পুরোনো দিনের গানে নিজেকে খুঁজে পাওয়া

in hive-129948 •  last year 

নমস্কার,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের আগমনী বার্তা বেজে গেছে প্রকৃতিতে। সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডার আভাস পাওয়া যায়। আর শেষ রাতের দিকে তো আমার বেশ ভালো রকমের ঠান্ডা লাগে। প্রতি রাতে চাদর মুড়ি দিয়ে ঘুমোই আমি। এই সময়টা আমার বেশ লাগে। না গরম, না ঠান্ডা। এই রকম একটা আবহাওয়া যদি সারা বছর থাকতো তাহলে কত ভালো হতো!! যদিও অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের জন্য। একটু সাবধানে চলতে হবে সবারই।

আজ সবার মাঝে আমার গাওয়া একটা গান উপস্থাপন করছি। "অলিরও কথা শুনে বকুল হাসে", এই গানটা আমার অন্যতম প্রিয় গান গুলোর একটি। হেমন্ত মুখোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি বলা চলে। আমার মনে হয় আপনাদেরও খুব পছন্দের গান এটা। পুরোনো দিনের এই গান গুলো সব সময় আমার মন ছুঁয়ে যায় এক কথায়।

একটা মজার ব্যাপার খেয়াল করেছেন, আগের দিনের এই গানগুলোর কথা কতোটা সহজ সরল এবং প্রাণবন্ত! মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোও একদম আহামরি না। অথচ এই গান গুলো প্রতিটি বাঙালির মনে সেই দিন থেকে আজ পর্যন্ত গেঁথে আছে এখনো একই রকম ভাবে। আর বর্তমান দিনে এত এত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এত এত মিউজিক ডিরেক্টর তবু গান গুলো খুব একটা মন ছুঁয়ে যেতে পারে না। কিছুদিন পরেই কোথায় যেন হারিয়ে যায়। আমাদের কমতি টা আসলে কিসে, এই ব্যাপারটা নিয়ে আমরা কেউ খুব একটা কাজ করি না। আর যার জন্যই বর্তমান প্রজন্মের গান গুলোর এমন বেহাল দশা।

যাই হোক, আগের মত আবারও বলছি, আমি মনের ভালো থেকে মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি শুধু মাত্র। যখনই খারাপ লাগে তখনই বসে যাই গাইতে। যদিও এখন আর আগের মত বসা হয় না পরিস্থিতির কারণে। তাই আমার সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনটাই আশা করছি।
আর সব শেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা অনেকদিন পর আপনাকে ফিরে পেলাম।ফিরে পেয়ে নিজের কাছে স্বস্তি লাগছে। যে আজকে আপনার গানটি শুনতে পেলাম অনেক বছর পর। আগের গানগুলো অনেক সহজ সরল এবং প্রাণবন্ত ছিল দাদা। আমি আপনার কথার সাথে একমত। আগেকার গান শুনলেই মনটা নরম হয়ে যায়। এতটাই ভালো লাগতো আর এখনকার গান অনেকটাই ভালো লাগেনা।ভীষণ ভালো লাগলো দাদা। আপনার গানটি শুনে অনেকদিন পর

আমি নিজেও অনেকদিন পর আপনাকে পেলাম ভাই। সত্যিই খুব ভালো লাগছে। অনেক ভালো থাকবেন। ভালোবাসা রইলো।

আসলেই আবহাওয়া পরিবর্তনের জন্য অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। তবে এই আবহাওয়াটা এমনিতে ভালো লাগছে। অনেকদিন পর আপনার গান শুনে মনটা ভরে গেল। খুবই সুন্দর করে আপনি এই গানটা কভার করেছেন। আপনার কন্ঠে এই গানটা একবার শুনে আমার তো বারবার শুনতে ইচ্ছে করছে। সত্যি আপনার কন্ঠ অনেক সুন্দর। আপনার পরবর্তী গান আশা করছি খুব তাড়াতাড়ি পাবো।

সত্যি বলতে এই সময়টা যেমন ভালো তেমন খারাপ। তবে সয়ে গেলে খুব ভালো শরীরের জন্য। অনেক ধন্যবাদ আপু সব সময় আমার গানে উৎসাহ দেওয়ার জন্য।

অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে সত্যিই খুব ভালো লাগলো ভাইয়া। সত্যি বলতে আপনার গানগুলো শুনতে আমার খুবই ভালো লাগে আপনি সবসময় খুব সুন্দর করে আমাদের মাঝে গানগুলো উপস্থাপন করেন। আপনার যখন মন খারাপ হয় তখন আপনি গান গাইতে বসেন আর আমার যখন মন ভালো থাকে তখন আমি গান করি। অলিরও কথা শুনে বকুল হাসে এই পুরনো দিনের গানটা আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় সময় এই গানটা শুনি আপনার কণ্ঠে শুনতে পেয়ে আরও ভালো লাগছে। অনেকদিন পর এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আশা করব প্রতিনিয়তই আমাদেরকে এইরকম সুন্দর সুন্দর গান শোনাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আসলে আপু গান বাজনা বা বিনোদন মন ভালো রাখার একটা ওষুধ আমার কাছে। তাই যখন বেশি খারাপ লাগে তখন সুযোগ বুঝে বসে যাই। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রিয় গানগুলোর মধ্যে এই গানটি আমার ও খুব প্রিয়।অনেকদিন পর আপনার গান শুনে ভীষণ ভালো লাগলো ভাইয়া। এই পুরনো গানের আবেদন কখনো হারিয়ে যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই গানটির কভার করার জন্য।

এই গান গুলো একদমই অমর সৃষ্টি আপু। যত দিন যাবে ততো মিষ্টতা বাড়বে যেন। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইলো।

ভাইয়া অনেক দিন পর আপনার মিষ্টি কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। ঠিক বলেছেন ভাইয়া পুরনো দিনের গানের ভাষা কতটা সহজ সরল এবং প্রাণবন্ত ছিল। বর্তমানে অল্প কিছু সংখ্যক গান ছাড়া বাকিগুলো একদমই ভালো লাগে না। পুরনো গান যত শুনি ততই যেন আরও বেশি করে শুনতে ইচ্ছে করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাদের এমন সুন্দর মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে আপু। অনেক ভালো থাকবেন।

এই আবহাওয়াটা আসলেই সুন্দর। তবে হ্যাঁ একটু সাবধান থাকতে হয়। অনেকদিন পর আপনার গান শুনলাম। আপনার গানের গলা আগে থেকেই খুব ভালো লাগতো। এই গানটি আমারও ভীষণ পছন্দের। সত্যিই মুগ্ধ হয়ে শুনছিলাম। খুবই ভালো লাগলো দাদা। আবারো আপনার গান শুনার অপেক্ষায় থাকলাম।

একটু সাবধানে থাকলে এর চাইতে সুন্দর আবহাওয়া আর হয় না একদম। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

কথাটা একেবারে ঠিক দাদা। আগের দিনের গান সহজেই মানুষের হৃদয় স্পর্শ করে যায়। কিন্তু এই ক্ষমতা এখন কার কোন গানের মধ্যে পাওয়া যায় না। এই গানটা তো আমার অনেক পছন্দের। গানটা বেশ চমৎকার কভার করেছেন দাদা। অনেক দিন পর আপনার গান শুনলাম। বেশ ভালো লাগল দাদা। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

এই গান গুলো অমর সৃষ্টি এক কথায় ভাই। এমন কাজ আর কখনো হবে বলে মনে হয় না। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন।

অলিরও কথা শুনে বকুল হাসে",গানটি কি চমৎকার মানিয়েছে আপনার কন্ঠে।শুনে জাস্ট মুগ্ধ হলাম। আর এভাবেই পুরোনো দিনের গানে নিজেকে খুঁজে পাওয়া দারুন একটি বিষয়। শুভকামনা আপনার জন্য।♥♥

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।