নমষ্কার,,
ভীষণ খুশি একটা মন নিয়ে আজকের লেখা শুরু করছি। কারণ আজ স্বপ্নের পদ্মা সেতু থেকে ঘুরে আসলাম হঠাৎ করেই। বেশ ভালো একটা মুহূর্ত ছিল বিকাল থেকে রাত পর্যন্ত। সেই গল্প আজ সবার সাথে ভাগ করে নিচ্ছি।
ঢাকাতে আমি যেখানে থাকি তার পাশেই আমার মামাতো বোন থাকে ফ্যামিলি নিয়ে। আমার দিদি আর দিদির হাসব্যান্ড দুজনই ডক্টর। প্রতি বৃহস্পতিবার জামাইবাবু বগুড়া চলে যান এলাকার চেম্বারে রোগী দেখতে। আর দিদির ছোট ছোট দুই বাচ্চাকে নিয়ে একা থাকতে হয় দুই দিন। তাই আমি ঢাকাতে থাকলে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিন দিদির বাড়িতেই থাকি। তো আজ সকালে যখন জামাইবাবু বাড়ি চলে আসলো আমাকে জিজ্ঞেস করলো কোন কাজ কিনা। আমি বললাম অমন কোন কাজ নেই। তখন বলল তাহলে বিকালে তিন টার দিকে সবাই রেডি থেকো। আজ পদ্মা সেতু দেখতে যাব। বেশ ভালই লাগলো শুনে। আসলে পদ্মা সেতু বাংলাদেশের অহংকার। আর দেশের এত বড় একটা অর্জনকে সামনে থেকে দেখতে কার না ভালো লাগবে!
আমাদের বের হতে হতে সাড়ে তিন টা বেজে গেল। আসলে ছোট বাচ্চাদের সব জিনিস গুছিয়ে নিয়ে বের হওয়া সত্যিই অনেক কঠিন ব্যাপার। যাই হোক সব ঠিক মত করেই বেড়িয়ে গেলাম। কিন্তু ধানমন্ডির বিরক্তিকর জ্যাম অনেক সময় নষ্ট করে দিল। মেয়র হানিফ ফ্লাইওভারে যেতেই এক ঘণ্টার বেশি সময় শেষ। এক পর্যায়ে যখন মাওয়া এক্সপ্রেস হাইওয়ে তে উঠলাম নিজেকে যেন বিশ্বাসই হচ্ছিল না যে বাংলাদেশের কোন রাস্তা দিয়ে যাচ্ছি। দৃষ্টিনন্দনভাবে বাহারি রকম ফুলের গাছ দিয়ে সাজানো রাস্তার দুইপাশ। মন ভরে যাচ্ছিল চোখ দিয়ে দেখে।
মোটামুটি ৪০ থেকে ৪৫ মিনিট পর আমাদের গাড়ি পৌঁছে গেল স্বপ্নের পদ্মা সেতুর টোল প্লাজাতে। নিজের ভিতরে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। দেশের এত বড় অর্জনের সাক্ষী হতে আজকে আমিও পেরেছি। আমাদের গাড়িটা ব্রিজের উপরে খুব আস্তে আস্তে চলেছে। দুই চোখ ভরে উপভোগ করেছি দুই পাশে সৌন্দর্য। এক কথায় অপূর্ব লাগছিল। সবচেয়ে বেশি ভালো লাগছিল গোধূলি লগ্নের ঐ আকাশটা। যতটা সম্ভব ছবি তুলেছি দুই পাশের। ব্রিজের নিরাপত্তা ব্যবস্থার জন্য কিছু দূর পরপরই দেখলাম সেনাবাহিনী টহল দিচ্ছে। ব্যাপারটা খুব ভালো লেগেছে। পদ্মা সেতু পার হয়ে একটু দূরে গিয়ে আমরা গাড়িটা দাঁড় করিয়ে কিছু ছবি তুলতে নিলাম এমন সময় হঠাৎ করেই আর্মির গাড়ি এসে আমাদেরকে নিষেধ করল ছবি তুলতে এবং তাড়াতাড়ি জায়গাটা ত্যাগ করতে বলল। আমরা আর কথা না বাড়িয়ে রওনা দিয়ে দিলাম।
কিছুদূর দিয়ে ইউট্রান দেখে গাড়িটা ঘুড়িয়ে নিয়ে রওনা দিলাম। । রাতের পদ্মা সেতু তখন আলোতে তে চক চক করছে। এটা এক অন্যরকম ব্যাপার। আসলে ছবি তুলে ঐ মুহূর্তগুলো সৌন্দর্য প্রকাশ করা সম্ভব নয়। স্বচক্ষে যে একবার দেখবে সে পুরো পাগল হয়ে যাবে। যাই হোক এভাবে ধীরে ধীরে আমরা পদ্মা সেতুর পার করে মাওয়া ঘাটের দিকে চলে আসলাম। মাওয়া ঘাটের কথা না হয় সামনের দিনের পোস্টে লিখব। সত্যি বলতে আজকে শরীর এত ক্লান্ত লাগছে যে ঘুমে চোখ বুজে আসছে বার বার।
তাই কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
সব কিছুর বর্ণনা শুনে আমার ও যেতে ইচ্ছে করছে।ছবি গুলো ও বেশ সুন্দর। ভালো ছিলো।সাথে একটা গার্লফ্রেন্ড থাকলে আরো ভালো হত,তাই না বলেন😜😜।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গার্ল ফ্রেন্ড একটা ঝামেলা ছাড়া আর কিছু না 🤪। বোন , জামাই আর ভাগ্নেকে নিয়ে গেছি, বিন্দাস মজা করে ফিরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের বাসা ঐদিকে অথচ এখন পর্যন্ত আমারই পদ্মা সেতু দেখা হয়নি। আর আমাকে তো খুব বলেন ঘুরতে গেলে বলার জন্য। আজকে তো ঠিকই নিজেই বোন দুলাভাই এর সঙ্গে একা একা ঘুরতে চলে গেলেন । একবার বললেন না। যাই হোক পদ্মা সেতুর ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক ভালো একটি সময় কাটিয়েছেন মনে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপুর বাড়ি কি বরিশাল নাকি? 🤔
আমি তো আপনাকে জানানোর সময় টাও পাই নি আপু। হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে। এরপর একসাথে গিয়ে আপনার বাড়ি থেকেও ঘুরে আসবো কেমন 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবার বাড়িতে গিয়েছিলাম তখন প্রথম পদ্মা সেতু দিয়ে গিয়েছি আসলেই অনুভূতিটা ছিল অন্যরকম। খুবই ভালো লাগছিল এবং আসার সময় পদ্মা সেতু দিয়েই ঢাকায় এসেছি ভালই লাগছিল। আজকে আপনি পদ্মাসেতু ঘুরতে গেছেন সে অনুভুতি প্রকাশ করেছেন শুনে আবার যেতে ইচ্ছে করছে ভালো লাগছে আপনার পোস্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই অন্যরকম একটা অনুভূতি। বেশ ভালো লাগছিল । অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্নের পদ্মা সেতু এখন পর্যন্ত স্বপ্নই থেকে গেল নিজ চোখে আর দেখা হলো না। যাহোক আপনার ফটোগ্রাফি গুলা দেখে কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছি যে ভার্চুয়ালি পদ্মা সেতু দেখতে পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্ন কেন থাকবে ভাই, একবার একটু সুযোগ করে ঘুরে আসবেন। খুব ভালো লাগবে। আশা করি খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই এ এক আনন্দের ব্যাপার। সেই বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু ভ্রমণ। আপনার সঙ্গে আমিও ভ্রমণ করে ফেললাম হি হি। দারুণ ছিল কিন্তু আপনার ভ্রমণ অভিজ্ঞতা টা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিন পর বেশ ফুর্তি নিয়েই একটু ঘোরাঘুরি হলো ভাই। ভালো লেগেছে আমার নিজেরও। অনেক ভালো থাকবেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পদ্মা সেতু দেখার জন্য আমারও যাওয়ার খুব ইচ্ছে রয়েছে। আমরা সামনে একটি উদ্যোগ নিয়ে যাওয়ার খুবি ইচ্ছে রয়েছে। আপনি গিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় সুযোগ করে একদিন যাবেন অবশ্যই। খুব ভালো লাগবে ভাই। অনেক ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একাকী জীবনে আশেপাশে কোন আপনজন থাকলে তাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। পদ্মা সেতু এলাকায় ভালো সময় কাটাতে পেরেছেন জেনে ভালো লাগলো। আমারও ইচ্ছে আছে কয়েকদিনের মধ্যেই দেখতে যাব। আসলে আমাদের দেশের এত বড় একটা অর্জন চোখে না দেখে থাকাটা মুশকিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই তাই। এত বড় একটা অর্জনের সাক্ষী হওয়া টাও বেশ বড় একটা ব্যাপার। যত তাড়াতাড়ি সম্ভব একবার ঘুরে আসবেন ভাই। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বা আপনি তো দেখছি পদ্মা সেতু জয় করে ফেলেছেন। আমারও খুব ইচ্ছে পদ্মা সেতুতে একটিবারের জন্য হলেও যাওয়া। কিন্তু আমার বাড়ি থেকে পদ্মা সেতু অনেক দূর তাই যাওয়া হচ্ছে না। তবে আপনি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালই লাগছে। খুবই চমৎকার হয়েছে প্রতিটি ফটোগ্রাফি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের ভেতর আর দূর কি আপু,, সময় সুযোগ করে একটু গুছিয়ে উঠে চলে আসবেন একদিন। পদ্মা সেতু দেখা হবে আর তার সাথে মাওয়া ঘাটে ইলিশটাও খেয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit