে পারে তাদের জন্য বুফ একদম পারফেক্ট। এজন্য প্রথম দু একটা পদ বেশি খেতে নেই, বরং সবকিছু জাস্ট একবার টেস্ট করে দেখলেই আর আপনার পেটটা ফুলে উঠত না খাদ্য প্রেমে ভাইয়া। আমাকে নিয়ে যেতেন 😳।

ওরে আপু, আপনি গেলে আপনারও একই হাল হতো গো। এত খাবার এক সাথে দেখলে চোখের দেখাতেই যেন পেট ভরে যায় আরো বেশি। হিহিহিহি। অনেক ধন্যবাদ আপু।

আসলে ভাইয়া যারা বেশি খেতে পারে তাদের জন্য মনে হচ্ছে বুফের খাবার না ।ভালোই বলেছেন লোক জন হাঁটাহাঁটি করে পেট খালি করে আবার খাবে।যাইহোক নতুন একটি অভিজ্ঞতা হলো আপনাদের।

এই অভিজ্ঞতা টা নেওয়ার দরকার ছিল অনেক বেশি 😀। আমরা বেশ মজা করেছি পুরো সময়টা ধরে। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

Merry Christmas! 🎄🎁⛄🎅 to you and yours, and have a happy and safe new year. Thank you for witness voting for me.

বুফে যারা অতিরিক্ত খেতে পারে তাদের জন্য পারফেক্ট। তবে খাওয়া দাওয়া গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক ভালো খাবার। তবে বসার প্লেসটি আপনার দারুণ হয়েছে। অল্প খেলেও খুব তৃপ্তি মত খেয়েছেন। তবে আরো দুই একজনকে নিয়ে গেলে তাদের খাওয়া দেখে আপনি আরো বেশি খেতে পারতেন। ধন্যবাদ আমাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

আমাদের বসার জায়গাটা সত্যিই সুন্দর ছিল আপু,, ওখান থেকে সবাইকে খুব ভালো ভাবে দেখা যাচ্ছিল 😊। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

ভাইয়া আমিও বেশি খেতে পারি না। বুফে অভিযান চালালে আমার জন্যও পুরাই লস প্রজেক্ট হবে। ভাইয়া টাকা দিয়ে খাবে তাই একটু হাঁটাহাঁটি করে এসে আবার খায়। বাঙ্গালী এত সহজে ছাড়ার মানুষ না,হা হা হা । ধন্যবাদ ভাইয়া।

আমরা আজব নয়, বিরল এক জাতি ভাই 😅। হিহিহিহি। ভালো থাকবেন ।

অনেক মজার ছিল ব্যাপারটা আর রেস্তোরাঁটা ছোট হলেও অনেক সুন্দর ছিল। আর অনেক মজার মজার উপকরণ ছিল । সবচাইতে ভালো লাগলো একটু করে খেয়ে হাঁটাহাঁটি করে আবার খাওয়ার ব্যাপারটা 😂😂। আপনিও সেটা করতে পারতেন😂😂।

আমি কি আর বাকি থেকেছি তাই হাঁটাহাঁটি করতে ম্যাডাম 😉!! আমার ইঞ্জিন এত তাড়াতাড়ি ডাইজেস্ট করতে পারে নি, এদিক থেকে বেশ লসে পরে গিয়েছিলাম 🤪

😂😂😂😂 চেষ্টা করেও ফল পেলেন না😂😂😂।

হিহিহিহি,,, ছোট ইঞ্জিনে বুফের লোড নেওয়া বড্ড মুশকিল 😀। আমি মাছে ভাতে বাঙালি বাপু, আমার জন্য এক তরকারি ভাতই যথেষ্ঠ 😉😉

হ্যাঁ বাপু আমার জন্যও।😁

দুগ্গা দুগ্গা 🙏😅

😁😁😁