নমস্কার,,
আজ দীপাবলি। আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি দীপাবলির শুভেচ্ছা। শুভ দীপাবলি। ❤️🙏। দীপাবলির আলোয় আমাদের মনের সকল কালিমা দূর হয়ে যাক, আজকের এই বিশেষ দিনে এমনটাই প্রার্থনা করি মা কালীর কাছে।
দীপাবলিকে কেন্দ্র করে বিশ্বের প্রায় প্রতিটি জায়গাতেই বেশ জাকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি বাড়িতে আলোকসজ্জা করা হয়। মোমবাতি বা মাটির প্রদীপে করে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এক কথায় অতি চমৎকার করে সেজে ওঠে প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর ঘর।
দীপাবলী অনুষ্ঠানের সুন্দর একটা ইতিহাস রয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র যখন ১৪ বছর বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় প্রত্যাবর্তন করেন ,ঠিক সেই সময়টাতে পুরো রাজ্য রাম চন্দ্রের আগমন উপলক্ষে আলোক সজ্জাতে সেজে ওঠে। আনন্দে সবাই আতসবাজি ফোটায়। আর সেই থেকেই প্রতিবছর দীপাবলীর এই অনুষ্ঠানটা হয়ে আসছে প্রতিটি ঘরে।
ছোটবেলা থেকেই কালীপুজোর এই দিনটাতে আতস পটকা ফুটিয়ে চরম রকমের আনন্দ করে থাকি আমি নিজেও। ভার্সিটি লাইফেও অনেক মজা করেছি। তবে এখন বোধহয় বয়সের ভারে আগের মত সেই আনন্দটা আর করা হয় না। কিন্তু বাড়ির আশেপাশে ছোট বাচ্চাদের আনন্দ বা লাফালাফি দেখলে ভীষণ ইচ্ছে করে ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে যেতে। আমাদের বাড়ির গলিতে ছোট ছোট ছেলে মেয়েরা ভূত বানিয়ে সেগুলো গেটের সামনে সাজিয়ে রেখেছে। দারুণ লাগছিল সেগুলো দেখতে।
যেকোনো উৎসবেই আমাদের পাড়া এক নতুন ভাবে সেজে ওঠে। আজকেও তার ব্যতিক্রম নয়। অনেকগুলো কালীপুজো হচ্ছে। তার সাথে আতশবাজি ফোটানোর ধূমতো চলবেই সারারাত ধরে। রাতের দিকে বন্ধুদের নিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম চারপাশে। খুব ভালো লাগলো এক কথায়। তবে ময়মনসিংহকে বারবার মিস করছিলাম। কারণ আমার কাছে এখনো পর্যন্ত সবথেকে বেস্ট কালীপুজো দেখা ময়মনসিংহে। এত চমৎকার আয়োজন আমি এখনো কোথাও দেখিনি।
যাই হোক, আমাদের মনের যত হিংসা-বিদ্বেষ আছে, এক কথায় মনের অন্ধকার গলিগুলো প্রদীপের আলোয় যেন নতুন করে দিক খুঁজে পায়, তার জন্যই এই আয়োজন টা। শ্যামা মা আমাদের সঠিক পথে নিয়ে চলুক এবং সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা করুক ,এই প্রার্থনা করেই আজ শেষ করছি।
প্রথমে আপনাকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। দীপাবলি হলো আলোর উৎসব। প্রদীপের আলো সাথে সাথে হৃদয়ের অন্ধকার দূর হোক। দীপাবলির উৎসবের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য গুলো সব সময় অনেক গোছানো হয় ভাই। খুব ভালো লাগে আপনার মতামত পেয়ে। অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দীপাবলি উৎসবের কারণ আজকে আপনার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে বুঝতে পারলাম।ভগবান শ্রী রামচন্দ্র এর পড়া পড়েছি পাঠ্যবইয়ে অনেক, কিন্তু জানতাম না তার কারণে দীপাবলি উৎসবের উদ্ভব হয়, আজকে আপনার পোস্টটি পড়ে জেনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই মন দিয়ে সবটা পড়ার জন্য। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit