নৈতিকতার অবক্ষয়

in hive-129948 •  last year 

নমস্কার,

সবার সাথে গলা মিলিয়ে বলতেই হয় আমরা সবাই আজ সভ্য সমাজে বাস করছি। আমাদের আশেপাশের সবকিছু যেমন উন্নত হয়েছে, তেমন আমাদের চালচলন থেকে শুরু করে আচার ব্যবহার সবকিছুই হয়তো পরিবর্তন ঘটেছে। কোন ক্ষেত্রে সেটা পজিটিভ, আবার কোন ক্ষেত্রে সেটা নেগেটিভ ভাবে সমাজের উপর প্রতিক্রিয়া ফেলছে। কিন্তু আমাদের মূল্যবোধের কি কোন উন্নতি ঘটেছে? নাকি সেটা আরও নিচ থেকে নিচু হয়ে যাচ্ছে!! কখনো কি এ ব্যাপারে আমরা ভেবে দেখেছি?

ship-1366926_1280.jpg

Source

আজকে এ ধরনের লেখার কোনো ইচ্ছেই আমার ছিল না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এবং নানা টিভিতে প্রচারিত একটা খবর দেখে না লিখে আর পারলাম না। আপনারা অনেকে হয়তো এই ব্যাপারটা দেখেছেন সেটা হল, পরীক্ষার হলে একটা ছাত্র অসাধু উপায় অবলম্বন করলে শিক্ষক ছাত্রের খাতা কেড়ে নিয়ে যায় এবং তার একটু পর সেই শিক্ষার্থী উঠে শিক্ষকের গালে পরপর দুটি চড় মেরে দেয়। এই ব্যাপারটা কতোটা মর্মান্তিক আমরা কি ভেবে দেখেছি!! এই মার টা শুধু একজন শিক্ষকের গালে নয় , বরং দেশের সব শিক্ষকের গালে গিয়ে পড়েছে বলে আমার মনে হয়।

ship-2275399_1280.webp

Source

স্কুল কলেজ ভার্সিটির গন্ডি পেরিয়ে গেছি অনেক বছর হলো। কিন্তু আমরা কি কখনো এমন কোন কীর্তির কথা কল্পনাও করতে পেরেছি ! অথবা আমাদের বাবা মাদের সময়কার মানুষজনও কি এমন অধঃপতন কখনো দেখেছেন! আমার তো মনে হয় না কেউ কখনো এমন দেখেছে। তাহলে এমন ঘটনা ঘটছেই বা কেন! কে দায়ী এর পেছনে?

আধুনিকতার ছোঁয়ায় সভ্য হতে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যে অসভ্যের খাতায় নাম লিখিয়েছে সেই ব্যাপারে আমাদের কারোর ভ্রুক্ষেপ নেই। এখন আবার নতুন নিয়ম চালু হয়েছে যে কোন শিক্ষার্থীকে বকা বা মার দেওয়া যাবে না। যার পরিণতি যে কোন পর্যায়ে গিয়ে এসে ঠেকেছে সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। আর আমরা পরিবার থেকেও বাচ্চাদের কতখানি ভদ্রতার শিক্ষা দিতে পারছি এটাও বোধ হয় ভাবার সময় এসে গেছে। সত্যি বলতে এমন অসুস্থ মস্তিষ্কের বিকাশ নিয়ে আর যাই হোক না কেন, একটা জাতি কখনোই সভ্য হতে পারে না।

apocalypse-2273069_1280.jpg

Source

এখনো যখন স্কুল কলেজ বা ভার্সিটির স্যার ম্যাডামদের সাথে দেখা হয়, কথায় কথায় তারা একটা কথা সব সময় বলে যে, এখনকার ছেলে মেয়েদের সাথে আগের মত আর মেশা যায় না। এরা ঐ রেসপেক্ট টাও করতে জানে না। কোথাও একটা দূরত্ব যেন থেকেই যায়। আর কথাটা একদম ফেলে দেওয়ার মত নয় সত্যিই। আমাদের নৈতিকতার অবক্ষয় হতে হতে একদম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা যদি এই অবস্থান থেকে নিজেদের উত্তরণ করে না নিয়ে আসতে পারি, তবে অদূর ভবিষ্যতে পুরো জাতিকে এর কঠোর মূল্য দিতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!