নমস্কার,,
পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আছে যেগুলো সব কিছুর ঊর্ধ্বে। ঠিক তেমনি একটি সম্পর্ক হল ভাই বোনের সম্পর্ক। আমার কাছে মনে হয় এই জগতের সবথেকে মধুর সম্পর্ক গুলোর মধ্যে এটা একটি। আর এই ব্যাপারটা অনুভব করতে পারবে সব থেকে বেশি যারা ছোট থেকে এই সম্পর্ক গুলোর মধ্যেই বড় হয়েছে। সে দিক থেকে বলতে গেলে আমি ভীষণ ভাগ্যবান। কারণ আমিও ঈশ্বরের আশীর্বাদে একটা বড় দিদি পেয়েছি। ওর নাম নিপা। বয়সে আমার থেকে মোটামুটি পাঁচ বছরের বড় হবে। তবে শাসনের দিক থেকে আমার মা-বাবার থেকেও একধাপ এগিয়ে আমার দিদি 😅।
এর আগে কখনো কোথাও আমার দিদিকে নিয়ে লিখিনি। আজকেই হঠাৎ কি যেন মনে হল তাই লিখছি ওকে নিয়ে। আবার লিখতে নিয়েও আটকে যাচ্ছি। যে মানুষগুলো আমাদের হৃদয়ে বসে থাকে তাদের নিয়ে লেখাটা সত্যিই খুব মুশকিলের।
আমার দিদিকে নিয়ে বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হবে সেটা হল ভীষণ কেয়ারিং একটা মেয়ে, পড়াশোনার দিকে খুব একটা মন ছিল না আগে থেকেই। কিন্তু রান্না বান্না থেকে শুরু করে ঘরের যে কোন কাজে একদম এক্সপার্ট। আর ছোট ভাইকে কিভাবে চোখে চোখে রাখতে হবে সেদিকেও বেশ পটু। দিদি যতদিন বাড়িতে ছিল তখন ওর অভাব কখনো বুঝতে পারিনি। কিন্তু যেদিন থেকে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে তারপর থেকে ওর এবসেন্স টা হাড়ে হাড়ে টের পাই।
বাড়িতে ভাই বোন থাকবে আর সেখানে ঝগড়াঝাটি বা মজার খুনসুটি হবে না এমন তো হতেই পারে না। একটা কথা বলে রাখি আমার দিদি ভীষণ রাগী। আর আমিও ছিলাম পেছনে লাগা একজন ছেলে। ছোটবেলা থেকে কি পরিমাণ যে আমরা মারপিট করেছি সেটা বলে শেষ করতে পারবো না 🤪। এই জিনিসগুলোই এখন ভীষণ মিস করি। লুকিয়ে লুকিয়ে দিদির ব্যাগ থেকে টাকা বের করে নেওয়া, ওর জন্য রেখে দেওয়া খাবার লুকিয়ে খেয়ে নেওয়া, মায়ের বকা খাওয়ানোর জন্য ইচ্ছে করে মিথ্যে নালিশ করা , আরো কত কি যে করতাম!!! হিহিহিহি।
তবে একটা ব্যাপার বেশ ভালই বুঝতে পারি আজকাল। সেটা হল জীবনের এই পর্যায়ে এসে আমার সাথে আমার দিদির বন্ধুত্বটাই সবথেকে বেশি জোরালো আছে বোধ হয়। আমার সব থেকে খারাপ মুহূর্তে একদম ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে আমার দিদি। শেষ দুই এক বছরে যা ভুল করেছি সবটা দিদি শুনেছে, মোটামুটি ভালোই বকেছে কিন্তু পাশ থেকে সরে যায় নি কখনো। আমার মা বাবাকে সবকিছু বুঝিয়ে এমনভাবে ম্যানেজ করেছে যে, মা বাবা এখনো আমাকে একটা টু শব্দ বলেনি আমার কৃত কর্মের জন্য। আবার এখনও তো আমি বেকার। তাই যতটা পারে আমার বোন নিজে থেকে আমার পকেটে দিয়ে দেয় যখনই দেখা হয়। এই তো কিছুদিন আগে যখন হাসপাতালে ভর্তি ছিলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেই সময়টাতে আমার দিদি পাগলের মত আমার সেবা যত্ন করেছে।
আসলে এসব কথা লিখে হয়তো শেষ করা যাবে না। এখন পর্যন্ত আমার পড়াশোনা নিয়ে সব থেকে বেশি মাথা ঘামিয়েছে বোধহয় আমার দিদিই। আমাকে দিদি চোখে চোখে রাখত যে, আমার অন্যান্য ভাই-বোনেরা বলতো আমার দিদি নাকি মিলিটারী অফিসার হিহিহিহি।
তবে সবথেকে মজার ব্যাপার হলো আমাদের এখনো মারাত্মক রকমের ঝগড়াঝাঁটি হয়। দিদি যখন আমাদের বাড়িতে আসে তখন তো একবার না একবার লাগবেই আমার সাথে। আর একটুকেতেই কেঁদে ফেলবে। কথা বন্ধ। আবার কিছুক্ষণ পর নিজে থেকেই কথা শুরু করবে হিহিহিহি। ফোনে কথা বলার সময় তো তিন চার দিন পর পরই ঝামেলা হবে আমার সাথে। এটা নিয়ে আবার মার কাছে নালিশ করবে। মা আবার আমাকে ধরবে 😅। আমাদের নিত্যদিনের ব্যাপার-স্যাপার এগুলো। হিহিহিহি। সত্যি বলছি আমি এখনও এসব ভীষন ইনজয় করি। আর আমি এসব কিছুই সিরিয়াসলি নেই না। কারণ এটাই আমার পরিবার। এদের নিয়েই আমার অস্তিত্ব। যত যাই বলুক , যা কিছুই হোক এই মানুষ গুলোই আমার প্রাণ।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের এই বন্ধন টা সব সময় যেন এমন দৃঢ় থাকে। আমার মা বাবা এবং বোনকে যেন সব সময় সুস্থ রাখে 🙏🙏❤️। আমাদের সকল বিপদের হাত থেকে যেন তিনি উদ্ধার করেন। সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে যেন বাকিটা জীবন হাসিখুশিতে কাটিয়ে দিতে পারি।
আপনার দিদি খুব ভাল আপনি ই খুব দুষ্টু।আপনার আর আপনার দিদির সাথে কাটানো অনুভূতি গুলো পড়ে খুব ভাল লাগলো। আসলে খুনসুটি আছে বলেই সম্পর্ক গুলো সুন্দর। আর এজন্য ই এটা পরিবার।ধন্যবাদ দাদা সুন্দর কিছু অনুভূতি আজ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার আর আপনার দিদির জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহা,, ছোট ভাই গুলো তো একটু দুষ্টু হবেই। দারুন ছিল কথা গুলো আপু। অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে যে ভাই বোনের সম্পর্ক অনেক মধুর সম্পর্ক। বড় দিদি থাকা মানে হচ্ছে অনেক ভাগ্যর ব্যাপার কারণ বড় বোনেরা হচ্ছে মায়ের সমতুল্য। অনেক সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন ভাই বোনের পড়ে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক আপু,, মায়ের মত আগলে রাখে দিদি সব সময়। অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা ভাই আপনি সত্যি অনেক ভাগ্যবান মানুষ ৷ যে ,এমন ভালো মনের একজন বড় দিদি পেয়েছেন ৷ আমি যদিও বড় বোনের ভালোবাসার স্বাদ পাই নি ৷ তবে ছোট বোন পেয়েছি বেশ জ্বালায় প্রতিনিয়ত দাদা আজকে টাকা লাগবে ৷ দিতে না পারলে মন খারাপ কথা বন্ধ ৷ পরক্ষনে দিলে কি খুশি ৷ তবে আপনার
বোনের মতো ই রান্না বান্না বেশ করে ৷ আসলে ভাই বোনের এই ভালোবাসার খুনসুটি গুলো না জীবনের বড় একটা অংশ জুড়ে ৷ এই যে পরিবার ভাই বোন এগুলো যেন জীবন ৷
যা হোক আপনার কাহিনী গুলো খুব ইচ্ছা করছে যদি আমিও একটা বড় দিদি পেতাম ৷ সর্বোপরি নিপা দিদি যেন ভালো থাকে তার স্বামী সংসার নিয়ে ৷ সেই সাথে ভাই বোনের এই মায়াময় ভালোবাসা গুলো চির অটুট থাকুক ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বোন তো বোনই ভাই,, হোক বড় কিংবা ছোট। খুনসুঁটি জমবে সবসময়। অনেক ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। ভালোবাসা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া পৃথিবীতে সবচেয়ে মধুর এবং ভালোবাসার সম্পর্ক হচ্ছে ভাই বোনের।
যা আসলে কখনোই কোনভাবে কিছু সাথে তুলনা হয় না।।
যদিও এদিক থেকে আমি বঞ্চিত 😅😅। আমরা তিন ভাই কোন বোন নেই। লোকমুখে শুনেছি এবং দেখেছি ভাই বোনের মধুর সম্পর্ক কিন্তু বাস্তবে কোনদিন পরিলক্ষিত হতে পারিনি।।
আপনার দিদিকে নিয়ে লেখা কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।। আসলে বড় ভাই বড় বোন থাকলে একটু বেশি কেয়ার করে থাকে ছোটদের।।
ভালো থাকুক আপনার দিদি 💞💞 আর আপনাদের বন্ধন থাক চিরদিন অটুট।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলি আর ভাই,, আসলেই তাই বোন না থাকলে অনেক কিছুই মিস হয় এটা একদম সত্যি। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit