আবছা ক্যানভাস

in hive-129948 •  2 years ago 

নমষ্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কয়েকদিন হল মেঘ করছে রোজ এবং বৃষ্টিও হচ্ছে কিন্তু গরমের ভাবটা কমছে না। তবে হ্যাঁ এটা ঠিক যে তীব্র গরম টা নেই।

গতকাল নিজের কিছু কাজে মামাতো বোনের বাড়ি এসেছিলাম সিরাজগঞ্জে। কাজ শেষ করে আজ সকাল সকাল বাড়ির দিকে রওনা দেই। যদিও আটকে রাখার জন্য অনেক চেষ্টা করেছে বোন আর বোন জামাই। তো বাসে আসার সময় হঠাৎ মনে হলো কিছু একটা লিখি। অনেকদিন লিখি না। খুব অল্প কিছু শব্দ দিয়ে তাই বাসে বসেই আপন মনে লিখে গেলাম। সেটাই আজ সবার সাথে শেয়ার করছি।

to-paint-268231_1920.jpg

Source

আবছা ক্যানভাস

সন্ধ্যার আবছায়া শহরে
কিংবা কোন বিদগ্ধ নগরে
এখনো চলছে আন্দোলন
কি পেয়েছিল ঐ অভিমানী মন!

নীল সাগরের তীব্র কষ্ট
বারে বারে কেঁপে ওঠা ওষ্ঠ
হাত বাড়িয়েও এসেছে ফিরে
দম্ভ ধরেছে সর্বস্ব ঘিরে

কেউ বুঝিনি কোন কারণ
নিরবতা করেছি স্মরণ
আনমনেই রয়ে গেল অপেক্ষা
আজন্মের অগ্নি পরীক্ষা

আমার শহরেও বৃষ্টি নামে
আমি ভিজি বারোমাস
গল্পেরা এখনো খুঁজে যায়
তোকে আঁকা কানভ্যাস

❤️❤️❤️

সত্যি বলতে নিজের লেখাগুলোকে কবিতা বলতে খুব ভয় করে । কারণ আমার মত পাগলের লেখা, যেখানে সাহিত্যের কোন জ্ঞান নেই, তারপক্ষে এত গভীরে যাওয়া কখনো সম্ভব নয়। তবুও আমাদের এই পরিবারের অনেকের লেখা পড়ে উৎসাহিত হয়ে মাঝে মধ্যে দুই এক লাইন লেখার চেষ্টা করি। কথায় আছে গাইতে গাইতে গাইন। হিহিহিহি।

যাই হোক আজ আর কথা বাড়াচ্ছি না। আপনাদের ভালো লাগা মন্দ লাগার অনুভূতি জানার অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কারণ আমার মত পাগলের লেখা, যেখানে সাহিত্যের কোন জ্ঞান নেই, তারপক্ষে এত গভীরে যাওয়া কখনো সম্ভব নয়।

এত সুন্দর কবিতা লিখেও বলছেন যে সাহিত্যের কোন জ্ঞান নেই। 🥺

আপনি তো বেশ ভালো রকমের কঠিন করে লেখেন কবিতা। যথারীতি কবিতাটা বুঝতে গিয়ে আমাকে বেশ খানিকটা মাথা খাটাতে হয়েছে।

হাহাহাহা,,, আমি তো সব সময় সহজ শব্দ খুঁজি ভাই, কঠিন করে লিখলে তো নিজের লেখা নিজেই বুঝি না 🤪। অনেক ধন্যবাদ আপনাকে।

দারুণ একটি কবিতা লিখেছেন দাদা ৷ কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে ৷ যদিও কবিতার কিছুই বুঝি না আমি ৷ তবে আপনার কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ ছোট এই কবিতার গভীরতা অনেক দূরেই চলে গেছে ৷ সুন্দর লিখেছেন , খুবই ভালো লাগলো কবিতার প্রতিটি লাইন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

ভাই আপনি তো অনেক ভালো লিখেন। মাঝে মাঝে আমি পড়ি তো আপনার লেখা। আর যে ভালো লিখতে পারে সে যে এসব লেখা অনেক ভালো করে বুঝবে সেটাও আমি জানি। হাহাহাহা,,। অনেক ভালো থাকবেন ভাই।

বেশ ভালই উপভোগ করলাম ভাই তোমার কবিতা। অনেকটা গুছিয়ে লিখেছো৷ চেষ্টাকরিও আবৃত্তি করে ভিডিও শেয়ার করার জন্য । আশাকরি সেটাও ভালো হবে।

এই ছন্দ মেলানো লেখার আবৃত্তি আমি পারি না আপু। তবু যখন বললেন চেষ্টা করব অবশ্যই। দোয়া করবেন আমার জন্য।

বোনের বিয়ে শেষ করে বাড়ি আসার উদ্দেশ্যে দারুন একটি কবিতা লিখে ফেললেন দেখছি।খুব সুন্দর হয়েছে। আবৃত্তি করে শোনাবেন কেমন। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু এই ছন্দ মেলানো কবিতা আমি একদম আবৃত্তি করতে পারি না 😅। তবুও চেষ্টা করব একদিন। অনেক ধন্যবাদ আপনাকে।

আমার শহরেও বৃষ্টি নামে
আমি ভিজি বারোমাস
গল্পেরা এখনো খুঁজে যায়
তোকে আঁকা কানভ্যাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ঠিকই বলেছেন গরমের ভাবটা এখনো কমেনি।।
আজকের কবিতাটি অসাধারণভাবে রচনা করেছেন।
কবিতার শব্দচয়ন এবং ভাষাগুলো অসাধারণ।
কবিতাটি ভাব গম্ভীর মনে হচ্ছে হারানো ভালোবাসার গভীর স্মৃতি কবিতার লাইনের মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে।।
আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো মনে হচ্ছে মনের কথাগুলোই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।।

বাহ্ খুব সুন্দর ভাবে লেখার ভেতর টা ধরতে পেরেছেন ভাই। অসম্ভব ভালো লাগলো আপনার মন্তব্য টা। অনেক শুভেচ্ছা রইলো।

দাদা প্রথমে তো ভাবলাম রং তুলিতে বেশ সুন্দর একটি আর্ট করেছেন। কিন্তু পরক্ষনেই দেখি নারে এত অনেক সুন্দর একটি কবিতা। যেটা নাকি আমাদের একজন ভালো মানের কবি সজিব দা লেখেছেন। সত্যি বলছি দাদা বেশ হয়েছে আপনার কবিতাটি। বিশেষ করে নিচের কথাগুলো তো ভুলার নয়।

কেউ বুঝিনি কোন কারণ
নিরবতা করেছি স্মরণ
আনমনেই রয়ে গেল অপেক্ষা
আজন্মের অগ্নি পরীক্ষা

আপু এভাবে বলবেন না 🙏🙏 আমার সাথে কবি নাম টা একদম যায় না, আমি অতি নগণ্য একজন। আবোল তাবোল কিছু কথা গুছিয়ে লেখার চেষ্টা শুধুমাত্র। অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন এই ভাইয়ের জন্য।