রিক্সা ভ্রমণ ।। পরিপূর্ন তৃপ্তি এখানেই

in hive-129948 •  last year  (edited)

নমস্কার,,

আচ্ছা এখানে কি এমন কেউ আছেন যারা কখনো রিক্সাতে ঘোরেন নি? হিহিহিহি,, কেমন একটা বাচ্চা বাচ্চা প্রশ্ন করে বসলাম তাই নাহ্!! আমার মনে হয় আমার মত বেশির ভাগ মানুষই রিক্সাতে ঘুরতে অনেক বেশি পছন্দ করেন। হাজার টাকার রিক্সাতে ঘুরে যে মজা টা পাওয়া যায়, লাখ টাকার গাড়িতে ঘুরেও সেই তৃপ্তি টা নেই। আমার কাছে তো এমনটাই মনে হয়। তবে এই রিক্সা ভ্রমণ টা ঢাকা শহরে আরো বেশি ভালো লাগে। তার অন্যতম কারণ হলো সুন্দর পিচ ঢালা রাস্তা। ভাঙ্গা রাস্তায় রিক্সায় ঘুরে একদম মজা নেই। উল্টো আরো বিপাকে পড়তে হয় খানিক পর পরই।

IMG_20230820_224200.jpg
Location

ঢাকা গেলে রিক্সাতে আমি ঘুরবই ঘুরবো। আমার বেশ ভালো লাগে ইট পাথরের এই শহরের মাঝখান দিয়ে রিক্সা ভ্রমণ করতে। এবারও তাই করেছি। যদিও ঢাকায় রিক্সা ভাড়া টা একটু বেশি যায়, তবু এই মজা অন্য শহরে খুব একটা নেই। কারণ বেশির ভাগ জায়গায় চার্জার রিক্সা চলে আজকাল। পায়ে প্যাডেল করা সেই রিক্সা আর চোখেই পড়ে না। যদিও এটা ভীষণ কষ্টকর।

IMG20230812175846.jpg
Location

মেইন রোড দিয়ে রিক্সা নিয়ে ঘুরে অতোটা মজা পাই না, মানে যেখান দিয়ে পাবলিক বাস চলাচল করে। ঢাকায় রেসিডেন্সিয়াল এরিয়াতে বা ভার্সিটির আশেপাশে রিক্সা নিয়ে ঘুরে বেশ মজা পাওয়া যায়। আর আমি তো টিএসসি এর আশেপাশেই বেশি আড্ডা দেই, তাই এই জায়গাগুলো থেকে এদিক ওদিক যাতায়াত করতে সবসময় রিক্সা নিয়ে যাই। চারপাশে বড় বড় গাছপালা। ঢাকার ভেতর এমন পরিবেশ সত্যি বলতে কল্পনাও করা যায় না সহজে। গোধূলী লগ্নে অথবা সন্ধ্যার পর পর এই রাস্তা গুলো দিয়ে হেঁটে যেতেও দারুন লাগে।

IMG20230812211147.jpg
Location

IMG20230812211645.jpg
Location

এবার যেদিন টিএসসি তে আড্ডা দিচ্ছিলাম তখন হঠাৎ করেই মুষল ধারে বৃষ্টি নামে। অনেকটা সময় আটকে ছিলাম বৃষ্টির জন্য। একবারে কমছিল না বৃষ্টি টা। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছিল। আমি ছাতা দিয়ে কিছুটা হাঁটলাম। তারপর ছাতা মুড়িয়ে কিছুটা ভিজলাম। কেন যেন এই পাগলামো গুলো খুব ভালো লাগছিল। তারপর ভাবলাম এই মুহুর্তটা রিক্সা করে ঘুরতে পারলে আরো বেশ হবে। সাথে সাথে একটা রিক্সা নিয়ে নিলাম। ঝিরি ঝিরি বৃষ্টি তে কিছুটা সময় রিক্সা ভ্রমণ করে তারপর রুমে ফিরে গেলাম। সত্যি বলতে এই ভালো লাগা গুলো কখনো লিখে প্রকাশ করা সম্ভব নয়। এগুলো শুধু অনুভব করতে হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রিকশা দিয়ে ঘুরতে সত্যিই খুব ভালো লাগে। গত সপ্তাহে সন্ধ্যার পর আমি এবং আমার ওয়াইফ রিকশা দিয়ে টিএসসির দিকে বেশ কিছুক্ষণ ঘুরলাম। কি যে ভালো লেগেছিল, তা বলে বুঝানো যাবে না। বেশ ভালোই তো ঘুরাঘুরি করেছেন রিকশা দিয়ে। ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। সবমিলিয়ে পোস্টটি খুবই ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

সত্যি বলতে ভাই, টিএসসির পাশ দিয়ে রিক্সায় ঘুরে যে মজা টা আছে, সেটা আর কোথাও এখনো পাই নি। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

একটি কথা খুবই ভালো লাগলো দামি গাড়ি চেয়ে রিকশায় ঘোরার মধ্যে সবচেয়ে বেশি মজা। এটা সত্য কথা কারণ রিকশায় চড়ে ধীরে ধীরে কংক্রিটের শহরে নতুন পরিবেশ উপভোগ করলে ভালই লাগে। যেটা অনেকবার করেছি আপনি বৃষ্টিতে ভিজেছেন তারপর রিক্সায় চড়েছেন আসলে মাঝে মাঝে এরকম পাগলামি করতেও অনেক ভালো লাগে।

Posted using SteemPro Mobile

জ্বি ভাই, এই পাগলামো গুলো আছে বলেই আমরা বেচেঁ আছি এখনো। অনেক ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া ঠিক বলেছেন ইট পাথরের শহরে রিকশা দিয়ে ঘুরতে খুব মজা লাগে। আপনি তো দেখলাম ছাতা থেকেও বৃষ্টিতে ভিজলেন। মাঝে মাঝে এমন পাগলামো গুলো ভালই আনন্দ দেয়। ধন্যবাদ।

ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। অনেক ধন্যবাদ আপনাকে ।