শালবন গ্রিন রিসোর্ট থেকে ঘুরে আসা

in hive-129948 •  4 months ago  (edited)

নমস্কার,,

আজ লিখছি কয়েকদিন আগের একটা অফিসিয়াল ট্যুর নিয়ে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অফিসের সিকিউরিটি ডিপার্টমেন্টের সবাই মিলে গিয়েছিলাম শালবল গ্রিন রিসোর্টে। রিসোর্ট টা যে খুব সুন্দর তেমন টা ঠিক নয়। আমাদের ডিপার্টমেন্টাল হেড স্যারের বন্ধুর রিসোর্ট এটা। তাই একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল। এ জন্যই ওখানে যাওয়া। সত্যি বলতে আমাদের জন্য জায়গাটা কোন বড় ব্যাপার ছিল না। সবাই মিলে এক সাথে আনন্দ করে সময় কাটানোটাই ছিল আসল উদ্দেশ্য।

IMG_20240724_080845.jpg

IMG20240717073529.jpg

IMG20240717074336.jpg

Location

আমরা সব মিলিয়ে ২৪ জন ছিলাম মোট সদদ্য। সকাল সাড়ে সাতটায় রওনা দিয়ে দেই অফিস থেকে। বড় ছোট পাঁচটা গাড়ি নিয়ে আমরা রওনা হয়ে যাই শালবন গ্রীন রিসর্টের দিকে। দূরত্ব খুব একটা বেশি না। ঘন্টা দেড়েকের রাস্তা মাত্র। তাই অতোটা তাড়াহুড়ো ছিল না। রাস্তার মাঝে হালকা ব্রেক দিয়ে সকালের নাস্তাটা সবাইকে দেওয়া হয়। রাস্তায় কোন জ্যাম ছিল না। সকাল সাড়ে নয়টার মধ্যেই পৌঁছে যাই আমাদের গন্তব্যে। শালবনের মধ্যে ছোট্ট একটা রিসোর্ট। চারপাশে সবুজে ঘেরা। একদম মন্দ নয় জায়গাটা। অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছে সময় কাটাতে।

IMG20240717091903.jpg

IMG20240717153225.jpg

Location

বেশি দেরি না করে আমরা ছেলেরা খুব দ্রুত চেঞ্জ করে মাঠে নেমে গেলাম। অনেকে ক্রিকেট অনেকে ফুটবল। বৃষ্টি হওয়ার জন্য মাঠ টা ক্রিকেট খেলার উপযুক্ত ছিল না। তাই সবাই মিলে ফুটবল খেলা শুরু হলো। কতদিন পর যে এভাবে দৌড়িয়ে ফুটবল খেলেছি নিজেও জানি না। তবে দারুন মজা হচ্ছিল এক কথায়। মজার ব্যাপার হলো কোন দলই গোল করতে পারে নি। হিহিহিহি।

খেলা শেষ করেই সবাই মিলে চলে গেলাম সুইমিং পুলে। এবার শুরু হলো আসল মজা। কে কার সাথে কত ভাবে দুষ্টুমি করেছি তার কোন ঠিক নাই। প্রায় দুই ঘণ্টা লাফালাফির পর একদম ক্লান্ত শরীর নিয়ে রুমে চলে যাই।

IMG20240717153216.jpg

IMG20240717154158.jpg

Location

অল্প কিছু সময় বিশ্রাম নিয়ে দুপুরের খাবার সবাই এক সাথে খেয়ে নেই। আর তারপরই শুরু হয় নিজেদের ভেতর ছোট্ট ছোট্ট খেলাধুলা। সত্যি বলতে অনেক আনন্দ হয়েছে ঐ ইভেন্ট গুলোতে। সব ছবি আমার কাছে নেই। তাই দিতেও পারলাম না। কয়েকদিন পর হাতে পেলে আবার একটা পোস্ট করার ইচ্ছে আছে।

যাই হোক শালপুর রিসোর্ট থেকে সোজা চলে যাই নূহাশ পল্লীতে। ঐ গল্প অন্য আরেকদিন হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Due to unavoidable reasons, you are urgently requested to cancel the delegation from @streetshots. If delegation is not canceled within 36 hours, your account will be blacklisted.