জলের গানের কনসার্ট ।। শিল্পকলা একাডেমী প্রাঙ্গন

in hive-129948 •  last year 

নমস্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও চলছি একরকম। ভালো-মন্দ সবকিছু মিলিয়েই কেটে যাচ্ছে দিনকাল। প্রায় মাস খানেক হতে চলল বাড়ি যাওয়া নেই। বেশ দীর্ঘ সময় পর মা বাবাকে ছাড়া বাইরে আছি এতো দিন। ভীষণ মিস করি সবাইকে। আর সব থেকে বেশি মিস করি বাড়ির রান্না করা খাবার। হিহিহিহি। আসলে আমি বাইরে খুব একটা খেতে পারি না এবং বেশি মসলাযুক্ত খাবার একদম সহ্য হয় না। আরো আট থেকে নয় দিন পর হয়তো বাড়ির দিকে রওনা দিতে পারব। এই কয়েকটা দিন যদি একটু ভালোভাবে কেটে যেত তাহলে সত্যি খুব ভালো হতো।

IMG20240224210413.jpg

IMG20240224210234.jpg

Location

আজ লিখছি কয়েকদিন আগের একটা অনুষ্ঠান নিয়ে। সত্যি বলতে এখন তো আর নিয়মিত পোস্ট করা হয় না, তাই অনেক ছবি এবং মেমোরিজ জমা হয়ে আছে গ্যালারিতে। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করেই রাজীব এসে বলছে শিল্পকলা একাডেমীতে যাওয়ার জন্য। কারণ শিল্পকলায় জলের গান পারফর্ম করবে। খবরটা শোনার সাথে সাথে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। কারণ জলের গানের গান মোটামুটি সবাই ভীষণ পছন্দ করে। আর ওদের লাইভ পারফরম্যান্স গুলো আরও দুর্দান্ত হয়ে থাকে। ইউটিউবে বা ফেসবুকে অনেক দেখেছি ওদের পারফরম্যান্স কিন্তু সামনাসামনি দেখার সুযোগ কখনো হয়ে ওঠেনি এর আগে। সেজন্য এরকম একটা সুযোগ হাতছাড়া করার কোন প্রশ্নই আসে না। আমরা প্রায় ছয় জন মিলে একসাথে রওনা দিলাম শিল্পকলা একাডেমির দিকে।

IMG20240224210409.jpg

IMG20240224212043.jpg

Location

শিল্পকলা একাডেমী আমার বাড়ি থেকে ভীষন কাছে। ১০ মিনিট হাঁটলেই যাওয়া যায়। আমরা যখন পৌঁছেছি ঠিক সে মুহূর্ত থেকেই জলের গান পারফর্ম করা শুরু করে। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম রাহুল দাদার মিউসিক সেন্স নিয়ে। অনবদ্য লাগছিল পুরো অনুষ্ঠানটাই। আর যেহেতু একসাথে অনেকজন গিয়েছিলাম তাই নিজেরা মিলে ভীষণ আনন্দ ফুর্তি করছিলাম। মূলত শিল্প মেলাকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল। তাই আশেপাশে অনেক স্টল ছিল। যেগুলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে। ভীষণ ভালো লাগছিল প্রতিটা স্টল ঘুরে দেখতে।

IMG20240224210458.jpg

Location

প্রায় ঘন্টা দেড়েক সেখানে কাটিয়ে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমার জন্য একটা দারুন মুহূর্ত ছিল ঐ দিনের সন্ধ্যাটা। সবাই বলছিল যে, শিল্পকলাতে প্রায় প্রতিদিনই অনুষ্ঠান লেগেই থাকে। আর আমি যেহেতু গান ভালোবাসি, তাই আমার জন্য এটা খুব ভালো একটা দিক। মাঝে মধ্যেই সেখানে গিয়ে নিজের অবসর টা কাটিয়ে আসতে পারব। আজ এটুকুই থাক। পরবর্তী তে আবার নতুন কিছু নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!