নমষ্কার,,
দুই দিন বিয়ের ধকল এবং তারপর কনে বিদায়ের সময় কান্নাকাটি করে সবার অবস্থা মোটামুটি খারাপ । যেহেতু ভোরের দিকে বিদায় দিতে হয়েছিল তাই বলা যায় সারা রাত কারোরই ঘুম হয়েছিল না ঠিকমতো। অন্যদিকে সেদিন দুপুরবেলায় ছিল বৌভাতের অনুষ্ঠান অর্থাৎ কন্যাযাত্রী যাওয়ার প্রোগ্রাম। অনেকটা চাপ হয়ে গিয়েছিল সবার পক্ষেই। সকাল থেকেই তাড়া দেয়া হচ্ছিল যেন দুপুর বারোটার ভেতর রওনা দেওয়া যায়। কেননা দিনাজপুর যেতেও প্রায় সাড়ে তিন ঘন্টার মত সময় লাগে। কিন্তু বাড়ির সকলকে নিয়ে বের হতে প্রায় দুপুর ২ টা বেজে গেল।
আমি ২০১১ সালে প্রথম দিনাজপুর গিয়েছিলাম। বেশ ভালো লেগেছিল আমার কাছে শহরটা। এরপর আর কখনো যাওয়া হয়নি। এবার বোনের বিয়ে উপলক্ষে যাওয়া হচ্ছে দীর্ঘ সময় পর। আগের শহরটা কেমন ছিল সেটা অতোটা মনে নেই। তবে এবারে বাস থেকে যখন দেখছিলাম পুরো শহরটাকে খুব গোছানো লাগছিল। গাড়ি ঘোরার চাপ থেকে শুরু করে জনবসতি সব কিছুই বেশ হালকা লাগছিল। দিনাজপুরের লিচু বিখ্যাত সারাদেশে এটা আমরা সবাই জানি। আশেপাশে প্রচুর লিচু এবং আমের বাগান দেখতে পেয়েছি।
আমরা কয়েক ভাই মিলে বসেছিলাম একদম পেছনের দিকে। সত্যি বলতে অনেকটা জোর করেই বসতে হয় আমাদের পেছনের দিকে। বড় সকলকে ভালো সিট দিয়ে তারপরেই তো আমাদের বসতে হবে। সকলের রাত জাগা শরীর। যে যেমন জায়গাতেই বসি না কেন, গাড়ি চলতে শুরু করলে একটু পর থেকেই সবাই ঘুমে টুপতে শুরু করেছিলাম। বেশ মজাও করেছি অবশ্য সবাই মিলে। আমরা যখন বোনের বাড়িতে পৌঁছাই তখন প্রায় বিকাল সাড়ে পাঁচটা বাজে। সূর্য প্রায় অস্ত যেতে নিয়েছে। চারপাশটা যে ভালো মতো ঘুরে দেখব সেই সুযোগটাও আর পেলাম না। সন্ধ্যা বেলাতেই খেতে বসে গেলাম। আর একটু পরেই আবার সবাই মিলে রওনা হলাম বাড়ির দিকে। এভাবেই এবারের দিনাজপুর ভ্রমণ শেষ হলো।
দাদা রংপুর হয়ে দিনাজপুর আসছেন না ৷ তাহলে আমাদের এই দিকে ৷ দিনাজপুর আমার পাশের জেলা ৷ আমি পঞ্চগড় জেলায় থাকি ৷ যা হোক বোনের বিয়েতে কন্যা যাত্রী আমাদের এই দিকে বলে খোদানি ৷ ভালো লাগলো সবাই মিলে বাস ভ্রমন দারুন মজার ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর গেছি ভাই। রংপুর যাই নি। অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে তাহলে বিয়ের পর্বটা শেষ হয়ে গেল। বৌভাতের অনুষ্ঠানে দিনাজপুর ভ্রমণে গিয়েছিলেন দেখে ভালো লাগলো। যেহেতু আপনারা ভোর বেলায় বিদায় দিয়েছিলেন তাই সারারাত কেউই ঘুমায়নি বুঝতে পারতেছি। রাত জাগা শরীরটা সত্যি অনেক বেশি ক্লান্ত হয়ে থাকে আর কিছুই ভালো লাগেনা। সন্ধ্যা হয়ে যাওয়াতে ভালোভাবে ঘুরে দেখতে পারেননি। পরবর্তীতে একদিন বোনকে দেখতে এসে ভালোভাবে ঘুরে যাবেন। ধন্যবাদ মুহূর্তটা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বোন তো এখন বিয়ের পর সিলেট চলে গেছে আপু। ওখানে আর সহজে যাওয়া নেই। তবে পরিবেশটা বেশ ভালোই লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিয়ে শেষ হয়েছে।এবার বৌভাতের পালা।সবাই মিলে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হলেন।তাও আবার এতো দেরি করে?? বেলা ২ টায় রওনা দিলেন।দুপুরের বৌভাত খেয়েছেন সন্ধ্যায়।যাই হোক শহরটা আর ঘুরে দেখার সুযোগ রইলো না।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই এত ক্লান্ত ছিলাম যে, ইচ্ছে না থাকলেও দেরি হয়েই যাচ্ছিল আপু। পরে কোন এক সময় হয়তো আবার যাব ঘুরতে। অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি বোনের বিয়েতে শুরু থেকে শেষ অবদি সুন্দর আনন্দ অনুভব করেছেন এবং দায়িত্ব পালন করেছেন। দিনাজপুর শহরটি সুন্দর জেনে ভালো লাগলো।আসলে কণের দাদার তো খারাপ সিটেই বসতে হয় কারণ ভালো সিটে তো বড়ো দের কে দিতে হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর কনেযাত্রী হওয়ার অনুভূতি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit